নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানপাপী

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩



বুদ্ধি নিয়ে থাক তুমি কুবুদ্ধিরে দাও জল;
জলের তোরে ভেসে চলে দেশটা ছল ছল।
সত্য মিথ্যা যেটাই থাকুক তুমি জ্ঞানপাপী;
পাপের ভারে রসাতলে পকেট ভর খাটি।

বুদ্ধিজীবী দিবস এলে বুদ্ধিটাকে বেচ,
টি আর পি আর টক-শোতে নিজের ছবি আঁক।
একটা কথা শোন বলি বুদ্ধিজীবী নও তুমি,
শিক্ষাটারে নষ্ট কর কেমন করে থাকবো আমি।

মাটি এখন কাঁপছে ভীষণ রাষ্ট্র থর থর,
তোমার কথায় কি ভুল আছে মন খুলে সব বল।
ইতিহাসের পাতা খুলে চশমাটা তুলে ধর;
বুঝতে পারবে তুমি এখন কত নিচে আছ।

আদর্শ যদি দেখতে চাও পেছন ফিরে একবার চাও;
বুদ্ধিজীবীরা কষ্ট পায় তুমি যখন মিথ্যা কও।
কবরের আঁধারে ওরা আছে ঘুমিয়ে,
রক্তভেজা আত্মাটা শুধু কাঁদে চিনে নাও..

৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা..
বন্ধু তুহিন, ২৯ অগ্রহায়ণ ১৪২৭ বাংলা, মধ্য দুপুর, হাতির-ঝিল লিংক রোড..

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩১

এম এ হানিফ বলেছেন: বিনম্র শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের।।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার পদ্য ভালো লাগেনি, আপনার ভাবনাও ভালো নয়, আপনার চিন্তাতে সমস্যা আছে।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: চেষ্টা অব্যহত রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.