নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

অভাব

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪

এবারের মরশুমে, রেকর্ড পরিমাণ গরম ফলেছে।

বাইরে বেরলেই—

উত্যক্ত অনুগত দুপুরগুলো দুর্বৃত্ত ছুরির ফলার মতো গায়ে বিঁধতে থাকে।

অথচ মগ্ন জীবনকে ছিটকিনির বাইরে নিয়ে আসতেই হবে।

বৈশাখের এমনই ধোঁয়া-ধোঁয়া অস্পষ্ট দুপুরে দেখা গেল

বাসস্টপে কলেজ ফিরৎ একটি মেয়েকে।



কয়েকটা যুবক তার সামনেই ছিল।

হঠাৎ তাদেরকে কে যেন উপুর করে সমুদ্র উপকূলে নিয়ে গেল।

এরপর থেকেই তারা নিজেদেরকে অসম্ভব আগলাতে থাকে।

তারপরই শুরু হয় দিবাস্বপ্ন।

বিশেষ করে, অভিজ্ঞরা যাকে মতিভ্রম বলেন।

মেয়েটির মূল্যবান চিবুকে লিপিবদ্ধ দুঃসময়ের ঘাম।

মোচার খোলার মতো রমণী-কবুল-ঘ্রাণ বেড়িয়ে আসে শরীর থেকে।

বিপন্ন যুবক ছেলেকটি এখনই বুঝি ভয়ংকর জুয়ারির মতো

মনে মনে বাদশাহী নীল-সাদা জলে আত্মঘাতী হবে।

কিন্তু কার সঙ্গে ?



সেসব ভেবে ওঠবার আগেই

বাসস্টপে বাস এসে পড়ে।







সুব্রত সামন্ত

মানামা, বাহ্‌রাইন

১১।০৮।২০১৪





মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: সুব্রত সামন্ত (বুবাই) ,



এবারের মরশুমে, রেকর্ড পরিমাণ গরম ফলেছে।
শুরুর এই লাইনটিতে কিম্বা ...
যিনি কোনও এক মেয়ের চিবুককে "মূল্যবান" বলে ভাবের কারুকাজ দেখাতে পারেন তার সৃষ্টিকে আলাদা চোখে দেখতেই হয় !

ভালো লেগেছে কবিতাটি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.