নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

রূপার এক পশলা অভিমান

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

হঠাৎ রূপার এক পশলা কুয়াশাঘন প্রজ্বলিত অভিমানে

আমি ভিজে যাই।

আরো একটি দারুণ মোহের দিন

ছুটি নিয়ে চলে যায় শৃঙ্খলিত আদ্র দিনাবসানে।

ইচ্ছে করে, এখনই নিজের পদবী ভুলে গিয়ে

ডুব মারি অগাধ আড়ালে।

রূপার চোখের পাতায়, রূপার আঙুলে, রূপার চিবুকে

একঝলক নিজেকে না খুঁজে পেয়ে ;

নিমেষে দপ করে জ্বলে ওঠে পুরানো দুঃখের শতবর্ষ।

স্বশরীরে ভেঙে পড়ে অজস্র দেওয়াল।

কয়েকটি স্মৃতির কাফনে ঢাকা স্তব্ধতার কাছে আমি ভৃত্য হয়ে বসে থাকি

বেশ কিছুক্ষণ।

রূপার প্রতিটা বিষদৃষ্টিতে আমার অপস্রিয়মান হৃদয় উপত্যকায় আছড়ে পড়ে

রক্তমাখা অতৃপ্ত প্রলয়।

আরো কত অস্থিরতা ?

আরো কত এই নিভৃত বিষন্নতা ?

রোদ, ধুলো, ঝড় থেকে চোখকে বাঁচাতে

যেমন দরকার তোমার ঐ কাঁচে ঘেরা

রঙিন চশমার নর্তকী ফ্রেম ;

আমার মাথার উপর তেমনই রাখো

তোমার ঐ জুয়ারি-মায়াবিনী সিম্ফনি হাত।

তোমার পদ্ম-গন্ধমাখা নাভীর রত্নখচিত গন্ধে

আমি আবার ভুলে যেতে চাই

আমার প্রতিদিনের কুৎসিত উত্তাল অবেলা।



প্লিজ রূপা, কথা শোনো

আমাকে বৃষ্টিভেজা নিয়তির হাতে তুলে দিও না ;

আমি নিজেকে চিরটাকাল তোমার কাছে ধরে রাখতে চাই।











সুব্রত সামন্ত

১২।০৮।২০১৪

মানামা, বাহ্‌রাইন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: প্লিজ রূপা, কথা শোনো
আমাকে বৃষ্টিভেজা নিয়তির হাতে তুলে দিও না ;
আমি নিজেকে চিরটাকাল তোমার কাছে ধরে রাখতে চাই।
সুন্দর আকুতি।+

২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর +++ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.