নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

এক পৃথিবীর দুই ভিক্ষারী

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

— বাড়িতে কে আছো ? বাইরে বেড়িয়ে আসো। বসন্ত উৎসবে ভিক্ষা দাও।

— এখন কিছু হবে না, তুমি যাও।

— হবে না ! তবে ওরা যে আমাকে বলল, স্বর্গের পথ নাকি এই দিকে।

— ওরা তোমাকে ভুল বলেছে।

— ভুল বলেছে ?

— হ্যাঁ, ভুল বলেছে।

— কিন্তু আমি যে সমস্ত নারীর মধ্যে খুঁজে বেড়াই একজনকেই, শুধু তোমাকেই।

সেটাও কি তবে মিথ্যে ?

— জানি না যাও।

— বুকের মধ্যে অত্যন্ত নরম কিছু গোপন কর আর মুখেতে রুক্ষ বাক্য বলে দাও। এ তোমার কি রকম খেলা বুঝি না।

শুধু চোখে চোখ রেখে প্রীতি উপহার দাও। এরূপ কেন ছলনা ? এভাবে আমাকে ক্রমান্বয়ে নিষিদ্ধ করতে পারবেনা।

— দোহাই তোমার, তুমি এখন যাও। আমাকে আরো একটু সময় একা থাকতে দাও। আর আমাকে আমার কাজ করতে দাও।

— একবার বুকের মধ্যে হাত দিয়ে মেপে দ্যাখো, সেইখানে আছে কত শূন্যতা ? এরপরেও আরো শূন্যতা চাও ?

— হ্যাঁ, কেননা স্বল্প শূন্যতা যাকে বিহ্বল করে সে কখনোই ভেসে থাকতে পারে না। কিন্তু আমি ভেসে থাকতে চাই।

— আর বিষাদ ?

— তাকে গোধূলির কাছে নির্বাসন দাও।

— তুমি সত্যি বলছ ! তাহলেই গোধূলি শেষে আবার নীড়ে ফিরে আসবে ?

— ঐ যে বললাম, নির্বাসন দাও। আর শোনো তুমি এখন যাও। বাই।





সুব্রত সামন্ত

১৬।০৮।২০১৪

মানামা, বাহ্‌রাইন





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২

নুরএমডিচৌধূরী বলেছেন: বাঃ চমৎকার-
অত্যেন্ত প্রসংশনীয় একটা কবিতা
আপনার জন্য অবারিত দোয়া রইল
নুর

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

সুব্রত সামন্ত (বুবাই) বলেছেন: ধ... ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.