নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

নন্দিনীদের জন্য

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪২

সকালের ব্যস্তটাকে উপেক্ষা করে

দুপুরের নৈঃরাজ্য উজিয়ে

চারখানা খুঁটির পায়ের উপর দাঁড়িয়ে আছে

আমাদের এই ছোটো বাসস্টপ।



অক্ষমতার সমাধিস্তম্ভে হেলান দিয়ে

প্রতিদিনকার মতো আড্ডা মারছে ছেলেকটা।

যেহেতু তারা আর ছোটো নয় ;

তাই যখন-তখন আর বাড়ির দিকে ছুটে যাওয়া নেই।

যেহেতু তারা এখনো বুড়ো হয়নি ;

তাই জীবনটাকে শুধু শুধু নিস্ফলা স্মৃতিতে উদ্ভোধনও করে না।

প্রাচীন রক্তের ধার নিয়ে তারা শুধু নিমগ্ন থাকে

শিশির ভেজা শিউলির কুমারী প্রবিত্রতায়।



তাই কলেজ ফিরত মেয়েকটি

এই সময়ই সময় করে, এইখানে এসে যায়।

চুঁড়িদারের উদ্বৃত্ত আগুন ঐ দিকে বসে থাকা

ছেলেগুলোর লোলুপ দৃষ্টিতে লোগ পেপারের মতো বিলিয়ে

বাসে করে এদিকে ওদিকে চলে যায়।



মুখে পুড়তে থাকা ধূপকাঠিগুলো

যতক্ষণ পারে নির্বিকার হয়ে পুড়ে যায় ;

তারপর একসময় রেড সিগন্যালের নোংরামি ঘেঁটে

ওয়ান ওয়েতে এসে প্রবেশ করে

গা ঢাকা দেয়।



সুব্রত সামন্ত

২১.০৮.২০১৪

মানামা বাহ্‌রাইন / খানাকুল, ভারত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: সুব্রত সামন্ত
মন দিয়ে পড়েছি
অনেক গভিরেই তুমি গিয়েছো বন্ধু
তুমি পেরেছ কিনা জানা নেই
তবে......।
তুমি পারবে
শুভ কামনা

২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২১

মুহা. হাফিজুর রাহমান শামিম বলেছেন: অসাধারণ বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.