নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

কালো-মেম

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫

—দিন দিন তুমি কিন্তু বড্ড বেশী হ্যাংলা হয়ে যাচ্ছো।

— সবই তো জানো দেখছি, তবে তুমিই-বা কেন আবার বাঁদরটাকে গালমন্দ না করে, কলা খেতে দিচ্ছো ?

— বুঝেছি, আসলে তা নয় ; বাড়িতে ছোটো-বড় কেউ নেই, সেজন্য তুমি এখন তারই ফায়দা নিচ্ছ।

— তাই বুঝি ! তবে তাই হোক।

— ছাড়ো ! অনেক বেলা হয়ে গেছে।

— যদি না ছাড়ি ?

— লক্ষ্মীটি, আর পাগলামি কর না ! ছাড়ো ! এমনিতেই ঘরে আমার কত কাজ পড়ে আছে।

— থাক ! ওসব পরে হবে।

— না ; এবার ছাড়ো। বিয়ের সময় বেশ তো বলতে ‘একটু টোকা মারলেই লাল হয়ে যাবে, এমন মেয়েকেই বিয়ে করব’। তবে আমার মতো কালো-মেয়েকে শুধু শুধু এত ভালোবাসা কেন ?

— আসলে তখন তো আর জানতাম না :কালো-মেয়ের কালো-মনের কথা।

— এই, মিথ্যুক কোথাকার ! আমার মন কালো ?

— উঃ-হুঁ ! ভালো। খুব ভালো। শুধু জানতে চাই এত এত মোহিনী বিদ্যা কোথা থেকে শিখেছো ? প্রথমে ডেকে নিয়ে এসে অভ্যর্থনা কর ; তারপর দীর্ঘগামী হয়ে অত্যাচার। আমার সম্ভারজুড়েও ভিক্ষাপাত্র এনে দাও।

— জানি জা যাও ! আচ্ছা তোমার মা-বাবা আমাকে কবে মেনে নিয়ে ঘরে তুলবে, বলতে পারো ?

— নাই-বা তুলল ক্ষতি কি ! এখানে আমরা তো বেশ ভালোই আছি। তাছাড়া সবাই তো আর আমার মতো কালো-মেয়ের চোখের ভাষা পড়তে পারে না। তুমিও সেসব ভেবে ভেবে শুধু শুধু আর কষ্ট পেও না কেমন ?

— তোমাকে এত ভালো ভালো কথা বলতে কে শেখালো ? আর কেই-বা এত সাহস জোগালো ?

— কেন আমার কালো-মেম।

— তুমি তোমার কালো-মেমকে কতটা ভালোবাসো ?

— দেখাচ্ছি, তার আগে আরেকটু কাছে আসো।

— এই এসব কি হচ্ছে ! অসভ্য কোথাকার।

— কি বললে আমি অসভ্য ? তাহলে এবার নাহয় একটু অসভ্য লোকের অসভ্যতামিই দ্যাখো।







সুব্রত সামন্ত

২৬।০৮।২০১৪

মানামা, বাহ্‌রাইন







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭

আসিফ করিম শিমুল বলেছেন: "কালো-মেম" কথাটা দেখেই নিমাই ভট্টাচার্যের "মেমসাহেব" এর কথা মনে পড়ে গেল।

২| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫

জীবলু বলেছেন: অসভ্যতা আছে বলেই সভ্যতার এত মূল্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.