নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

এটা নষ্ট-ছেলেমেয়েদের সিরিয়াস কবিতা

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

তোমার বুকের নীল ভাঁজে হাত রেখেছি, বলেই যে

‘তোমায় আমি ভালোবাসি’

এই সহজ কথা সহজ করে মেনে নিলে ভুল করবে ভীষণ।

সময়গুলো আর তেমনভাবে হাঁটে না ;

যেমন তুমি ভাবো।

তুমিই এখন হিসেব কষে বল

‘কথা দিয়ে কথা রাখার’ সময় কোথায় পাবো ?

আবেগ দিয়ে আবেগ তোলা

সেসব এখন মিথ্যাবাদী রূপকথারই মতো।



তুমিও বুঝি আমার মতোই পুরোপুরি নষ্ট হয়ে গেছো।

তোমার উর্ধে-নিম্নে এখন যেজন ভাঙে সিঁড়ি ;

সেই-ই দাবী রাখে বুঝি তোমার কল্পতরুর !

আর তুমিও এখন চোখের জল মুছে

শিখে গেছো ঊরুর জলে ভেজা।



আমার মতোই

দিনগুলোকে খুন করছ

শুধু বেঁচে থেকে আয়ু খরচের জন্য ?





সুব্রত সামন্ত

মানামা বাহ্‌রাইন/খানাকুল, ভারত।

২৯.০৮.২০১৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি নষ্ট নই, তাই এই কবিতা পড়ুম না :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.