নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

আমার অর্ধেক আত্মার অর্ধেক রক্ত

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

বাল্যবিবাহের মতো এ জীবন বুঁদে ছিল

উপশমহীন দিন-রাত্রির অবিরাম খরচে।

নগর আর নগরের বাইরে গিয়ে ছিল

কোজাগরী বসন্ত খুঁজে-ফিরে প্রচুর কামরূপী আবেগ।

জীবনের প্রথম রহস্যের সেইসব লোভনীয় ষোলোআনা দায়ে

অজস্র আলোর রেখা হয়ে দেখা দিল

প্রিয়তমার বহুদূর ছড়ানো চিকন আশিস মুখ।

কবিতাতে রাত জাগার মতো তার দুটো চোখে, বাসর পেতে

সেই প্রথম আত্মায় পরম আত্মীয় হল পয়মন্ত আত্মহারা।

পুরানো অভ্যাসে চরাচর আবার শুনে নিল... সবটা

কান পেতে।

এ প্রান্ত থেকে ও প্রান্ত

গেপ্তার হল

একটি বৃষ্টিভেজা ছপছপে কৃষ্ণচূড়া গাছ।



সেদিনের সেই অসীম নীলকমল

আজ আর অসীম নয়।

একাগ্র মন তাই গোঁয়ারগোবিন্দ হয়ে

দীর্ঘযাত্রায় বেছে নেয় এভিনিউ ছেড়ে নির্জন সড়ককেই।

পা টিপে চলতে গিয়ে ভেসে ওঠে

প্রকাশিত অন্যপ্রকাশিত শূন্যস্থান সকল।



আর এই কাহিনীর যে মূল আসামী

বিশেষণ থেকে ক্রমশ হয়েছে বহুবচন।

মেহেদি পাতার রঙে জীবনকে নিয়েছে বিকল্প হিসাবে।

তাকে বলি–

তোমার শুভকাঙ্ক্ষী ছিলাম বলেই, হয়ত বোঝো নি

তোমার হাতের মেহেদি পাতার রঙ অতখানি গাঢ় হত কি ?

বস্তুত, যদি না তাতে মিশে থাকে

আমার আত্মার অর্ধেক রক্ত।





সুব্রত সামন্ত (বুবাই)

খানাকুল, ভারত/মানামা, বাহ্‌রাইন।

০২।০৯।২০১৪

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

কলমের কালি শেষ বলেছেন: সেদিনের সেই অসীম নীলকমল
আজ আর অসীম নয়।
একাগ্র মন তাই গোঁয়ারগোবিন্দ হয়ে
দীর্ঘযাত্রায় বেছে নেয় এভিনিউ ছেড়ে নির্জন সড়ককেই।
পা টিপে চলতে গিয়ে ভেসে ওঠে
প্রকাশিত অন্যপ্রকাশিত শূন্যস্থান সকল।


লাইনগুলো বেশ লাগলো ।

কবিতায় ভালোলাগা রইল ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম --- ভাল লাগলো --- সুন্দর হতে সুন্দর

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগ রইলো।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

উদদিন বলেছেন: খুব"ই ভালো লেখেছেন !

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে আপনার কবিতা ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

সুমন নিনাদ বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল ভীষণ অবলীলায়

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

মহানাজমুল বলেছেন: বিশেষণ থেকে হয়েছে বহুবচন- অদ্ভুত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.