নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

পাগলের-সংলাপ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

পাগলি, আমি তোর কস্টলি মনে

মাত্র পাঁচ মিনিট ক্লাস করে ;

আগামি পাঁচ দশক তোর হয়েই থাকতে চাই।

পাগলি, আমি তোর জন্য আরো বেশি বেশি হাসতে চাই

আর কাঁদতে চাই।

পাগলি, আমি তোর জন্যই বাঁচতে চাই।

বল, এই অনুমতিটুকু দিবি কিনা বল ?

পাগলি, আমি তোর মৌলিক প্রেমিক হতে চাই।



পাগলি, আমার দিকে তুমি আকাশ নিয়ে তাকাও।

পাগলি, আমার হাতের উপর তুমি তোমার

সোনা সোনা হাতের আবেগি গহনা উপুড় করে ঢেলে দাও।

পাগলি, তুমি তোমার নত চোখ আমার বুকে পেতে

খুঁটে খুঁটে সমগ্র উপন্যাস পড়ে নাও।

পাগলি, তোমার হৃদয় থেকে হৃদয় অব্দি

আমি শুধু আমাকেই দেখতে চাই।



পাগলি, আপনি জানেন কিনা আমি জানি না

আমি পকেটে করে কবিতা নিয়ে ঘুরে বেড়াই ;

যদিও সবাই বলে এগুলো নাকি কবিতা

কিন্তু কারো কারো সন্দেহ আছে এগুলো নাকি

প্রেমপত্র ছাড়া অন্য কিছু না।

পাগলি, এরপরও আপনি কি আমাকে নিয়ে

ভাববেন না ?





সুব্রত সামন্ত

মানামা, বাহ্‌রাইন/খানাকুল, হুগলী

০৬.০৯.২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.