নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

আজন্ম

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

আজন্ম ২২২২২২২২২২২২২২২২২২ (ঋ)
*****
যত দুঃখ দেবে দাও, সব সহ্য করব
ভালোবেসে নিতে পারি তোমারও সবটুকু কষ্ট।
শুধু আমাকেই তলব কর।
আজীবন না হোক ; নাহয় একরত্তিই ডাকো
যেখানেই থাকি— যতদূরেই থাকি—
ঝোলাঝুলি নিয়ে সময়মতো ঠিকই পৌঁছে যাবো।
বুকের মধ্যে স্বরলিপি ছাপিয়ে আজানু ব্যাপক সন্ধ্যা ঘনালে—
চেতনায় মধ্যে একটানা গোঁয়ার বৃষ্টি নামলে—
চেনা পথে পা হারাবার চিরকালের হুলুস্থুলু ইচ্ছাটুকু হলে
শুধু এই আমাকেই তলব কর ;
যেখানেই থাকি— যেভাবেই থাকি—
দ্রুত ছুটে এসে পুনরায় কবুল করব।

কেন, তোমার সারি সারি ঘুমের অজানিত স্বপ্ন হরণ ?
কেন, তোমার এই অহেতুক ভারী ভাঙচুর রক্তক্ষরণ ?
কাছে গিয়ে, নিঃস্ব হয়ে
আমি আবারও ভালোবেসে এক এক করে
সবকিছু জানতে চাইব।
পারানি না নিয়েই তোমাকে ঠিকই পার করে দেবো।

এত এত ভালোবাসবার পরেও
তোমাকে ছেড়ে তবু অনায়াসেই দূরে থাকতে হয়।
এর চেয়ে বড় কিছু হিতব্রতী কষ্ট হয় ?
এর চেয়ে বড় আছে নাকি কিছু ভয়ের মতো ভয় ?
কারো কাছে জানা আছে কি এর সঠিক দুঃখমোচী-স্পর্ধিত উত্তর ?
এরপরেও তুমি অবলীলায় খুব বেশি আলো করে বসে থাকো অপরের ঘর।
আমি আজও তোমার মতো তোমাকে ভুলে
ছককষে হতে পারি নি ঘোরতর নিষ্ঠুর নির্দয়। *****

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এত এত ভালোবাসবার পরেও
তোমাকে ছেড়ে তবু অনায়াসেই দূরে থাকতে হয়।

ছককষে হতে পারি নি ঘোরতর নিষ্ঠুর নির্দয়।



বেশ ভালো লাগলো আপনার কবিতাটি ! ++

ভালো থাকুন, কবিতায় থাকুন ।


২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন +++++++

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.