নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

এক পশলা সুখের কবিতা

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

হিসেব করলে, এতদিনে নিশ্চয় চিত্রগুপ্তের খাতা ভরে যেত।
আর কাল ধরলে, ছাপিয়ে যেত সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্তও।
হ্যাঁ ঠিকই ধরেছেন, এরই নাম বসন্ত।

দিনের সমস্ত কোলাহলের আড়ালে
বিচ্ছেদের নীল বিষাক্ত ছোবল নিয়ে
অপেক্ষা করছি এবং করব।

ভালবাসলে যা যা হয়
তোমাকে একফালি প্রথম দেখবার পর থেকেই ;
সেইসব দৃষ্টিভোগের খর্পরে পড়ে, আমি তেমনই অস্থির
খাপছাড়া হয়ে, নিকোটিন কিংবা অ্যালকোহলের সাথে সুষম বণ্ঠনে
অনন্ত সহবাসে একতারা না হয়ে যাই কোথায় ?

তোমার ঠোঁটের কোনের সামান্য হাঁসিটিই
আমার এক পশলা সুখ।
তবু কেনও বারনের কার্নিশে বেদনায় এত আয়োজন ?
সুখের নিভৃত নীড়ে এশট্রের নির্লিপ্ত আসা-যাওয়া ?

এরপরও তুমি কীভাবে চুপ থাকো, রূপা
তুমি জানো না ! ভালোবাসা ঠিকমতো ব্যবহার না করলে
অল্পদিনেই তা জঞ্জাল হয়ে যায়।

সুব্রত সামন্ত
২১.০১.২০১৫
খানাকুল, ভারত / মানামা, বাহ্‌রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.