নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

যেভাবে প্রেমিকের জন্ম হয়

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

নাগো, কোনো সুখ নয়
বহুবার দুঃখ এই বুক ভেদ করে চলে গেছে ;
আর রক্তপাত রেখে গেছে।

মাঝে যেটুকু দূরত্ব রেখে দিলে
বিরহগাথা লেখা হয় ;
তুমি কবেই তা ছাপিয়ে
কানায় কানায় ভরিয়ে দিয়েছো আমাকে।
তবু কেমন দ্যাখো, আমি আজো তোমাকে
পাগলের মতো ভালোবাসি।
আমি যেখানে ছিলাম
এতগুলো বছর ক্রমাগত সেখানেই পড়ে আছি।

তোমাকে কতটা ভালোবাসি
কীভাবে দেখাবো ?
এর যে কোনো একক নেই !
তোমাকে কতটা ভালোবাসি
কীভাবে জানাবো ?
এর ভাষা যে কোনো অ্যাকাডেমিতে নেই !
অথচ ঈশান কোণের তারাটাও জেনে গেছে
কার জন্য আমার এই তুমুল রাতজাগা বরবাদি ?
কিন্তু সেসব কথা তুমি তো পড়তে জানো না
পড়তে জানলে, দেখতে পেতে-
আমার ভালোবাসা কবেই আকাশ ফুঁড়ে গেছে।

আর তাছাড়া, এভাবেই তো
ভালো থাকবার একমাত্র পথ বেছে নিয়ে
এতটা পথ কেঁদে কেঁদে
এতগুলো রাত জেগে জেগে
মরার আগে বারবার অন্যান্য মৃত্যু সাথে নিয়ে
যুগে যুগে প্রেমিকের জন্ম হয়।



সুব্রত সামন্ত
২৬.০১.২০১৫
খানাকুল, ভারত / মানামা, বাহ্‌রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.