নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

রূপা আপনাকে- ২য় পত্র সুব্রত সামন্ত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

দক্ষিণের ঘর থেকে একটিমাত্র শব্দ, দু’বার খুঁটে নিয়ে
রাত, সটান এসে হুড়মুড়িয়ে এ ঘরে চলে আসে।
মিউ ! মিউ !
চুপ চুপ বেড়ালবাবু
রূপার শরীরে ঘুম এখনো নানাভাবে রয়েছে ছড়িয়ে।
ওকে আরেকটু ঘুমাতে দাও, প্লিজ।
ঘুমাতে ঘুমাতে ও আবার ক্লান্ত হয়ে চলে যাক
স্বপ্নের পরিসরে।
সরাসরি ওর সম্মুখেতে যাওয়ার আমার কি আর সেই ক্ষমতা আছে ?
আমি এভাবেই ঠাঁই পেতে চাই ওর বুকে।

আর ঠিক এসময়ই মনে পড়ে, পুকুরের পাড়ে
শাড়িপড়া কলাগাছটির পাশে টুপুরপড়া তালগাছটির কথা।
পাশাপাশি যাদেরকে সত্যি-সত্যিই ভীষণ বেমানান লাগে।
তবুও রাতের একটা সময় তাদের ছায়া এসে
পরস্পর বাহুপাশে শুয়ে থাকে।
এরকম আমিও থাকতে চাই রূপার বাহুপাশে।

ঝিঁঝিঁর বিপরীতে আমি আবার জ্বালাই
আরো তিনটে সিগারেট।
রকম রকম বিষাদের সাথে মিশে একাকার হয়ে
তারা প্রতিদিনকার মতো আমার চারপাশে ভাসে।
মুহূর্তে কবিতার খাতা খুলে বসি
আর ছন্দোবদ্ধ করি “রূপা আপনাকেই”।


সুব্রত সামন্ত
04.02.2015
খানাকুল, ভারত / মানামা, বাহ্‌রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.