নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

তুই আসবি তো ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

তুই আসবি তো ?
সুব্রত সামন্ত

শরীরে আমি এতগুলো দশক মাখলাম
কিন্তু তুই তো এলি না ?
সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে আমি
বাসযোগ্য করলাম।
সমৃদ্ধি-মহানগরীর পসরায় বছরটাকে ভরিয়ে
গত বছরই সারলাম গৃহপ্রবেশ।
কিন্তু কই তুই তো এলি না ?

তোর জন্য নিজেকে আমি এখনো ভাগাভাগি করিনি !
তোর জন্য আমি এখনো নিজেকে বিশ্রাম দিই নি !
তোর আচ্ছন্ন নেশাতেই আমার আশ্রুশাস্ত্র অধ্যয়ন
এখনো সমুদ্রসমান।
কতরকম স্বপ্নে আর রকম রকম ভাবনাতে
আমি কবেই সর্বশ্রান্ত।
কিন্তু তুই তবু তো এলি না ?

তোর জন্য গোছ করে রেখেছি আমি আমার
তিমির হনন জীবনযাপন।
ক’দিন আগেও নথীভূক্ত করেছি
ঠিকানাবিহীন সুখের আনন।
তুই একখানামাত্র ঘর চেয়েছিলি
আর আমি তোর জন্য সমগ্র আকাশটাকে সাজিয়ে রেখেছি।
তুই নিবি তো ?
আসবি তো ?
আমাকে ভালোবাসবি তো ?
কিরে, কিছু বল না ?
সুব্রত সামন্ত
10.02.2015
খানাকুল, ভারত / মানামা, বাহ্‌রাইন
রচনাটি “আজ কবিতারা কথা বলবে সিরিজ-২”
/ ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল/।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:

আসবে না

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর লাগলো লেখা ।

শুভেচ্ছা

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

নিলু বলেছেন: লিখে যান

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.