নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

বারোমাস্যা

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৩

সেই মেয়েটি এখন
ছেলেটার কাছে ; শুধুই সাজানো সার-সার অলংকৃত স্মৃতির সাথে
পুঁজি হয়ে রয়ে গেছে।
তাছাড়া আর কি-ই-বা করতে পারে বেচারা হতভাগা ছেলেটা
‘অন্য আর এক মেয়ের সাথে’ এখন যে তার
বিয়ে হয়ে গেছে।
তাকে, বউ নামের এই তুচ্ছ-জরুরি সামগ্রীটিকে গ্রহণ করতে হয়েছে
‘জোর করেই’।

ছেলেটি এখন আদ্যোপ্রান্ত ভীষণ ব্যস্ত
এই নতুন মেয়েটির গুচ্ছ গুচ্ছ সংসার সাজাতে।
কিন্তু নিরুপায়-অবুঝ ছেলেটি কি পারবে :
এতসব প্রার্থিব-অপ্রার্থিব ব্যথাকে এতটুকু বুকের মধ্যে লুকিয়ে রেখে
এই নতুন মেয়েটির প্রতিটা যাবতীয় চাহিদা মেটাতে ?

শুধু মেয়েটির কথা ভেবে ভেবে
এই ছেলেটি এখন
‘না-ভালোবেসেও’ অনেক কিছু করে।
যেমন— ইচ্ছা না থাকলেও
তবু প্রতিরাতে একান্ত হতে হয় ;
এই নতুন অচেনা অপ্রতিভ মেয়েটির সাথে।
অপরাধ জেনেও—
শুধুমাত্র বন্ধু-বান্ধব, আত্মীয়-সজ্জন, বাবা-মা আর সমাজের ভয়ে ;
তাকে ‘ভালোবাসার নামে’ নিঃশেষে ধর্ষন করতে হয়
মেয়েটিকে।

এছাড়া—
একপ্রকারের বাধ্য হয়েই
মৃত্যুর দিন পর্যন্ত
শুধু ‘এই মেয়েটিকেই’ তার মেয়ের মা করে ;
তার সব একান্ত অভিনব দুরদার স্বপ্নের স্বপ্নচারিনী ভেবে ;
সারাটাজীবন শুধু সাথে করে বয়ে নিয়ে বেড়াতে হবে।
কেউ কোনোদিন পড়বেনা ছেলেটার নিঝুম মনের কথা !
তার গোপন মগ্ন ভালোবাসার কথা ;
গোপন অবধারিত ব্যথা হয়েই রয়ে যাবে। *******



রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।

খানাকুল, হুগলি
পশ্চিমবাংলা, ভারত।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.