নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

শুধু একটিমাত্র শর্তে

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

আমার গ্রামের এই বহুমূল্যের, মৌনমুখর হৈ-হুল্লোড় মাটির বাড়ি ;
তুলসিতলা, ধানের মড়াই, সজনে গাছ, চারখানা হাঁস।
কিংবা ধর, আঁচলে বাঁধা নানামাপের গুচ্ছিত ঐ চাবির গোছা ;
উঠোন থেকে ছড়ানো সামনের বিপুল মাঠ ও আকাশ ;
এবং আরো অন্যান্য এটা-সেটা...
এছাড়াও—
ঘরের ভিতর দেখছো যাদের
মূলতঃ নিতান্তই খুব কাছের সহজ-সরল ক’টি মানুষ ;
আর তাদের প্রত্যেকেরই বেপরোয়া বেহিসাবী ভালোবাসা...
একদিন এসব
তোমার হলেও হতে পারে !
তার জন্য— আমার উপর বিশ্বাস রেখে :
তোমাকে ‘আরো কটাদিন’ ধরে থাকতে হবে।

নিদ্রাহীন রাতগুলোতে স্মরণে রাখা বিলাসবহুল রাতজাগা ;
নির্জন দুপুরগুলোতে কোকিলের ডাকে ছন্নছাড়া হয়ে মূর্ছা যাওয়া ;
জীবনটাকে এক দিগন্ত থেকে আরেক দিগন্তে বেছে বেছে মেলে ধরা ;
এক নিঃশ্বাসে মিশে থেকে আগামি সাতজন্ম বেঁচে থাকা।
আমি বলছি যখন— তখন জেনো—
একদিন এতসব শুধু তোমারই হবে।
অবশ্য তার জন্য— তোমাকেও আরো একটি কাজ করতে হবে :
আমাকে ‘তোমার নিজের করে’ ভাবতে হবে।

জীবন হবে একঝলকে স্তূপ স্তূপ কবিতা নির্মিত ;
প্রাপ্তি হবে চুপিসাড়ে স্বপ্ন-রঙিন জমজমাট।
আমাদেরকে দেখে চর্চা হবে সমস্ত ছাপানো প্রোথিতযশা...
শুধু তার আগে তোমাকে নিজেকে—
‘আমার হাতেই’ সপতে হবে। *****

রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।

খানাকুল, হুগলি, পশ্চিমবাংলা, ভারত।/manama, bahrain

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.