নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

জনৈক্য ব্যক্তি এবং রূপা

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

– ইদানিং রোজ রোজ, তুমি শুধু শুধু কেন আমার পিছন নিচ্ছো বলত ?
- শুধু শুধু পিছন নিচ্ছি, তোকে কে বলল ?
– তবে ?
– তুই, উড়ো মেঘ বুকে নিয়ে বেগার ঘুরে বেড়াছিস আর আমি চাই বৃষ্টি হোক।
– এছাড়া সারাদিন তোমার আর কোনো কাজকর্ম নেই ?
– না। আর থাকলেও করতাম না।
– প্রতিদিন এখানে-ওখানে এভাবে না দাঁড়িয়ে থেকে বাড়িতে গিয়ে মা-বাবাকে একটু সাহায্য করতে পারো তো !
– এখন তোর বদৌলতে সেটাই তো করছি।
– মানে ?
– মানেটা খুবই সহজ। বাড়ির এত কাজ এই বয়েসে মা আর একা একা সামলে উঠতে পারছে না ; হাজার হোক মায়ের বয়েসটাতো আর কম হল না ! আর তাছাড়া বাবাকেও সারাটাদিন খাটা-খাটুনির পর বাইরে বেড়িয়ে উপযুক্ত ছেলের জন্য হন্যে হয়ে মেয়ে খুঁজে বেড়াতে হবে না। তা তুই আমাকে বিয়ে করবি তো ?
– আমার বয়েই গেছে তোমাকে বিয়ে করতে !
– দ্যাখ্‌ না করিস না। তাহলে আমি কিন্তু মরে যাবো।
– থাক্‌ থাক্‌ আর অত বাহাদুরি দেখাতে হবে না। মরে যাবো ! মরতে পারবে ? একবার মরে গিয়ে দেখাও দেখি ! আর শোনো , ওসব মেয়ে ভোলানো নেকা নেকা কথা ছাড়ো। তার চেয়ে, আজ থেকে বরং একটা কাজের চেষ্টা কর। মাইনে বেশি না হলেও চলবে। শুধু দু’জনে মিলে যতটা সম্ভব কৃপণ হয়ে খরচ করবার পরেও যেন কিছুটা জমা হয়। সবকিছু বুঝতেই তো পারছো : কয়েকদিন পর সদস্য সংখ্যা বাড়বে।
– বাবা ! দেখছি আগে থেকেই অনেককিছু ভেবে রেখেছিস।
– সে আর বলতে ! তোমাকে বিয়ে করব আর আগে থেকে কিনা এটুকু ভাবব না ! এতটা কাঁচা মেয়ে আমাকে তুমি ভাবলে কি করে শুনি ?
– তলে তলে তাহলে এতদূর ? আচ্ছা , বিয়ের পর আমাকে কিভাবে ভালোবাসবি একটু বল ?
– একি ! তুমি আগাচ্ছো কেন ? দ্যাখো , আর আগাবেনা বলছি । চারপাশ থেকে লোকজনেরা আমাদেরকে কিন্তু দেখছে। বিয়ের আগে তুমি কিন্তু এসব কোনোকিছুই করতে পারবে না।
– কেন ? আমি আমার একমাত্র হবু বউকে আদর করব , ভালোবাসব এতে কে কি বলবে শুনি ? আর বললেও কে শুনছে !
– তুমি যাও। আমাকে এখনই এতটা ভালোবাসবার কোনো দরকার নেই। কি হল, যাও বলছি ! নাহলে আমি কিন্তু...
– কি করবি শুনি ?
– আমিও তোমাকে আদর করে ফেলব।
– এই শোন, পালাছিস কোথায় ? শুনে যা।
– আজ আর থাকতে পারবনা। রাত্রি হয়ে আসছে। বাড়িতে আবার জানাজানি হয়ে গেলে মুশকিল হবে। তুমি বরং আবার কালকে এসো। কখন, কোথায় দাঁড়াতে হবে সেসব নাহয় রাত্রিতে ফোনেতে বলে দেবো। *******

রচনাটি "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো" অডিও সিডি থেকে নেওয়া হল।
সিরিজ- আজ কবিতারা কথা বলবে পার্ট-০১।

খানাকুল, হুগলি, পশ্চিমবাংলা, ভারত।/manama, bahrain

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.