নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

যেদিন থেকে তুই আমার হলি

২৯ শে জুন, ২০১৫ সকাল ৮:০০

যেদিন থেকে তুই আমার হলি
সুব্রত সামন্ত (বুবাই)

যেদিন থেকে তুই আমার হলি
চাঁদের আলোয় স্নান করে জীবনযাপন আমার হল।
যেদিন থেকে তুই আমার হলি
চুপ করে জীবন কাটানো ভুলে গিয়ে
হঠাৎ হঠাৎ বিষম খাওয়া আমার হল।
যেদিন থেকে তুই আমার হলি
আমি আবার আমার হলাম।
যেদিন থেকে তুই আমার হলি
সেই সেদিন থেকে তুইই আমার
হাসি-কান্নার একমাত্র কারণ হলি।

তোর কাছে না পাঠানো কথাগুলো
গুরুতর জীবনের দাবী নিয়ে উঠে এল।
ভালো আছি শব্দটা শুধু আমার হল।
কাকডাকা ভোর, কোকিল ডাকা সন্ধ্যে থেকে শুরু করে
তালপাতার পাখা, মাটির মেঝে, ছেঁড়া মাদুর
সবকিছুই আমার হল।
সাদা খাতার উপর কলমের কালির হুমড়ি খেয়ে পড়ে যাওয়া
সমুদ্রের ঘাটের দরজা ভেজিয়ে দূর সূর্যোদয়
লোভ, প্রলোভন আর ভ্রমণের বন
কতরকম সুখবিলাস
আমার বর্ষসেরা দুঃখ ব্যাথার চাঙড়েরা
স্বপ্ন হয়ে ফুটে উঠে...
পার্কে গেল, সিনামা গেল, তারা সুখ শিরোনামে গা ধুলো।

যেদিন থেকে তুই আমার হলি ; সেদিন থেকেই
আমার বুকের জ্যামিতি বক্সে
কাঁটা কম্পাস নিয়ে কি কি হচ্ছে
তুই কি জানিস ?
জানতে হলে যত তাড়াতাড়ি পারিস এই
শূন্য খাঁ খাঁ ফাঁকা বুকে চলে আছিস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.