নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

আজও আমার জানা হল না

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

আজও আমার জানা হল না
সুব্রত সামন্ত (বুবাই)

দ্যাখো রূপা, আজও আমাদের পালকে-বোনা সময়গুলো
ডালপালা মেলে দিয়ে থমকে থেমে আছে।

অতঃপর তোমার ভুল ভাঙাবার জন্য এইমাত্র আবার আমি
কতশত ভুল করলাম।
পথের মধ্যে পথ খুঁজতে
পুরুষ বুকে পুষে রাখলাম ব্যাকুলতা, ওষ্ঠে আনলাম অতৃপ্তি
তবে, তবু তুমি কেন আমার এই আঙুলে আঙুল জড়ানোআলিঙ্গন ছেড়ে দিয়ে
দূরের ঐ রুক্ষ বালিয়াড়িকেই বারবার বেছে নাও ?

জানো না ?
ওদিকে আর কোনো পথ নেই।
কাছেপিঠে একটাও চাঁদজাগা মসঃস্ফল নেই।
ও অঞ্চল দারুণ জনশূন্য, ভীষণ ভীষণই অচেনা।
ভয় করে না তোমার ?
ওখানে থাকলে তোমার বড় কষ্ট হবে।
ফিরে এসো, এই বুকের ‘ধরাছোঁয়ায়’ রূপা।
আর এরপরও একান্ত ভ্রমণ যদি করতেই হয়-
তাহলে কর :আমার এ নরম-শ্যামল-হৃদয়ে।

তুমি আবার পুরাতনয-ফলায় মতো
মিসেস সামন্ত হয়ে
আর একটিবার লক্ষ্মীমন্ত্রমেয়ে হয়ে যাও।
‘ঠিক যেমনটি আমার রূপা’।
যার কাছে রাখা আছে ;
মাত্র আধখানা আকাশের জন্য
একটা আস্ত আসমানের সমূহ পরিসেবা।

রচনাটি : সুব্রত সামন্ত-র “আজ কবিতারা কথা বলবে পার্ট-২” থেকে নেওয়া হল।
সুব্রত সামন্ত
পশ্চিমবাংলা , ভারত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.