নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

নদী ও মাঝির গল্প

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

নদী ও মাঝির গল্প
সুব্রত সামন্ত

নদীটি বর্ণিল, নদীটি লটরপটর জীবন্ত
নদীটি আঁকাবাঁকা পথে কিছুদূর গিয়ে, মনেপ্রাণে গোলমেলে।
মাঝি আজ ভীষণ অশান্ত
মাঝি আজ চাবুক খায়, আড়ালে-আসবাবে বন্দী হয়ে।

নদীটি মুখরিত, নদীটি বিচিত্র
নদীটি হাবিজাবি প্রেমফ্রেমে দারুণ ঝলমলে।
মাঝি আজ অনুগত ও বাধ্য
মাঝি আজ চরম দিশেহারা, সব ভুলে।

নদীটি নতুন, নদীটি দুর্বিনীত
নদীটি আগ্রাসী অনিঃশেষ-সুদূর।
মাঝিও আত্মঘাতী আকাঙ্ক্ষাতে ভরপুর
মাঝিও সঞ্চিত ছল-ছুতোয় দিব্যি অফিরৎ-বহুদূর।

নদীটির বাঁকে বাঁকে ভাঁজ
নদীটির চারপাশজুড়ে কত দিগজাগা ঢেউ।
মাঝির হাতে আছে হাল
মাঝির নাওয়ে বাঁধা আছে পাল।

নদীটির ডাক বড় মিষ্টি
নদীটি দিতে জানে কত ভাবে হাতছানি।
মাঝি আজ পরিষ্কার অটল শিকারী
মাঝি আজ পরস্পর ভাষাহারা তুমুল বিবাগী।

নদীটির সীমানাজুড়ে সম্মিলিত-অনুচ্চারিত গোলাপের ঘ্রাণ
নদীটির শরীরে সর্বনাশী-অলৌকিক বান।
মাঝির ধূর্ত ক্ষুদ্ধ আঙুলে মোহময় আগুন
মাঝির ছটপটানি বেড়ে, আরো-আরো কয়েকগুন।

নদীটি আজ সংশয় ও ভয়ে পদে পদে জড়োসড়ো
মাঝি আজ বাউলারঙে উৎসুক ও উদ্‌ভ্রান্ত।




কবিতাটি "আজ কবিতারা কথা বলবে" পার্ট -২ থেকে নেওয়া হল।
সিরিজ - ' ভালোবাসা যে ভাষায় কথা বলে '

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

ছন্দ্বহীন বলেছেন: নদী ও মাঝির গল্পে ভাল লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.