নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

পর্যাপ্ত আসামী

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

পর্যাপ্ত আসামী
সুব্রত সামন্ত

পড়ন্ত বিকালে এককামরা ট্রেন।
আর কটি দুর্দান্ত ছিমছাম যুবক।
হঠাৎ সেই কক্ষে এসে পৌঁছায় কয়েকটি
দুর্বোধ্য, অহংকারী এবং সুস্বাস্থ্যবতী যুবতী।
এদের প্রত্যেকের শরীরেই উজ্জ্বল চাপ চাপ যৌবন ;
কোনোকিছুর সঙ্গেই যার তুলনা চলে না।
স্বভাবতই এর নাম কূলপ্লাবিনী রহস্য।

কিছুক্ষনেই মধ্যেই যুবকদের মধ্যে
চন্দনের সম্মানে শুরু হয় তুমুল উৎসবের বাজনা।
সেইসাথে যুবতীকটাকে সাথে নিয়ে চলে যায়
দোষ ও গবেষণায়।
পরিসংখ্যান জানিয়ে দেয়
ধ্বনির অধিক প্রতিধ্বনির কথা।
যুবককটি পাপ কাটানোর জন্য, এক্ষুনি-অবিলম্বে উপায় চায়।
তারপরই ছাড়ে নিরুপায় দীর্ঘশ্বাস।
আমি দেখি ওদের মধ্যে কি তীব্র লড়াই এবং
নিজেকে নিজের মধ্যে বন্দী রাখারসর্বোচ্চ প্রয়াস।

অবশ্য তাতে তারা সফলও হয়।
দু’দিকের পাথর থেকে শুধু চুঁইয়ে পড়ে
অদৃশ্য বৃষ্টিময় মেঘলোক।
যা গতকাল কিংবা আগামির ফসল।



রচনাটি “ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২
অডিও সিডি – “ ভালোবাসা যে ভাষায় কথা বলে ” থেকে নেওয়া হল।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.