নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

স্তূপ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

স্তূপ
সুব্রত সামন্ত (বুবাই)

আমাকে আবারও ধোঁকা দিয়ে বিষন্ন সহকারে টেনে নিয়ে যায়
আরো একটা দিন।
এরপর দুজনে মিলে একই পাত্রে করি বিষপান।
টানা দীর্ঘ বজায় থাকে ; অভ্যাস, ভুলে থাকা, ভয়ে ভয়ে থাকা, শূণ্য নিয়ে সন্তুষ্ট থাকা
আরো সব অন্যান্য অসুস্থ যাপন।
যা ভুলিয়ে রাখে আমার বিষম অভাববোধ।

যে জল ঘোলা করে ভাববার কথা ‘কে কেবল এর কারণ’ ?
অথচ অবলীলায় আমি সেই জল নিয়েই জলকেলি খেলি।
পরিবর্তনের জায়গায় বসায় রাশি রাশি উদযাপন।
‘আমার ঈশ্বর আমি’ এই সহজ ঘোষনা মুছে দিয়ে
অবসরে আরো সরে যাই ; এমন অবসরে
যেখানে সকালের সকাল নেই, সন্ধ্যায় সন্ধ্যা হয় না।
ওরা ভরা রাতে এসে চাদর মুড়ি দিয়ে অপহরণের কথা ভেবেছিলো
অথচ আমি কিনা ঢাক ঢোল পিটিয়ে ওদেরকে নিয়ে যেতে বলি।
নিজস্ব ভোটাধিকার থাকা সত্ত্বেও তবু সেই হারামিকেই ভোট দিই
যে প্রসঙ্গ টানে আমার বন্ধুর মা, বউ এবং বোন।

এরপর নিশ্চয় দীর্ঘ কয়েকদশক পর
আমার কোনো উত্তরাধিকারী ইতিহাসের কোনো ভাঁজ খুলে পড়বে
আমার মতো বাকি সব নমুনার কথা
‘সুব্রত সামন্ত’ নামে আরো বাকি সব জীবন্ত স্তূপের কথা।



মানামা, বাহরাইন ।
০৫.০২.২০১৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

[email protected] বলেছেন: পোস্টটি খুব সুন্দর| ধন্যবাদ| আমি এই সাইট এর জন্য সব সময় আপডেট থাকতে পারি| এইরকম আরো একটি ওয়েবসাইট আছে যেখানে সবার আগে আপডেট Bd news পাওয়া যায় আর অন্য বিসয় জানা যায় | সাইটিতে আপনার যাওয়া খুব প্রয়োজন |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.