নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

হারামি

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৫০

হারামি
সুব্রত সামন্ত (বুবাই)

সারা পৃথিবীর কাছে উপহাস হবার জন্য
কেন জানি না নানারকমের দুঃখ
শুধু আমাকেই বেছে নিল।
অথবা ব্যর্থ প্রেমের ঠিক ঠিক ধারাবাহিকতা বজায় রাখতে
সেইসব মুখোসপড়া যাবতীয় চক্রান্তেরা পরম মমতায়
আগেভাগেই আমাকে বেছে রেখেছিল।
কিংবা কারো অস্থির বেপোরোয়া আকালের কোপে
আমাকে সস্তা দরে জোগান দেওয়া হয়েছিল।

তার আগে—
আমি আমার নিয়মিত ভালো থাকবার অজস্র পদ থেকে
ইস্তফা দিয়ে ;
ইচ্ছামতো প্রেমে হাবুডুবু।
খোলা চোখে ‘বালি পড়া’-র ভান করে
ইদানিং হতচ্ছাড়ি ; এতটাই অসামাজিক।
বাথরুমের খোলা ট্যাপের সাথে
যেদিন আমার দু’চোখের বিস্তারিত জল মিশেছিল ;
সেদিনই আমার শিক্ষা হল :
আমার খুব বেশি সর্বনাশ হয়ে গেছে।

তবুও তো—
তাকে সমস্ত রকমের সুখে থাকবার বন্দোবস্ত করে দিতে
প্রথম প্রথমনিজেকে আমি ডুবিয়ে দিতাম
সায়া, ব্লাউজ, কাপড় ছেড়ে...... আরো আরো...... অন্তিমে।
যার জন্য পরবর্তীকালে এই অনাবৃত শরীর ঢাকতে হয়েছে
অফুরন্ত অন্ধকারের এই ‘তুইহীন’ আস্ত বেমানান চাদরে।

চুপিচুপি গুলশানে তোমার হাতে যার রূপের পেয়ালা নিয়ে
আজ তুমি অভ্যস্ত বিস্ময়ে টগবগ ;
না জেনেই ঢকঢক গিলে নিচ্ছ
আমারই কিছু চাপচাপ রক্ত.............................................

সেকি জানে তার কিছুমাত্র ?

https://www.youtube.com/watch?v=JdjaFQcsTPc&feature=youtu.be

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:২১

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১০

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.