নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে এসো বন্ধু হতে

যে কোনো মহৎ সৃষ্টির পেছনেই থাকে একটি তীব্র অসহায়বোধ। আর যাঁরা প্রতিভার অধিকারে এই প্রবাহকে বাস্তব অবস্থানের মধ্যে ছড়িয়ে দিতে পারে ‘তারা-ই জয়ী’। আর সেজন্যই তাঁর তৈরি যে কোনো সৃষ্টিই কালোত্তীর্ন। আমার তৈরি সৃষ্টির মধ্যে আমি এটাই খুঁজি।

সুব্রত সামন্ত (বুবাই)

স্বাগতম

সুব্রত সামন্ত (বুবাই) › বিস্তারিত পোস্টঃ

তুমি কবে খবর পাবে ?

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:০৭

তুমি কবে খবর পাবে ?
সুব্রত সামন্ত (বুবাই)

কিছুক্ষণ আগেও যে শরীরটা ভীষণভাবে ছটপট করত
তোমার একটুখানি আদর পেতে।
আজ তাকে কয়েকজনে মিলে নিষ্ঠুরভাবে কাটাছেঁড়া করে
লাশকাটা ঘরে নিয়ে গিয়ে।
মারাত্মক ছুরি ঘুরিয়ে-পেঁচিয়ে অনুসন্ধান করে
‘এটা খুন নাকি নিছকই আত্মহত্যা ?’
ব্যপারটা করুণাত্মক নাকি ব্যঙ্গাত্মক সেটা ভেবে
এবার আমার সত্যি সত্যিই হাসি লাগে।

হ্যা রূপা,
যতদূর গেলে তোমাকে চাঁদকন্যা ভেবে মুঠোয় পাওয়া যায়
আজ আমি ঠিক ততটাই দূরে।
আমার বেপরোয়া খুশির ভাগ নিতে চাও ?
নাকি পুরাতন সুরে রেগেমেগে আবার বলে দেবে
‘তোমার খবর নিতে আমার বয়েই গেছে !’

সেটা শেষের ছয়মাস হবে।
তুমি তখন আমার বুকে স্পষ্ট অভিশাপ হয়ে
পড়শি হয়ে অনেকদূরে, আমি তখন ব্যথানীল সাত-সম্মুদূর।
আমি পাক-খাওয়া বাজের মতো ঘুরে ঘুরে হন্যে।
তোমার প্রতিশ্রুতি আর অস্বীকার আমাকে একের পর এক
একলা সময় নিয়ে এসে ঠেসে দিচ্ছে।
প্রতিটা সকাল থেকে সন্ধ্যাতে ধেয়ে আসা রাশি রাশি
কালফণা সহ্য করতে না পেরে ;
ভেবে নিলাম ‘ঘসে মেজে পাল্টে নেবো নিজেকে’।
বিপত্তিটা এখানেই।
ঠিকানা হল নিয়মভাঙা অচিনদেশে, পাগলাগারদ একতরফা।

তার আগে তুমি ছিলে র‍্যাক ভরে।
দেখা-অদেখার জনপদে।
দূরত্ব যাই হোক না কেন ছিলে ঠিকই
দিন-মাস-বছর ছুঁয়ে।
কিভাবে জানব বল মন ছুঁতে পারো নি এরপরেও ?

জানি তুমি আসতে পারবেনা।
তবুও
পারলে আজকে আর একবার চলে এসো
এবার আর সমাজের মুখে ছাই দিয়ে আসতে হবে না।
আসবে আমাকে ছাই ছাপা দিতে।

সুব্রত সামন্ত
খানাকুল , হুগলী / মানামা, বাহ-রাইন
০৯.০৫.২০১৬ (মীনা সালমন ইন্ডাসট্রিয়াল এরিয়া, মানামা/১০ am )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.