নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

ফরজ গোসল দেরি করে করা

৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২২

আমাদের দেশে প্রচলিত কথা

গোসল ফরজ হলে তা দেরী করলে পাপ হবে সে অবস্থায় মাটির উপর হাটলে মাটি অভিশাপ দিবে ইত্যাদি সকল কথা বানোয়াট ও ভিত্তিহীন । গোসল ফরজ হলে তা দ্রুত সেরে নেয় উত্তম। তবে গোসলের মূল প্রয়োজন সালাত বা কুরাআন পাঠের জন্য। এছাড়া মুমিন গোসল ফরজ থাকা অবস্থায় সকল কর্ম,যিকির ও দোয়া করতে পারবে। কাজেই নামাযের ক্ষতি না হলে গোসল দেরি করলে গোনাহ হয় না।রাসূলুল্লাহ (স:) অনেক সময় প্রথম রাত্রিতে গোসল ফরজ হলেও গোসল না করে শুয়ে পড়তেন এবং শেষ রাত্রিতে গোসল করতেন বলে সহীহ হাদীসে বর্ণীত হয়েছে (ইবনু মাজাহ, আস-সুনান১/১৯২)

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: এ বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১

মো: আজাদ আবুল কালাম বলেছেন: Thanks

৩| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ বিষয়টি নিয়ে আলোচনার জন্য ।

৫| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

ইমরান আল হাদী বলেছেন: আগে কি তবে ভুল জানতাম?
ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যের জন্য।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি জানি। তবে আমার কথা শুনে অনেকেই আকাশ থেকে পড়তো যখন বিয়ের পর আমার স্ত্রীকে দুপুরে গোসল করতে দেখতো মুরুব্বীরা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.