নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

একটি ভুল ঘটনা

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫

হযরত আব্দুল কাদের জিলনী রহ. এর বাঘের আকৃতি ধারণ

শোনা যায় শায়খ আব্দুল কাদের জিলানী রহ. তার মায়ের গর্ভে থাকা অবস্থায় এক অসৎ লোক খারাব উদ্দশ্যে তাদের ঘরে আসে এবং তার মায়ের সাথে জোরপূর্বক খারাপ কাজ করার ইচ্ছা পোষন করে। তখন আব্দুল কাদের জিলানী রহ.তার মায়ের নাক দিয়ে বাতাস হয়ে গর্ভ থেকে বেরিয়ে আসেন এবং বাঘের আকৃতি ধারণ করে লোকটির ঘাড় মটকি দেন। লোকটির উপযুক্ত শাস্তি বিধান করে পুনরায় বাতাস হয়ে মায়ের নাক দিয়ে গর্ভাশয় ফিরে যান।

এ ঘটনাটা সম্পূর্ন বিত্তিহীন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও শুনেছি ..........

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই সব-সময় সত্য কথা চাপা থাকেনা ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

নীলাকাশ ২০১৬ বলেছেন: আব্দুল কাদের জিলানী সম্পর্কে যত কাহিনী প্রচলিত আছে, সবই বানোয়াট।

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই সবই বানোয়াট না

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

নতুন বলেছেন: মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই সবই বানোয়াট না

কোন কোন অলৌকিক ঘটনাটা সত্য?

দুনিয়াতে অলৌকিক কিছু ঘটে না। মানুষের অজ্ঞতার ফলে তারা মনে করে এটা অলৌকিক।

৬| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

কানিজ রিনা বলেছেন: হযরত মোহাঃ সাঃ আঃ ছাল্লামকে নিয়ে যারা
অনেক রঙ্গতামাসার কথা বলতে পারে
তারা ওলিদের নিয়ে অনেক মসকরা
করবে তাতো সাভাবিক। এ আরার নতুন কি।
জ্ঞানী মানুষ কখনও বেয়াদব হয়না।
যতসব অজ্ঞগলই বেয়াদব হয়।

৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মো: আজাদ আবুল কালাম বলেছেন: কানিজ আপা। ওলি বলতে আমরা বুঝি সকল মুমিনই আল্লাহর ওলি।

৮| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: নীলাকাশ ২০১৬ বলেছেন: আব্দুল কাদের জিলানী সম্পর্কে যত কাহিনী প্রচলিত আছে, সবই বানোয়াট।

এবং

নতুন বলেছেন: দুনিয়াতে অলৌকিক কিছু ঘটে না। মানুষের অজ্ঞতার ফলে তারা মনে করে এটা অলৌকিক।

৯| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

কানিজ রিনা বলেছেন: আপনি যে বানোয়াট একটা গল্প লিখে
একজন এতবড় ওলির অপমানের মন্তব্য
পেতে চেয়েছেন, আবার বলেছেন সব
মুমিনই ওলি। তাহলে হযরত বড় পীর
আব্দুকাদের জিলানী, আলহাসানী,ওয়াল
হোসাইনী, ওলিকুলের শীরমনি মায়ের
পেটে কোরআন মুখস্ত করে এসেছিলেন।
তার মাকে নিয়ে যে লেখা আপনি দিয়ে-
ছেন। সেটা পুরাই বানোয়াট।পারলে
উনাদের জীবনি পড়ুন।
প্রতিটা মুমিন ব্যাক্তিই নবীর নিয়মে চলেন
এবং এবং প্রকৃত অলিদের জীবন
সম্পর্কে পড়াশুনা করেন, কেন কিভাবে
উনারা নবীর পথ অনুসরন করে ওলি
হলেন। আর পবিত্র আহলে বায়াতকে
যারা ভালবাসেনা তারা কখনও মুমিন
হতে পারেনা।

১০| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

মো: আজাদ আবুল কালাম বলেছেন: আছা আপু বলেনত যে, ওলিরা বড় না সাহাবীরা বড়? হাসান (রা:)ও হোসেন (রা:) দুজনই সাহবী ছিলেন ওলি ছিলেন না। আপনার কথা শুনে মনে হয় আপনার ইসলাম সম্পর্কে দারনা কম। হযরত আব্দুল কাদের সাহেবকে আমি খারাব বলিনি। বলেছি তাহার নামে ভুল প্রচার করতেছে। তিনি তো ওনেক বড় মাপের আলেম। আমি বলতে চাই যে সবসময় সত্য ঘটনা যানবেন,প্রমান দেখবেন,যাচাই করবেন তার পরে গ্রহন করুন, আশাকরি ভালো থাকবেন.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.