নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন ও উত্তর

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

প্রশ্ন: বিশ্বে কতটি ধর্ম রয়েছে ও কি কি ? সত্য ধর্ম কোনটি এবং অপরগুলি ভ্রান্ত কেন


উত্তর: বর্তমানে বিশ্বে প্রায় চার শতাধিক ধর্ম আছে। যেমন: ইসলাম,নাসারা(খৃষ্টান),বৌদ্ধ,ইহুদী,শিখ,গারো,চাকমা,সাওতাল,রাখাইন,মারমা,মজুছি,হাজং,রাজবংশী,মুরং,টিপরা,(পাহাড়ী)কুকি,হুদি,পাংখো,খাসিয়া ইত্যািদ। সব ধর্মের নাম উল্লেখ করা সম্ভাব নয়। এর মধ্যে একমাত্র ইসলাম ধর্ম সত্য ও সঠিক।
আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করায়। আল্লাহর নির্দেশ অস্বীকার করায় ও ইসলামী আক্বিদায় বিশ্বাসী না হওয়ার কারণে বাকিগুলি ভ্রান্ত। সারকথা,একমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা সঠিক ও সত্যপন্থী,বাকি সবই ভ্রান্তধর্মী।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪

রুরু বলেছেন: আপনিতো মহা জিনিস আবিস্কার করে ফেলেছেন। আপনাকে নোবেল দেওয়া দরকার।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই আমার লেখার বিষয়ে কোন প্রশ্ন থাকলে করতে পাড়েন। আমি আপনাকে দলিল সহ প্রমান দেবার চেষ্টা করব।

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৬

হানিফঢাকা বলেছেন: ভাই আপনার কাছে আমার প্রশ্নঃ

১। ইসলামের সংজ্ঞা কি?

২। মুসলমানের সংজ্ঞা কি?

রেফারেন্স সহকারে এনালাইটিক্যাল উত্তর দিলে বাধিত হব। আমার সংজ্ঞা দরকার। ব্যাখা পরে।

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নতুন বলেছেন: এর মধ্যে একমাত্র ইসলাম ধর্ম সত্য ও সঠিক।

এটা কিভাবে প্রমান পেলেন?

বিশ্বে ২১% মানুস ইসলাম ধম` অনুসরন করে থাকে... তবে ৭৯% মানুষ ভুল পথে আছে?

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই লেখাটি ‍শুধু মুসলমানদের জন্য , আমার লেখা অন্য ধর্মের কাহারো মনে কষ্ট দেবার জন্য লেখা না


ইসলামের ও মুসলমানের সংজ্ঞা
ইসলাম শব্দের আভিধানিক অর্থ আত্মসমর্পণ, একজন মুসলমান যেহেতু সম্পূর্ণরুপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকে,তার নির্দেশাদির সম্মুখে অসংকোচে সাগ্রহে মাথা নত করে তার আনুগত্য স্বীকার এবং ঘোষনা করে, সেই জন্য ইসলাম ধর্মকেও ইসলাম বলা হয়। ইসলাম এবং মুসলমানী যেন যথাক্রমে আনুগত্য আত্মসমর্পণ এবং আজ্ঞাবহতারই অন্য নাম।বলা বাহুল্য শুরু হতে শেষ পরযন্ত সকল নবীগনই এই ইসলাম ধর্ম নিয়ে এসেছিলেন।নিজ নিজ সময়ে নিজ নিজ জাতিকে যথা সমীচীন নির্দেশাদি দান করে গিয়েছেন। আল্লাহ তা’আলা সবী -রাসূলগণের মাধ্যমে সেই ধর্ম পাণনের ব্যবস্থা করে দিয়েছেন। সর্বশেষ ও সের্বশ্রেষ্ঠ নবী মহিাম্মাদ (স:) এর মাধ্যমে মানুষের জন্য পালনীয় ধর্মকে পরিপূর্ন ও পূর্নাঙ্গ করে দিয়েছেন। নিশ্চয় ইসলাম ধর্মই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। সুতরাং ইসলাম সর্বশেষ ও শ্রেষ্ঠ একটি পরিপূর্ন ধর্মের নাম।

আরো জানতে পড়ুন ইসলামী আক্বীদা ও ফিরাকে বাতিলা (দ্বীতীয় প্রকাশ)

আরো লেখার ইচ্ছ ছিলো সময় নাই তাই আর লিখতে পাড়লাম না।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

হানিফঢাকা বলেছেন: ভাই সংজ্ঞা ক্লিয়ার হইল না।

মুসলমানের সংজ্ঞা আরেকটু ক্লিয়ার করে বলেন।

ধন্যবাদ আপনার উত্তরের জন্য।

৭| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১

মো: আজাদ আবুল কালাম বলেছেন: সংক্ষেপে: মুসলমানের সংঙ্গা:

সর্বপ্রথম মহান আল্লাহ তা’আলার উপর ঈমান আনতে হবে(স্বাক্ষ দিতে হবে আল্লাহ এক ,তার কোন শরীক নেই) ও তার রাসূলের প্রতি ( তিনি আল্লাহর বান্দা ও রাসূল)। আল্লাহর আদেশ, নিষেধ,হালাল,হারাম এবং রাসূল (স:) এর আদেশ নিষেধ যে মেনে চলে সেই মুসলিম বা মুসলমান।

৮| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

মো: আজাদ আবুল কালাম বলেছেন: কোরআন থেকে মুসলমানের সংঙ্গা

৬২) মুমিন তো তারাই; যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসূলের সাথে কোন সমষ্টিগত কাজে শরীক হলে তার কাছ থেকে অসুমতি ব্যতীত চলে যায় না। যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে, তারাই আল্লাহ ও তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। অতএব তারা আপনার কাছে তাদের কোন কাজের জন্যে অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ ক্ষমাশীল,মেহেরবান।

সূরা আন-নূর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.