নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

পায়খানা-প্রস্রাবের সময় যে সব কাজ নিষেদ্ধ

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

১। লোক চলাচল কিংবা বসার স্থানে পয়খানা-প্রস্রাব করা (মুসলিম)
২। পয়খানা-প্রস্রাবের সময় কাবা-শরীফকে সামনে নিয়ে অথবা পিঠ দিয়ে বসা(মুসলীম,বুখারী)
৩। পয়খানা-প্রস্রাবের পর ডান হাতে ময়লা পরিস্কার করা( মুসলীম)
৪। দারিয়ে প্রস্রাব করা( আহমদ,তীরমিযি)
৫।বদ্ধ পানিতে প্রস্রাব করা(বুখারী)
৬।কোন গর্তে বা শুড়ঙ্গে প্রস্রাব করা( আবু দাউদ)
৭।গোসল খানায় প্রস্রাব করা( তীরমিযি)
৮। পয়খানা-প্রস্রাব খানায় যাবার সময় আল্লাহর নাম লেখা সম্বলীত কোন জিনিস সাথে রাখা(আবু দাউদ)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুরে জটিল বানায়া ফেইলেন না। ভালো করে জেনে বুঝে পোস্ট করুন। ১০০ বছর আগে হুজুর, মাওলানারা কি বলেছে তার উপর বসে থাকলে হবে না...

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩১

রিফাত হোসেন বলেছেন: @বিচার মানি........... আপনাকে কেউ ইসলাম জীবন বিধান চাপিয়ে দিচ্ছে না। ভাল লাগলে করুন, না লাগলে নাই।

যার বসে থাকতে মনে চায় তাকে থাকতে দিন। আপনাকে বিরক্ত না করলেই হল!

নিজে থেকে বিরক্তবোধ করলে, ধরা উচিত সমস্যাটা আপনার।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩২

রিফাত হোসেন বলেছেন: @পোষ্ট লেখক আপনার পোষ্ট অসম্পূর্ণ! দয়া করে স্পর্শকাতর ব্যাপরে শতর্ক হওয়া উচিত বলে মনে করি।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫১

পাগলাগরু বলেছেন: পস্রাব আর পাইখানা নিয়া ভালো টেনশনে আছেন মনে হয়।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: ভাল পোস্ট, তবে অসম্পূর্ণ। লেখকের যদি সত্যিই লেখালেখি করার ইচ্ছা থাকে, তাহলে আরো কিছু বিষয় যোগ করতে পারতেন।

আর একজন বলেছেন, ১০০ বছর আগে মৌলবি'রা কি বলে গেছেন সেটা মানলে চলবে না। আপনি ত মানুষকে হাসাবেন দেখছি!!!

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ধন্যবাদ সকলকে, আমি মনে করি ইসলমিক বিষয়ে সহীহ জ্ঞান সকল মুসলীমের জানা অচিত, আমি জত টুকু সহীহ জানি ততো টুকু পোষ্ট করি ভাই,

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশীদের এই একটা সমস্যা। না বুঝেই লাফালাফি করে। এসব ফতোয়ার ব্যপারে বিতর্ক আছে বলেই এমন মন্তব্য করেছি। এসব ফতোয়া মানতে গেলে ঘরের বাইরে গেলে কাউকে আর নামাজ পড়া লাগবে না। জিন্স আর সু পরা লোক কীভাবে বসে বসে প্রস্রাব করবে? অনেক ফতোয়া আমরা আবহমান কাল ধরে জানি সঠিক, পরে এখন ইসলামিক স্কলারদের মাধ্যমে জানতে পারি ভিন্নতা আছে। ইসলামকে কঠিন বানিয়েছে কম জানা আলেম রা...

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাইএটা হাদীস কোন ফতুয়া না ,এখান‌ে যাল‌েখা আছ‌ে সহীহ হদীস, ফত‌োয়ায় ব‌িভিন্ন মতব‌েদ আছে থাকব‌ে,বিচার মান‌ি তাল গাছ আমার ভাই আপনার কথা গ‌োল সঠ‌িক নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.