নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পুলিশ

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

আমি আমার হসপিটালের জন্য মেডিসিন কিনার জন্য মিডফোর্ড গেলাম। মেডিসিন কিন লাম ৩০০০০টাকা বা কম বেশি। ওনেক মেডিসিন ২ জন লোক খুব কষ্ট করে ব্রীজে ওঠলাম গাম ছুটে গেছে, হঠাৎ এক পুলিশ আমাকে ডাকদিলেন। আমি তার কাছে গেলে তিনি আমাকে বললেন কাটুনে কি? বললাম মেডিসিন, তিনি বললেন ইন্ডীয়ান মেডিসিন আছে বললাম না, তিনি বারবার একি কথা বলতে লাগলেন আা্মি বললাম আমি সব মেডিসিন ডেলেদি আপনি চেক করেন, তার একি কথা না ইন্ডীয়ান মেডিসিন আছে। তার পরে কি করার চা খাওয়ার টাকা দেন দিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

ইমরান আশফাক বলেছেন: ঠিক বলেছেন।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

কাছের-মানুষ বলেছেন: ভাল বলেছেন । এরকম অভিজ্ঞতা কম বেশী আমাদের সবারই আছে ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

আহা রুবন বলেছেন: ডেলেদি এটি দয়া করে ঢেলে দেই করে দিন। শব্দটি উদ্ধার করে ঘটনা বুঝতে বেশ বেগ পেতে হয়েছে। চারবার পড়েছি!

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুলিশের কথা যত কম শোনা যায়, ততই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.