নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

না জেনে সাক্ষ্য দেয়া

১২ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৩

বিসমিল্লাহির রহমানির রহিম
সকল প্রশংসা মহাবিশ্বের মালিকের( আলহামদুলিল্লাহ)
আমরা সকল ক্ষেত্রেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ । এটা পড়েই মানুষ মুসলমান হয়। কিন্তু এ কথার মানে আমরা ভালো জানিনা । আমরা এতোটা জানি আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই । এ কথার মানেই এতো টুকু না । লা মানে নেই বা অশিকার করা আর ইলাহা মানে কোন মাবুদ .সৃষ্টি করতা.বিদান দাতা.অন্য দাতা.হায়াত ও মওতের মালিক, ইল্লাল্লাহ এক মাত্র আল্লাহ ছাড়া। কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। কোন ঘর রং করতে গেলে প্রথমে ঘষে মেজে পরিষ্কার করতে হয় পরে রং করতে হয়। ঠিক তেমনি আগে তাগুতকে (সকল ইলাহ্ )পরিত্যাগ করতে হবে পড়ে আল্লাহ কে গ্রহণ করতে হবে ।নবী করিম (সাঃ) নবুয়তের পরে প্রথম প্রকাশষে দাওয়াত দিলেন তিনি প্রথমে বললেন হে আমার চাচারা(বা বংশের লোকেরা) আমি যদি তোমাদের কে বলি পাহারের ও পারে আমাদের শত্রু আছে তুমরা কি বিশ্বাস করবে? তারা বল্লেন হা অবশ্যই বিশ্বাস করব তুমিতো আল-আমিন। তখন নবী করিম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)বললেন তুমরা যদি আমার একটি কথা মানো তা হলে গোটা আরবের লোকেরা তোমাদের ধর্ম গ্রহণ করবে,গোটা আরবের ক্ষমতা তোমাদের কাছে চলে আসবে এবং যারা না আসবে (ধর্ম গ্রহণ না করবে) তারা তোমাদে কর বা ট্যাক্স দিয়ে চলবে। আরবের লোকেরা খুবি খুশি হল আর তারা বললো একটি কথা মানলে এতো কিছু হয় তা হলে বললেন তখন নবীজী (সাঃ) বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলার সাথে সাথে আবু লাহাব নবী করিম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে মারার জন্য দুই হাত তুললেন বললেন তোমার গোটা জীবন দংশ হওক। কলেমা বলার পরে একটি লোক ও নবী (সাঃ)পক্ষে নেই। নবী করিম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওনেক কষ্ট পেলে ,আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সূরা লা হাব নাজিল করলে এবং তার হাবিব কে সান্ত্বনা দিলেন। একটি কথা হলো যে একটি কথার করেনে যারা নবীজীকে আল আমিন বলতে এতো ভালোবাসতেন তারা তার বিপক্ষে চলে গেলেন। কথাটার মানে কি?কথাটার ওজন কত।

এক লোক কোর্টে খুনের সাক্ষী দেবার জন্য গেলেন
জাজঃ বললেন আপনি তো খুনের মামলার সাক্ষী ?
সাক্ষীঃ বলল জি
জাজঃ কার খুনের সাক্ষী?
সাক্ষীঃ তা তো জানিনা।
ঠিক আমরা এমন(সাক্ষীর মত) কি সাক্ষ্য দেই নিজেই জানি না।





আসুন সকলে মিলে কলেমার অর্থ বুজে শুনে পরি ও আমল কি।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।

২| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

মো: আজাদ আবুল কালাম বলেছেন: আমিন।

৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: আল্লাহ সবাইকে বুঝার হেদায়েত দান করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.