নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

ভুল সংশোধন

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

আল্লাহ আমাকে ক্ষমা করুন। এতোদিন ভুল বুজার কারনে অন্ধকারে ছিলাম জানতাম কাছিম,ব্যাঙ্গ,সাপ,কাকরা খাওয়া যায়েয(কিন্ত যায়েয না)। কিন্তু যায়েয হলো পানির নিচে যে সকল প্রানী বসবাস করে (পানি ছাড়া বাচতে পারেনা বেশি খন পানির উপরে থাকলে মারা জাবে) সে সকল প্রানী খাওয়া যায়েয যদি সেটি মারাও যায়। আল্লাহ আমাকে ও সকল কে সহীহ (কোরআন সহীহ হাদীস)আকিদার উপর আমল করার তৌফিকদান করুন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

ঋতো আহমেদ বলেছেন: আমাদের সবার ভুল সংশোধন হোক। বলুন আমিন!
পোস্টে কিছু বানান ভুল আছে। ওগুলোও সংশোধন প্রয়োজন।

২| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: আমিন।

৩| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ধন্যবাদ সকল কে।

৪| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

ঢাকার লোক বলেছেন: কাঁকড়া সম্বন্ধে দ্বিমত আছে , মালয়েশিয়াতে দেখেছি বাজারে কাঁকড়া বিক্রি হয় এবং তা নাকি সাগরেই বাস করে এবং সাগর থেকেই ধরা হয় , ওগুলো মুসলমান মালয়ীরা হালাল মনে করে .

৫| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৯

বনসাই বলেছেন: সাপ, ব্যাঙ, কচ্ছপ খাওয়া ঠিক নয়, চিংড়ি ও কাকড়া খাওয়া মখরুহ, একবেলায় চিংড়ি আর কাকড়া খাওয়া যাবে না।

পানিতে বসবাস করা মাছই কেবল খাওয়া যাবে;অন্য প্রানী নয়। মাছ ডাঙায় তোলাতে মরে গেলেও খাওয়া যাবে।

৬| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বলার আগেই ঢাকার লোক বলে দিয়েছেন। চিংড়ী খাওয়া গেলে কাঁকড়াও খাওয়া যেতে পারে। এ ব্যপারে আরেকটু জেনে নেয়া যেতে পারে...

৭| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

মো: আজাদ আবুল কালাম বলেছেন: সকলে ধন্যবা। কাঁকড়া বিষয়ে৷ দ্বি মত আছে। অনেক আলেম বলেছেন যায়েয আবার অনেকেই বলেছেন না খাওয়া ভালো। আমার শায়েখ ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রঃ বলেছেন না খাওয়া ভালো। আমি কাউকে ছোট না করে ওনার মতটাকেই গ্রহণ করেছি।

৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

মো: আজাদ আবুল কালাম বলেছেন: সকলে ধন্যবা। কাঁকড়া বিষয়ে৷ দ্বি মত আছে। অনেক আলেম বলেছেন যায়েয আবার অনেকেই বলেছেন না খাওয়া ভালো। আমার শায়েখ ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রঃ বলেছেন না খাওয়া ভালো। আমি কাউকে ছোট না করে ওনার মতটাকেই গ্রহণ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.