নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

MD FAISAL HOSSEN

আমি পর্দাথ। কারন আমার নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে আর কেউ আমার উপর বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করি।

MD FAISAL HOSSEN › বিস্তারিত পোস্টঃ

West Bengal এর নাম কেন Bengal হল???

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭



ভারতের একটি রাজ্য Bengal। কিছু দিন আগে West Bengal এর নাম পরিবর্তন করে Bengal । ফেসবুকসহ বিভিন্ন ব্লকে বলা হচ্ছে এ নাম পরিবর্তনের পিছনে বড় কারন রয়েছে। অবশ্যই বড় কারন রয়েছে। তবে সেটা বাংলাদেশের জন্য সমস্যার নয় বলে আমি মনে করি।
.
ইংরেজীতে ওয়েষ্টবেঙ্গল-এর প্রথম অক্ষর ডব্লিউ থাকায়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কোনও গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনাচক্রে রাজ্যের প্রতিনিধির ডাক আসে একেবারে শেষে। ফলে জাতীয় স্তরের সেই আলোচনায় রাজ্যটির প্রতিনিধিরা কার্যত বিশেষ কিছুই বলার সুযোগ পান না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই সভাঘর সে সময় প্রায় ফাঁকা হয়ে যায়, নয়তো অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। অন্যদিকে বাংলার প্রতিনিধিদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। ধৈর্য্য হারিয়ে যায় রাজ্যের প্রতিনিধিদেরও।

‘ওয়েস্টবেঙ্গল’ নামের জেরে সমস্যায় পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকেও। গত ১৬ জুলাই ভারতের রাষ্ট্রপতি ভবনে আন্তরাজ্য পরিষদের বৈঠকে টানা ছয় ঘণ্টা বসে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে। রাজ্যের নামের আদ্যক্ষর দিয়ে নাম ডাকার ফলে একদম শেষে বলার সুযোগ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাও মাত্র বারো মিনিট। এ কারণেই বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। ঐ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের অনেক সমস্যা তুলে ধরার জন্য পাকাপোক্তভাবে গেছিলেন কিন্তু সময়ের কারনে কিছুই বলতে দেওয়া হয়নি।
.
এর আগে ২০১১-র মে মাসে ক্ষমতায় আসার পর আগস্টে একটি সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানেই ওয়েষ্ট বেঙ্গল নাম বদলে পশ্চিমবঙ্গ করার কথা হয়। কেন্দ্রের কাছে তা অনুমোদনের জন্য পাঠানো হয়।২০১৪ সালে কেন্দ্র-রাজ্য বিষয়ের তৎকালীন যুগ্মসচিব সুরেশ কুমার জানান, সংবিধান সংশোধন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদে ওয়েস্ট বেঙ্গল (অল্টারেশন অফ নেম) অ্যাক্ট ২০১৪ নামে একটি বিল আনা হবে। কিন্তু দুই বছর পেরিয়ে যাওয়ার পরেও সংসদে সেই বিল আর আসেনি।
.
আর নাম পরিবর্তন করা পশ্চিমবঙ্গ সরকারের জন্য নতুন নয়। এর আগে রাজ্যের রাজধানী ‘‘ক্যালকাটা’’ এর নাম পরিবর্তন করে ‘‘কলকাতা’’ করা হয়েছিল।

.
এ ব্লকের একটি পোস্টে বলা হয়েছে মেড ইন বাংলাদেশের জায়গায় মেড ইন বাংলা দেখলে সাধারন ভোক্তা কি করবে। অথচ ভারত সরকারের বানিজ্য নীতি অনুযায়ী কোনো সামগ্রী তৈরি করার ক্ষেত্রে রাজ্যের নাম ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হবে মেড ইন ইন্ডিয়া। তাই কোনো কোম্পানি মেড ইন বাংলা কখনো লিখবে না করলে বাংলা সরকারই ঐ কোম্পানির বৈধতা বাতিল করবে।
.
বাংলা আর বাংলাদেশ এ দুই শব্দের মাঝে দেশ নামে একটা পার্থক্য আছে। তাই আশা করা যায় কোনো দেশের মানুষ বাংলা আর বাংলাদেশকে বিশ্বের মানুষ চিনতে ভুল করবে না।
.
শত বছরের ঐতিহ্য ক্যলকাটার নাম পরিবর্তন করে যদি কলকাতা করা যায় তাহলে শত বছরের ঐতিহ্য পশ্চিমবঙ্গের নাম বাংলা করাতে অবাক হবার বলে আমি মনে করি না।
.
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ চমৎকার ভাবে নামের বিষয়ে ব্যখ্যা দেয়ার জন্য ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

MD FAISAL HOSSEN বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

MD FAISAL HOSSEN বলেছেন: স্বাগতম।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: পশ্চিম বঙ্গের নাম নিয়ে চিন্তার বিষয়

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

MD FAISAL HOSSEN বলেছেন: হুম তবে বাংলাদেশের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে বলে মনে হয় না।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নামের জেরে সমস্যায় পড়া বা এখন যারা সবার শেষে পড়বে , একই অজুহাতে তারাও কি রাজ্যের নাম পালটাবে ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

MD FAISAL HOSSEN বলেছেন: রাজ্যের নাম পাল্টাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগে। যেহেতু পশ্চিম বাংলা নাম পরিবর্তন করে বাংলা করা যায় এতে রাজ্যের পূর্ব নামের অবমাননা হয় না সেহুতু কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছে। তাই যথাযথ না হলে নাম বদলানো অসম্ভব।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

MD FAISAL HOSSEN বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমাদের স্লো-গান জয় বাংলাবাংলার জয়-এর কি হবে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

MD FAISAL HOSSEN বলেছেন: জয় বাংলা আমার স্লোগান আমার দেশের স্লোগান এটা কোনোদিন পাল্টাবে না।

রাজ্য সরকারের নিজস্ব স্লোগান হয় না তাই তারা জয় বাংলা বলতে পারবে না।

তারা ভারতীয় জাতীয় স্লোগান এতদিন বলেছে এখনও বলবে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমাদের স্লো-গান জয় বাংলাবাংলার জয়-এর কি হবে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

MD FAISAL HOSSEN বলেছেন: জয় বাংলা আমার স্লোগান আমার দেশের স্লোগান এটা কোনোদিন পাল্টাবে না।

রাজ্য সরকারের নিজস্ব স্লোগান হয় না তাই তারা জয় বাংলা বলতে পারবে না।

তারা ভারতীয় জাতীয় স্লোগান এতদিন বলেছে এখনও বলবে।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

ভ্রমরের ডানা বলেছেন: নাম পাল্টালেও কাম পাল্টাবেনা!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭

MD FAISAL HOSSEN বলেছেন: হুম। সকল কাজ আগের মতই থাকবে। শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট লেখাটা উঠে যাবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

MD FAISAL HOSSEN বলেছেন: ওই পোস্ট আপনার আগে কোথাও শোনার কথা নয়। আমরা পেজ এডমিনরা জঙ্গী ফ্যাক্ট নিয়ে এ জোকস বানায়ছি। অবশ্যই ফেসবুকে দেওয়া হয়েছে এ জোকস। ধন্যবাদ।

পোস্টটা প্রথম পাতা থেকে হঠাৎ করে মুছে দেওয়া হয়েছে। তাই পোস্টটা এখানে ফ্লপ। তাই্ আমার পাতা থেকে মুছে দেওয়া হয়েছে।
ধন্যবাদ।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: অথেনটিক কোন সোর্স এই নিউজটার?

জাস্ট লাইনে সময় বেশি লাগে বলে নামই পালটিয়ে ফেলবে - বেশ অদ্ভুত ব্যাপার। যদি সত্যও হয়ে থাকে ব্যাপারটা - তারপরও অদ্ভুতই লাগবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৫

MD FAISAL HOSSEN বলেছেন: রাজ্যের উন্নয়নের জন্য অবশ্যই ‍সকল বৈঠকে রাজ্যের সমস্যার বণনা তুলে ধরতে হবে, কিন্তু সেটা যদি তুলে ধরা না যায় তাহলে কিভাবে রাজ্যের উন্নয়ন হবে।

লোকসভা থেকে শুরু করে সকল বৈঠকে ওয়েস্ট বেঙ্গল সর্বশেষে বক্ততা প্রধান করে যার ফলে গুরুত্বপূর্নভাবে কোনো বিষয় তুলে ধরা সম্ভব হয় না। এর আগে রাজ্যের বিভিন্ন মন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্বয়ং পশ্চিমবঙ্গ বিরোধীদলীয় নেতাও এর ক্ষোভ প্রকাশ করেছেলিনে প্রাদেশিক সরকারের বৈঠকে।

সরকার, পশ্চিমবঙ্গ বিরোধী দল ও কেন্দ্রীয় সরকারে অনুমতির প্রয়োজন হয় এ নাম পরিবর্তন করার ক্ষেত্রে।

ধন্যবাদ।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

নীলাকাশ ২০১৬ বলেছেন: বঙ্গবন্ধু বলতে কাকে বুঝাবে? আওয়ামী ছাগুরা এখন জয় বাংলা বলে হামলা করবে কিভাবে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

MD FAISAL HOSSEN বলেছেন: জয় বাংলা শব্দটা উঠিয়ে নিতে হবে। এ ছাড়া আর কিছু করার নাই।

কারন এ কথা বললে তারা ভারতের বাংলার সর্মথক হবে।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

আরিয়ান রাইটিং বলেছেন: বিষয়টা অদ্ভূত ছিল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

MD FAISAL HOSSEN বলেছেন: অবশ্যই অদ্ভুত। যখন আকির্মিডিস নিমজ্জিত বস্তুর সূত্র আবিষ্কার করে তখনও বিষয়টা অদ্ভুত ছিল।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মাথা ঘামানোর কিছু নাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

MD FAISAL HOSSEN বলেছেন: হুম। তবে জয় বাংলা নিয়ে মাথা অবশ্যই ঘামাতে হবে।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নাহ। বাংলা আর বাংলাদেশে বিস্তর ব্যবধান। জয় বাংলা আমাদের। ওদের না। নামের কিছুটা মিল সম্পত্তির অংশীদারিত্ব বুঝায় না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

MD FAISAL HOSSEN বলেছেন: জয় বাংলা আমাদের হলেও যেহেতু বাংলাদেশের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ তাই কি বলা যায় না জয় বাংলা বললে বেঙ্গল অর্থ্যাৎ বাংলাকে বুজানো হবে।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: এটা ওদের আভ্যন্তরিন বিষয়

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

MD FAISAL HOSSEN বলেছেন: হুম এটাই। নাম পাল্টানো অভ্যন্তরীন বিষয়।

কিন্তু জয় বাংলা বলা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন তৈরি হবে বলে কি আপনি মনে করেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.