নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

MD FAISAL HOSSEN

আমি পর্দাথ। কারন আমার নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে আর কেউ আমার উপর বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করি।

MD FAISAL HOSSEN › বিস্তারিত পোস্টঃ

ফটো ক্যপশনঃ রক্তাগঙ্গায় ঢাকা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭


পৃথিবীর অবাসযোগ্য শহর কোন স্বাদে মানুষ ঢাকাকে বলে? ছবিগুলো দেখলে বোঝা যায় ঢাকার প্রকৃত রূপ। ঢাকার ২টি সিটি কর্পোরশনের মেয়র গদিতে বসে কি করে? নাক চুলকায় নাকি পকেট ভরায়? প্রশ্ন থেকে যায় অনেক। ঢাকা কি আদো বাসযোগ্য শহর হওয়ার সম্ভবনা রয়েছে। ছবিগুলো দেখলে বলা যায় কখনো সম্ভব না। ছবিগুলো ফেসবুক থেকে পাওয়া গেলেও এর সত্যয়তা নিশ্চিত করা হয়েছে।



এ ঢাকা শহরে ২ কোটি মানুষ কিভাবে বাস করে আজ ভাবছি??



এর থেকে কি গ্রাম ভালো নয়?



আমার অনেক স্বপ্ন ইন্টারে পড়ার জন্য ঢাকায় যাব। আজ আমার শখ মিটে গেছে ছবি গুলো দেখে



এটা জলবদ্ধতা নাকি বন্যা?




ভাই হাজার প্রশ্ন জাগে আজকে ঢাকা। মানুষ কোন স্বপ্নে ঢাকা যায় বুজতে পারতেছি না। এটা তো অবাসযোগ্য শহরের চেয়েও খারাপ।

ছবি: ফেসবুক।(ঘটনা নিশ্চিত)

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

দুখু বাঙাল বলেছেন: ভাই, আমি ঢাকা থেকে বলছি!!

বিভিন্ন মাঠে জবাইয়ের পেন্ডেল করা হয়েছে কিন্তু মেঘে কিছুই করতে দেয়নি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৮

MD FAISAL HOSSEN বলেছেন: ভাই অনেকে টঙ্গী,গাজীপুর,নারায়নগন্জে থেকে বলে আমরা ঢাকায় বাস করি আপনি হয়ত সেরকম একজন মানুষ।

আসল ঘটনা আজকে বের করে নিয়েন

ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

মাকার মাহিতা বলেছেন: সন্ধ্যায় বের হয়েছিলাম,ঢাকার কোন এক রা্স্তায়। বিচ্ছিরি গন্ধে নাক পাতা দায়। হায় ঢাকা হায়...!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫০

MD FAISAL HOSSEN বলেছেন: ঢাকা সিটি কর্পোরশেনের দুর্বলতার কারনে এসব হচ্ছে। সময় মত সঠিক পদক্ষেপ নিলে এসব সমস্যা হত না।

যেমন শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা থাকলে এ ভাবে জলবদ্ধতা হত না এবং রক্ত পানির সাথে মিললেও কিছু হত না।

ধন্যবাদ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন: যদি,এর মধ্যে একটা গরু এনথ্রাক্স আক্রান্ত হয় তবে পপরিস্থিতি হবে ভয়াবহ!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫২

MD FAISAL HOSSEN বলেছেন: অবশ্যই।

কিন্তু যে অবস্থা তাতে যদি ২ কোটি ঢাকা বাসী কাল ঢাকা থাকত তাহলে কি হত???

ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

কবি এবং হিমু বলেছেন: ছবিগুলো বেশ লাগলো।মনে হচ্ছে কেউ রাস্তায় লাল গালিচা বসিয়ে দিয়েছে।যারা এসবের জন্য দায়ী সবার উচিত সেইসব মানুষগুলোর বাসায় এ গালিচা দিয়ে আসা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬

MD FAISAL HOSSEN বলেছেন: তাদের বাসায়ও ছিল তবে সেটা ফুলের লাল গালিচা রক্তের লাল গালিচা নয়।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কাল বিভিন্ন শ্রেনিপেশার মানুষের সাথে দেখা করার জন্য তো লাল গালিচাই বিছিলে রেখেছিলেন মন্চের সামনে।

ধন্যবাদ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১

ধ্রুবক আলো বলেছেন: ঢাকা একদম বসবাস অনুপোযোগী, ড্রেইনেজ সহ আরও অন্যান্য ব্যবস্থা আরও খারাপ নাহলে এই অবস্থা হয় না, একজন ফেসবুকে পোষ্ট করছে রম্য টাইপ যে, গরু গায়ে লাল রং মাখানো ছিলো!
যাই হোক এরকম একটাপোষ্ট করার জন্য ধন্যবাদ।
আর একটা অনুরোধ দুই একটা কমেন্ট ডিলিট করে দিয়েন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৬

MD FAISAL HOSSEN বলেছেন: ভাই মানুষ কতটা খারাপ এ পোস্টের কমেন্টে না দেখলে বুজতে পারতাম না জীবনে। বলছি সিটি করর্পোরেশেনের দুর্বলতার কথা আর উনারা আনছেন ইসলাম ধর্মের কথা।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩

দুখু বাঙাল বলেছেন: প্ৰসঙ্গঃ কমেন্টের ফটো @আজকের নায়েক

গাদামী কারে কয়। কারো পিছে লাগলে অবল তাবল বলতেই হয় ভাই?

যখন কোন কিছুর কন্ডিশান দিয়ে বলা হয় এই জিনিসটা পেতে হলে তোমার প্ৰিয় জিনিস উত্‍সৰ্গ কর, তাহলে কি যা পাওয়ার কথা বলা হচ্ছে তা উত্‍সৰ্গ করবেন?

আর ইব্ৰাহীম আঃ তো তাঁর প্ৰিয় জিনিস কোরবানী দিছেই। আল্লাহ তায়ালা সেটা কবুলও করেছেন। কিন্তু ইসমাঈল আঃ জবাই হননি, হয়েছে একটা পশু (দুম্বা)। তাইতো আজ পশু উত্‍সৰ্গ করা হয়। মুলত পশু নয় সম্পদ উত্‍সৰ্গ। এক হিসাবে তাও না, কারন নিজ খরছে কিনে এনে আবার তো নিজেই খেতে পারছে।
এব্যাপারে আল্লাহ তায়ালাই বলেন "আমার কাছে তোমাদের গোস্ত পৌছে না রক্তও পৌছে না পৌছে শুধু তোমাদের আল্লাহ ভিতি।" [আল কোরআন]

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৬

MD FAISAL HOSSEN বলেছেন: আপনার মাথাা। এ পোস্টে ঢাকার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কথা বলছি। আপনার গাদামীকে আনেনি। কুরবানী চলছে পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত চলবে।

আর সম্পদ ধ্বংস এটা আপনারে কে বলছে ছাগল?? আজ এ কুরবানির কারনে মানুষ পশু পালন করছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ কুরবানির গোশতের ১ ভাগ নিজে খায়। ১ ভাগ আত্নীয় স্বজনকে দেয়। ১ ভাগ দুস্থ জনগনকে দেয়। ‍বুজছেন নিজের গোশত নিজে খায় না। আর কোরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়।

আপনার উক্তি ভুল। ধন্যবাদ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাইয়া, বৃষ্টির কারনে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাকা রাস্তায় গরু কুরবানী দেয়াটা আমি গ্রামেও দেখেছি। আর রাস্তাটা সম্ভবত শান্তিনগরের। একটা রাস্তা দেখেই মন্তব্য করার আগে আরেকবার ভেবে নিও। এমন বহু জলাবদ্ধ-কাটা-ভাঙ্গা চোরা রাস্তার দিয়েই আমরা চলি। তুমি যদি ঢাকায় আসতে চাও, তোমাকেও আসতে হবে এর মধ্যেই।

তবে হ্যাঁ, দায় এড়ানোর কোন উপায় নেই। যারা পশু কুরবানী দিয়ে জায়গা পরিস্কার করে না, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া সিটি কর্পোরেশনের দায়িত্ব। সিটি কর্পোরেশন কুরবানীর বর্জ্য ফেলার জন্য ব্যাগেরও ব্যবস্থা করেছে জানো কিনা জানি না। বাকিটা আমাদের উপর। আমরা ঢাকাকে কতটা পরিস্কার রাখবো নিজ দায়িত্বে।

বি।দ্রঃ এই আজকের নায়ক ছাগুর জন্ম হয়েছে পোস্টে গিয়ে ইসলামের বিরুদ্ধে ফ্লাডিং করার জন্য। এই মহামানবকে কোন একজন মডারেটর এই লাল পানিতে চুবান অতিসত্বর।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৩

MD FAISAL HOSSEN বলেছেন: ভাই আমি কি পশু কোরবানির দোষ দিছি। মুসলিম শান্তির ধর্ম। কোরবানি আল্লাহর প্রদত্ত। পৃথিবীর কোটি কোটি মানুষ কোরবানি করছে।

যে বেশি বুজে তার দ্বারা কোনো কিছুই সম্ভব না। যেমন আমি বুজাতে চেয়েছি অশক্তিশালী ড্রেনেজ ব্যবস্থার কথা আর আপনি উল্টা্ আমাকে নাস্তিক বানিয়ে ফেলছেন??

আমি বলছি সরকারের ঢাকাকে বাস যোগ্য শহর বানানোর ঘোষনা। আদো কি সেটা সম্ভব??

যা হোক পাগলের মত কাউকে নাস্তিক বলবেন না।

সিটি কর্পোরশেনের দুই মেয়র প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেছিলেন তারা কি েএসব রাস্তা দেখেন নি??

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৮

শৈবাল বিস্বাস বলেছেন: বসবাস অনুপোযোগী বলে কোনো লাভ নেই উপোযোগী করাটা আমাদেরি দায়িত্ব।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬

MD FAISAL HOSSEN বলেছেন: কিভাবে সম্ভব এটা কি কখনো বের করবে সরকার??
ধন্যবাদ।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঢাকায় যেতে আমার ভয় লাগে। পল্যুশন, যানজট, নোংরার পাহাড়, পকেটমার, ছিনতাই, ওয়াসার পানিতে কিলবিলে পোকা হলি আর্টিজান! ওফ! এই শহরে মানুষ বাস করছে কীট পতঙ্গের মতো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩

MD FAISAL HOSSEN বলেছেন: ঢাকায় যাওয়া বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নাই। গ্রামের বিষধর সাপের চেয়ে ভয়াবহ এ শহরের কেঁচো।

কর্মকর্তারা যেভাবে ঘুষ খাই সে ভাবে ঢাকা কখনো বাসযোগ্য শহর হবে না।

ধন্যবাদ।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: ব্যাপার না।

দুদিন পর সব যা তাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

MD FAISAL HOSSEN বলেছেন: হুম।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

সুমন কর বলেছেন: খারাপ অবস্থা !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

MD FAISAL HOSSEN বলেছেন: কোনদিন ঠিক হবে?

সিটিকর্পোরেশন এসন কোনদিন ঠিক করবে? কোনদিন তারা শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা তৈরি করবে?

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

কিশোর মাহমুদ বলেছেন: ঢাকা সিটি কর্পোরেশন খুব নির্বাক ভূমিকায় আছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০০

MD FAISAL HOSSEN বলেছেন: আরে দুই মেয়র ঐ সময় প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে কর্মদন করেতেছিল সে সময়।

তারা নির্বাচনের সময় কত গপ মারছিল এখন .....

এ ঢাকাকে তারা আবার বাসযোগ্য করার স্বপ্ন দেখায় অদো সেটা কি সম্ভব

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাইয়া, আমার কমেন্টের তৃতীয় অংশটুকু তোমার উদ্দেশ্যে ছিলো না। তোমার বুঝতে ভুল হয়েছে। ব্লগার 'আজকের নায়ক' এর উদ্দেশ্যে ছিল। আমি তোমাকে নাস্তিক বলবো কোন দূঃখে? তোমার পোস্টটা ঢাকার সমস্ত ভোগান্তিতে পড়া নাগরিকের জন্যই, তাইনা?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

MD FAISAL HOSSEN বলেছেন: হুম আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।

আজকের নায়ক প্রত্যেক পোস্টে নাস্তিকতার পরিচয় দিছে।

আমি ইসলাম ধর্ম মানি এবং অন্য সকল ধর্মকে সম্মান করি।

পোস্টে উদ্দেশ্য সিটি কর্পোরেশেনের মেয়রদের দুর্বলতা।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

জটিল ভাই বলেছেন: ও কাকা!!!
এতো কথা কও কেন নিয়া ঢাকা??
এমনে ডর দেহাইলে কেমনে থাকা???
মনে রাখবা সবার উপরে টাকা!!!
তাইতো ঢাকায় ঘুরে গাড়ির চাকা!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

MD FAISAL HOSSEN বলেছেন: মানুষ ও উদ্যেগক্তরা সবাই ঢাকা মুখি। যদি বিভিন্ন ব্যবসার উদ্যেগক্তারে ঢাকার বদলে অন্যান্য জেলা উপজেলায় কলকারখানা স্থাপন করে তাহলে তো সব জায়গায় গাড়ির চাকা ঘুরবে।

ধন্যবাদ।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার কেন একবারও মনে হলো না- ছবি গুলো এডিট করা?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৬

MD FAISAL HOSSEN বলেছেন: ছবিগুলো এডিট করা নয় ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.