নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

MD FAISAL HOSSEN

আমি পর্দাথ। কারন আমার নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে আর কেউ আমার উপর বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করি।

MD FAISAL HOSSEN › বিস্তারিত পোস্টঃ

মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ঘরে রাখা বোমা রাখা সমান

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩



মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ঘরে রাখা বোমা রাখা সমান: জেনে নিন কিভাবে বুঝবেন মেয়াদ আছে কিনা
আমরা প্রায় সবাই বাড়িতে গ্যাস-সিলিন্ডার ব্যাবহার করি, অনেক সময় শুনা যায় যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে মানুষ মারা গেছন, কিন্তু এটা ব্লাস্ট কেন হয় তা অনেকে জানি না। সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ শেষ বা expire date থাকে যা আমরা অনেকে জানি না। মেয়াদ শেষ হওয়া কোন সিলিন্ডারকে ঘরে রাখা মানে টাইম বোমা রাখার সমান।
ব্যাপার হল আমরা চিনব কিভাবে যে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ।
ফটোতে মার্ক করা কালো রংগের লেখা টাই হল এক্সপায়ারি ডেট। এখানে A,B,C,D সংকেত দিয়ে বোঝানো হয়েছে।
A= বছরের প্রথম তিন মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।
B= তার পরের তিন মাস যেমন, এপ্রিল, মে, জুন। একইভাবে C,D দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকেই বোঝানো হয়। আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ C13 (2013 ইং) যদি C18 থাকে তারমানে হল 2018 সালের জুলাই, আগস্ট, অথবা সেপ্টেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ বা (expire date) হবে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভাল একটা পোস্ট দিয়েছেন ভাই। অনেক ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

MD FAISAL HOSSEN বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: অনেক উপকারী পোষ্ট। ধন্যবাদ আপনাকে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

MD FAISAL HOSSEN বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও সিলিন্ডার নেই- তবু জানা হল।

ধন্যবাদ পোষ্টের জন্য।

++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

MD FAISAL HOSSEN বলেছেন: জানার কোনো শেষ নাই।

আপনাকেও ধন্যবাদ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১

ইমরান আশফাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

MD FAISAL HOSSEN বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

মাকার মাহিতা বলেছেন: বড্ড উপকারী পোষ্ট @ এম ডি ফয়সাল হোসেন...!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

MD FAISAL HOSSEN বলেছেন: আপনাকেও ধন্যবাদ ৳মাকার মাহিতা৳

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: এই জিনিসটা জানতাম না সত্যিই। ধন্যবাদ জানানোর জন্য।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৮

MD FAISAL HOSSEN বলেছেন: জানার কোনো শেষ নাই। আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.