নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

MD FAISAL HOSSEN

আমি পর্দাথ। কারন আমার নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে আর কেউ আমার উপর বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করি।

MD FAISAL HOSSEN › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: তোমাদের পাশে কে দাঁড়াবে................

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫



ছবিগুলো খুব পরিচিত হবে সবার কছে। ফেসবুক,ব্লগ সব জায়গায় ছবিগুলো আগে দেখা গেছে। বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রামে হাজার দরিদ্র মানুষ বাস করে। রয়েছে পথশিশু,অসহায় নারী। আর তাদের পাশের রয়েছে হাজার কোটিপতি যাদের আরো কোটি চাই এ রকম মানুষ। সবশেষে একটা এদের পাশে কে দাঁড়াবে.....



কুকুরে সাথে মানুষ বাস করে।


তাদের মুখে আরেকটু হাসি কোনদিন ফুটবে??






আর কতকাল ডামির কাপড় দেখবে নিজের কাপড় দেখবে না........

ছবি: সংগৃহিত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২

আহমেদ জী এস বলেছেন: MD FAISAL HOSSEN ,




ভালো লাগলো ।
এদের পাশে দাঁড়ানোর কেউ নেই !
শুধু বলি ---
কী দোষে আজীবন নতজানু
সময়ের ভেতরে আরো গভীর সময়ে .....

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১

সাদা মনের মানুষ বলেছেন: কঠিন ছবি, তবে আমাদের দেশে এসব বাস্তব,,,,,,,,,জানিনা এমন ছবি কোন দিন শেষ হবে কিনা আমাদের দেশ থেকে।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



এদের পাশে রাস্ট্র থাকার কথা; এটা যেন আপনার মাথায় ঢুকে, সেটার চেস্টা করেন।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৩

রক্তিম দিগন্ত বলেছেন:
একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন - তারা যতই কষ্টে থাকুক, যে রকম মানবেতর জীবন যাপনই করুক না কেন - তাদের মুখের হাসি কিন্তু একদম অকৃত্রিম।
এই অকৃত্রিম হাসি তারা ছাড়া আর অন্যান্যরা দিতেও পারেনা।

এদের পাশে এদের এই হাসিই আছে। তাদের এই অকৃত্রিম হাসি যাদের চোখে পড়বে - তারাই তাদের সাহায্যে এগিয়ে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.