নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: ফয়সাল হোসেন বাপ্পি।বাড়ি: লাকসাম,কুমিল্লা। ক্লাস: ১০। বিদ্যালয়: লাকসাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার কাছে ব্লগ আর ফেসবুক এক। আমি মামুলি পোস্ট করি তাই মন্তব্য এর ঘরে মামুলি বলার আগেই ধন্যবাদ।

MD FAISAL HOSSEN

আমি পর্দাথ। কারন আমার নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে আর কেউ আমার উপর বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করি।

MD FAISAL HOSSEN › বিস্তারিত পোস্টঃ

ঘুম সম্পর্কে ১৫ টি তথ্য

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৭

ঘুম
প্রতিটা প্রাণীর জন্যেই গুরুত্বপূর্ন। ১। আপনি যখন ঘুমান তখন আপনার
শরিরে কি হয় তা জানেন?
•→ আপনার ব্রেইন শক্তি লাভ করে।
•→ আপনার শরিরের নষ্ট হওয়া সেল
গুলো নিজে নিজে ঠিক
হয়। •→ আপনার শরীর গুরুত্বপূর্ন হরমন মুক্ত
করে। ২। বয়স অনুপাতে আপনার ভিন্ন
ধরনের ঘুম দরকার।
•→ বাচ্চাদের – ১৬ ঘন্টা।
•→ ৩ থেকে ১২ বছর– ১০ ঘন্টা।
•→ ১৩ থেকে ১৮ বছর – ১০ ঘন্টা। •→ ১৯ থেকে ৫৫ বছর – ৮ ঘন্টা
•→ ৬৫ বছরের উপরে – ৬ ঘন্টা। ৩। পুরুষ
তার স্বপ্নে অন্য পুরুষ কে দেখে ৭০%
সময়, কিন্তু
নারী তার স্বপ্নে পুরুষ
এবং নারী উভয়কেই সমান সময় দেখে। ৪। আমরা স্বপ্নে তাদের ই
দেখি যাদের মুখ আমাদের
পরিচিত।তবে যার মুখ আপনি প্রতিদিন
দেখেন না তাকেও
আপনি স্বপ্নে দেখেন।
৫। প্যারাসমনিয়া একটা ঘুমের রোগ যা আপনাকে ঘুমের
মধ্যে অস্বাভাবিক কাজ করায়। এই
রোগের কারনে সংঘটিত
হওয়া অপরাধ সমূহ
•→ ঘুমের মধ্যে গাড়ী চালানো।
•→ ভুল চেক লেখা। •→ হত্যা।
•→ শিশু নির্যাতন।
•→ ধর্ষন।
৬। ১২% মানুষ সাদা কালো তে স্বপ্ন
দেখে। এই রেট
আরো বারতে পারে,কিন্তু রঙ্গীন টেলিভিশন
স্বপ্নকে রঙ্গীন করতে সাহাজ্য
করেছে।
৭। স্বপ্ন একটি স্বাভাবিক প্রক্রিয়া,
যে মানুষ স্বপ্ন
দেখে না সে অস্বাভাবিক। ৮। ঘুমের পোজিশন আপনার
পারসনালিটি বহন করে।
৯। প্রতি ৪ জন বিবাহিত দম্পত্তির
মধ্যে ১টি দম্পত্তি আলাদা খাটে ঘুমায়।
১০। ব্রিটিশ সৈন্য রাই প্রথম
একটি উপায় আবিষ্কার করে একটানা ৩৬ ঘন্টা না ঘুমিয়ে থাকার। যখন
ক্লান্তি অনুভব করতো, তখন
তারা একটা স্পেশাল
মুখঢাকনি ব্যাবহার
করতো যা সূর্যের আলোর
তীব্রতা বাড়িয়ে দিত এবং তাদের জাগিয়ে তুলতো।
১১। স্তন্যপায়ী প্রাণীদের
মধ্যে সবচেয়ে বেশি ঘুমায় :
•→ কোয়ালাস : দিনে ২২ ঘন্টা ঘুমায়।
•→ ব্রাউন ব্যাট : দিনে ১৯.৯
ঘন্টা ঘুমায়। •→ প্যানগোলিন্স : এরা দিনে ১৮
ঘন্টা ঘুমায়। সব চেয়ে কম ঘুমায় এমন
স্তন্যপায়ী প্রানী :
•→ গিরাফেস : ১.৯ ঘন্টা ঘুমায় দিনে।
ঘুমের সময় ৫-১০
মিনিট। •→ রো হরিন : ৩.০৯ ঘন্টা ঘুমায় দিনে।
•→ এশিয়াটিক এলিফেন্ট : ৩.১
ঘন্টা ঘুমায় দিনে।
১২। ডলফিন যখন ঘুমায়, তখন তার
ব্রেইন এর অর্ধেক বন্ধ
থাকে।বাকি অর্ধেক তাকে শ্বাস নিতে সাহায্য করে।
১৩। আপনি না খেয়ে মরবেন না কিন্তু
না ঘুমিয়ে মরবেন। ২
সপ্তাহ না খেয়ে থাকতে পারবেন কিন্তু
১০ দিন
না ঘুমালে মারা পড়বেন। ১৪। অন্ধ মানুষ স্বপ্নে দেখতে পায়।
১৫। ঘুম থেকে ওঠার ৫ মিনিটের
মধ্যে আপনি স্বপ্নের ৫০%
ভুলে যাবেন। ১০ মিনিটের মধ্যে ৯০%
ভাগ ভুলে যাবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঘুম সম্পর্কে অনেক তথ্য জানা হলো। ধন্যবাদ ফায়সাল হোসেন।

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

আহা রুবন বলেছেন: অনেক তথ্য আছে গোছানো হলে আরও ভাল হত। "আপনি না খেয়ে মরবেন না কিন্তু না ঘুমিয়ে মরবেন। ২ সপ্তাহ না খেয়ে থাকতে পারবেন কিন্তু ১০ দিন না ঘুমালে মারা পড়বেন।" দুই বছর আগে লিচু বাগান পাহারা দিতে গিয়ে টানা ১৪ দিন জেগে ছিলাম। রাতে বাদুর দিনে বদ পোলাপানের জন্য, অবশ্য এক-দেড় ঘণ্টা করে চেয়ারে বসে ঘুমতাম। আমি তো তাহলে খুব ঝুঁকিতে ছিলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.