নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারিদ কান্তার

বারিদ কান্তার

জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই।

বারিদ কান্তার › বিস্তারিত পোস্টঃ

মুক্তির বারতা

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

ছোট্ট শিশুটির স্নিগ্ধ চেহারার দিকে তাকিয়ে বল......

ঐ শিশুটির মুখে প্রানভরে "বাবা" ডাক শুনবে বলেইত

সেদিন স্বাধীনতা আনবে বলে যুেদ্ধ গিয়েছিলে।



তোমাকে কি "একটি ফুল কে বাঁচাবো বলে করি যুদ্ধ করি"

গানটি আন্দোলিত করেনি?



তোমার অস্তিত্বের উপর হামলা সেদিন

তোমাকে বিদ্রোহী করেনি?



তোমার বাবা, মা, একমাত্র ছোটবোন কে

দেশের জন্য বিসর্জন তোমাকে কি কাঁদায়নি?



করেনি কি তোমাকে প্রতিশোধ পরায়ন?



তবে আজ কেন নিশ্চুপ তুমি হে গাজী?



আজ কি তোমার চোখে পড়েনা বাবার কোলে

গুলিবিদ্দ হয় শিশু।



আজ কি কোন গান তোমাকে আন্দোলিত করে না?



দেশের অস্তিত্বের উপর হামলা তোমাকে কি বিদ্রোহী করে না?



আজো কত বাবা, মা, কত ভাই, বোন জীবন বিসর্জন দিচ্ছে...

তা কি তোমাকে এতটুকুও কাদায় না?



সেইদিনের মত মুক্তির বারতা পুনুরুদ্দারে শুধাই

তোমার আহবান হে গাজী!!!!



তারিখঃ ০৪-০৩-২০০৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.