নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারিদ কান্তার

বারিদ কান্তার

জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই।

বারিদ কান্তার › বিস্তারিত পোস্টঃ

বরষে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

গর্জায় গগন ঘন বরষে

ময়ূর পেখম মেলে মনো হরষে।



উতলা প্রেমিক মন পাবে খুঁজে শিহরণ

প্রেমিকার দল সব গেলি কোথারে?



যুগ যুগ ধরে যারা দিয়েছিল প্রান

অমর প্রেমের বানী করে আম্লান,

করে তারা হা-হুতাশ, নিশি নেয় দিবা শ্বাস

অকালে মুকুল ঝরে আজি প্রভাতে।



বল তোরা কথা গেলি নব বরষে?

নব প্রেমে আকুল হব মনো হরষে!!



তারিখঃ ২৪-০৭-২০০৮

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো ভালো কবিদের কবিতা পড়ুন আরো বেশি করে। ব্লগে অন্যদের লেখাও পড়ুন। আপনি লেখার চেষ্টা করছেন, খুবই ভালো একটি ব্যাপার। তবে মানসম্পন্ন লেখা লিখতে হলে আরো শিখতে হবে আপনাকে।

এই কবিতায় প্রথম শব্দটি যতদূর জানি সঠিক নয়। গর্জায় শব্দটি সঠিক নয়। এটা গর্জন বা গর্জে হবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

বারিদ কান্তার বলেছেন: ধন্যবাদ আপনাকে। সেই চেষ্টাই থাকবে। আপনার গঠনমূলক সমালোচনার উপর মনযোগী হবো ভবিষ্যতে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

বারিদ কান্তার বলেছেন: গর্জায় শব্দটি সঠিক নয় কেন? বুঝিয়ে বললে খুশী হবো।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জি, আশা করি আপনি আমার কথায় কিছু মনে করেন নি ভাই। সত্যি বলতে কবিতার খুব বেশি একটা কিন্তু আমি বুঝিও না। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে শুধু আমার মত জানিয়েছি।

কবিদের ইচ্ছে মতন শব্দ ব্যবহার বা তৈরীর স্বাধীনতা আছে। সেই হিসাবে গর্জায় লিখলে কোন সমস্যাই নেই। তবে যতটুকু জানি মনে হয়েছিল গর্জায় বানানটি মেবি সঠিক নয়। যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আমি দুঃখিত।

ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইল। :)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

বারিদ কান্তার বলেছেন: মনে কিছুই করিনি ভাই। শব্দটা আপনার কাছে খটকা লাগছে এটাই জানাইছেন। আপনার পরামর্শ আনুসরন করবো ভবিষ্যতে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.