নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারিদ কান্তার

বারিদ কান্তার

জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই।

বারিদ কান্তার › বিস্তারিত পোস্টঃ

একটা প্রশ্ন?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

প্রায় সময় রাস্তায় বের হলে এই ব্যাপার টা লক্ষ্য করি, সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের গাড়িতে চালকের পাশের আসনটিতে তার সুন্দরী স্ত্রী কিংবা মেয়েকে দেখা যায় কেন?



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

ভীতু সিংহ বলেছেন: শশশশশশশশশশ!! করেন কি ভাইজান?? এসব কথা ব্লগে বলবেন না। আর কয়েকদিন পর তো তেনারাই পাওয়ারে আসছেন। =p~ =p~ =p~

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

বারিদ কান্তার বলেছেন: এত ভুই পাইলে চলব? জ্ঞান অর্জন করতে হইব না?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

বেকার সব ০০৭ বলেছেন: গাড়িতে চালকের পাশে বসলে আপনার সমস্যা কি ?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

দিশার বলেছেন: এটা একটা সেনাবাহিনী ঐতিহ্য , আর কিছু না।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

নষ্ট কাক বলেছেন: কি অশ্লীল !
আপনার চোখ এত দিকে ছুটে কেন ? =p~

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০১

রাজীব বলেছেন: আমাদের দেশের সাধারন মানুষ মনে করে সামনের সিটে বসলে ড্রাইভারের পাশে বসা হয়, সেটি ইজ্জতহানীর কারন এবং পিছনের সীট সম্মানীয়। তাই আমরা সবসময় পিছনে বসি (ছেলে হোক বা মেয়ে)। আপনি বিভিন্ন সরকারী-বেসরকারী বা সাধারন কোন গাড়িতে দেখবেন ড্রাইভার সামনে ও মালিক পিছনে বসা।

কিন্তু সামরিক বাহিনী মনে করে সামনের সীট টি ইজ্জতদার (আরবেও একই রকম, আমারা যখন ছোট ছিলাম বাবার কোন বন্ধু গাড়িতে উঠলে সামনের সীট টি ছেড়ে দিতে হতো)। একই ভাবে সামরীক অফিসারের স্ত্রীও জানে সামনের সীট টি ইজ্জতের প্রতীক। আর স্ত্রীতো সবচেয়ে ইজ্জতদার সীটেই বসবে, নাকি??

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

ডাসট ইন দা উইনড বলেছেন: সবাই ভুল বললেন.....

জীপের সামনের আসনটা মহিলাদের বসার জন্য উপযুক্ত.....সামরিক জীপগুলোর পেছনের সীট মুখোমুখি আর জীপের মেঝের সাথে প্রায় লাগানো, আর পেছনের দরজা মাটি থেকে অনেক উপরে......এই জন্য শাড়ী বা সালোয়ার পরা মহিলাদের পক্ষে পেছনের সীট কোনভাবেই উঠে বসা সম্ভব নয়....

তবে সামরিক জীপ যদি হয় ৫ দরজার (নিশান পেট্রোল বা পাজেরো) বা সেডান টাইপের গাড়ি হলে চালকের পেছনই মহিলা যাত্রীরা বসেন

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

বারিদ কান্তার বলেছেন: অরে বাবারে এখানে তো দেখি সব বুদ্ধিজীবী! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.