নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

বিল গেটস এর বাড়ি-- Xanadu 2.0

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪১

বিল গেটস। টানা দির্ঘ সময় ধরে পৃথিবীর সর্বোচ্চ ধনি। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও। আমরা সবাই কম বেশি এই ভদ্রলোক সম্পর্কে জানি। তবে আমরা কি জানি তার বাড়িটি সম্পর্কে??



বিলগেটস এর এই বাড়িটি আমেরিকার ওয়াশিংটনের মেডিনাস্থ লেকওয়াশিংটন হ্রদের কোল ঘেষে অবস্থিত। বাড়িটি Xanadu সিরিজের একটি বাড়ি। বলে রাখা ভাল এই সিরিজের বাড়িগুলোর নির্মান শৈলি সম্পুর্ন আলাদ। সাদামাটা বাড়িগুলর মধ্যে ইন্টেরিয়রের সথে খুব আল্ট্রা ইলেকট্রনিক্স এবং কম্প্টিউটার সিস্টেম ব্যবহার করা হয় এই বারি গুলে নির্মান করতে।

এখন পর্যন্ত ২.০ সিরিজের এই একটি বাড়িই নির্মান করা হয়ছে।



প্রায় ৬৬,০০০ স্কয়ারফিট এর এই বাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৭ বছর এবং খরচ হয়েছে ৬৩ মিলিয়ন ডলার। (অন্যান্য হিসাবে কমই আছে)। বসের যেই পরিমান অর্থকরি আছে তাতে এটা কোন ব্যাপারইনা।

পুরো বাড়িটি প্যাসিফিক লজ স্টাইলে নির্মান করা হয়েছে। এই ধরনের বাড়িগুলো সাধারনত দ্বিতল এর বেশি হয় না। এখানে ব্যবহার করা হয়েছে প্রায় ৫০০ বছর পুরানো ডগলাস ফির নামক কাঠ দিয়ে বানানো। যা পাওয়া গিয়েছিল পরিত্যাক্ত একটি অতি পুরাতন কাঠের ইয়ার্ডে। এছারা ছাদগুলোতে দেয়া হয়েছে বিষেশ ধরনের স্টিল এর সিট।



এবার আসি মুল বাড়িটিতে কি কি কমন ফিচার রয়েছে তা নিয়ে

১) সু্ইমিং পুল:-



৩৯০০ স্কয়ার ফিট সাইজের সুইমিং পুলটির আকার ১৭ ফিট বাই ৬০ ফিট। পুলটিতে একটি আন্ডার ওয়াটার সাউন্ড সিস্টেম আছে। এছারা সাতারু একটি কাচের দেয়ালে পাশে ডাইভ করতে পারে।

২) ব্যায়ামাগার:-



প্রায় ২৫০০ স্কয়ার ফিট এর একটি ব্যায়ামাগর আছে। এতে সোনা, স্টিম রুম, পুরুষ এবং মহিলাদের আলাদা লকার, এবং একটি ট্রাম্পোলিন রুম আছে ২০ ফিট উচু। (সম্ভবত এইটা তার মেয়ের জন্য)

৩) লাইব্রেরি:-



২১০০ স্কয়ারফিট এর উপর অবস্থিত এই লাইব্রেরিটি। পুরো লাব্রেরিটির দেয়ালে খুব চমৎকার করে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে। এখানে খুব দামি এবং কিছু গুরুত্বপুর্ন বই রয়েছে। যেমন লিওনার্দ দ্য ভিঞ্চি এর ১৬ শতকের নোটবুক ''the Codex Leicester '' যেটি তিনি প্রায় ৩০ মিলিয়ন ডলার খরচ করে কিনেছেন। যা তার পুরো বাড়ি বানানো অর্ধেক খরচ।

৪) সুবিশাল সিড়ি:-



প্রায় ৯০ ফিট লম্বা এবং ৬৩ ফিট উচু সিড়ি টি ৮০ টি স্টেপে সজ্জিত। সিড়িটি শুরু হয়েছে সুইমিংপুল থেকে এবং শেষ হয়েছে একবোরে নিচে গিয়ে।

৫) মুভি থিয়েটার:-



১৫০০ স্কয়ারফিট আয়তন গেটস সাহেবের মুভিথিয়েটারটির। এতে ২০ জন একসাথে বসে মুভি উপভোগ করতে পারবে। এছারা এতে রয়েছে অত্যাধুনিক চেয়ার, পপকর্ন মেশিন এবং এর স্ক্রিন এইচডি।

৬) ডাইনিং স্পেস:-

১০০০০ স্কয়ার ফিটের ডাইনিং স্পেসে ২৪ জন লোক অনায়সে বসে খাবার আহার করতে পারবে। এবং এর সাথেই একটি ৩৯ ফিট বাই ২৩ ফিটের একটি কিচেন রয়েছে।

৭) অফিস:- ঠিক রিসেপশন হলের উপরেই রয়েছে ১৯০০ স্কয়ার ফিটের অফিস, কনফারেন্স এবং কম্পিউটার রুম।

৮) রিসেপশন হল:- রিসেপশন হলের সাইজ ২৩০০ স্কয়ার ফিট। আন্ডার গ্রাউন্ড পার্টি সেন্টার সহ ২০০ লোকের পার্টি করার সুব্যবস্থা। এর একপাশের ওয়ালে ৬ফিট প্রসস্ত একটি ফায়ার প্লেস রয়েছে। এছারা অন্যা ওয়ালে রয়েছে একটি ২২ ফিট লম্বা টিভি সেট। যেটি ২৪ টি ৪০ ইঞ্চি টিভি দিয়ে তৈরি করা হয়েছে। এছারা এর সাতে একটি কমার্শিয়ল গ্রেডের কিচেন রয়েছে।



এবার জানি বাড়িটি সম্পর্কে কিছু স্পেশাল ফিচার

১) কয়েক মাইল লম্বা কমিউনিকেশন কেবল রয়েছে যার বেশির ভাগই অপটিক্যাল ফাইবার ক্যাবল। প্রত্যেকটি রুমে রয়েছে টাচ সেনসেটিভ লাইটিং, মিউজিক এবং ক্লাইমেট চেঞ্জিং সুইচ বোর্ড। তার মানে পুরো বারিতে কোন ভিজিবল সুইজ বোর্ড নেই।

২) এখানে আসা প্রত্যেক ভিজিটর কে একটি ছোট একটি ইলেকট্রক্সি পিন পরিধান করতে হয় যাতে সে যখন যে রুমে যাবে তখন সেন্সর তার শরিরের তাপমাত্রা এনালাইসিস করে অটোমেটিকেলি এসি টেম্পারেচার কন্ট্রোল করবে। এছারা লাইট এর উজ্জলাত এবং ভিজিটর এর অবস্থান নির্ধারন করার জন্য এই পিনটি কাজে লাগে।

৩) কিছু দরজা এমন ভাবে ওয়ালের সাথে ফিনিশিং করা হয়েছে যে ধাধায় পরে যেতে হবে আসলে দরজাটা কোথায়।

৪) মুল গেইট টি আগত গাড়ির পরিচিতি স্ক্যান করে অটোমেটিকেলি খুলে যায়। যদি কোন অপরিচিত গাড়ি মুল গেইটে আসে তাহলে এই গেইট খুলবে না কারন সেন্সর তাকে চিনে না।

৫) পুরো বারিটাতে বেডরুম আছে ২২ টা আর বাথরুম আছে ২৪ টা!!! :| :| :|





এক কথায় বিলগেটস তার মনের মত করে বাড়িটি সাজিয়েছেন। এখানে তার প্রতিটা চাহিদা এবং তার ব্যাক্তিগত স্বচ্ছন্দতা পুরোণ করা হয়েছে। বাড়িটি তার আভিজাত্য এবং অসাধারন রুচির বহিপ্রকাশ।



এখন প্রশ্ন হচ্ছে এত কমখরচে কিভাবে এটি করা হল?



আমি ঢাকাতে ৩ টি এবং চট্টগ্রামে ২ টি বাড়ির কাজ করেছি। আমরা যে ডিজাইনে কাজ শুরু করেছিলাম। দেখা যেত মালিক তার মনের মত করে বানাইতে গিয়া উল্টাপাল্ট করে পুরোটা গুবলেট করে ফেলসে।

কিন্তু আমাদের গেটস সাহেব টেকনিক্যাল বিষয় গুলো ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টে এর উপর ছেরে দিয়ে তিনি শুধু তার চাহিদা গুলোর দিকে নজর দিয়েছেন। ফলে একটা চমৎকার বাড়ি খুব কম খরচে নির্মান করা সম্ভব হয়েছে।







এর পরের পোস্ট আসছে আম্বানি সাহেবের ২ বিলিয়ন ডলারের আন্তিলিয়া

নিয়ে। সাথে থাকুন। দারুন সব বাড়ির খোজ পেয়েছি। সবগুলো ব্লগে নিয়ে আসার ইচ্ছে আছে ইনশাআল্লাহ।







মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

বিডি আইডল বলেছেন: যে কেউ ৩৫০০০ ডলার খরচ করে এই বাড়ী ভ্রমণ করতে পারে। টাকাটা বিলের চ্যারিটি ফাউন্ডেশনে যায়

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: এই ইনফেটি জানতাম না। ধন্যবাদ জানানোর জন্য।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

আর কতো বলেছেন: বিডি আইডল ভাইঃ ৩৫০০০ ডলার থাকলেতো আমার নিজেরই একটা বাড়ি থাকতো। B:-/

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: আফসোস কইরেননা ভাই। আমিও আপনার দলে। নিজের বাড়ি নাই তো কি হইছে পরেরটা দেইখা শান্তি লই।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

ম্যাংগো পিপল বলেছেন: সুন্দর পোস্ট। আম্বানির বাড়ি দেখার অপেক্ষায়..................

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। আম্বানির বাড়ি সামনে আসছে।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: অসাধারণ বর্ননা। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব।
টাকার অংকগুলি পড়ার সময় চোখে সমস্যা হচ্ছিলো। ভাল থাকবেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ। আসলে অন্য বাড়িগুলোর সামনে এই টাকার অংক কিছুই না। আশা করি সামনের পোস্ট গুলো পরবেন।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

মুক্তকণ্ঠ বলেছেন: ভালো লেগেছে। কিন্তু "৩৯০০ স্কয়ার ফিট সাইজের সুইমিং পুলটির আকার ১৭ ফিট বাই ৬০ ফিট" এই হিসাবটা বুঝলাম না।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্য। আসলে সুইমিং পুল এরিয়ার জন্য বরাদ্দ হচ্ছে ৩৯০০ স্কয়ার ফিট।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

মুহিব বলেছেন: লাইব্রেরিটা পছন্দ হয়েছে। আমারও একটা ছোট্ট লাইব্রেরি করার ইচ্ছা যার ওয়াল থাকবে বইয়ে ঠাসা আর শুধুমাত্র জানালাটা খোলা থাকবে। অনেকটা এখানের লাইব্রেরির মত।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮

বশর সিদ্দিকী বলেছেন: ওনার লাইব্রেরিটা বানানো হইছে বই রাখার জন্য না। খুব দামি কিছু কালেকশন রাখার জন্য। তবে আপনার লাইব্রেরির জন্য শুভ কামনা। আমার একটা আছে। তবে কালেকশন বারানো চেস্টা করতেছি।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট!

ভালা লাগছে, অনেক কিছু জানছি

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

বশর সিদ্দিকী বলেছেন: নাইস কমেন্ট।

জানাতে পেরে ভাল লাগল।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কত কম খরচে কত রুচিশীল একটা বাড়ি বানিয়েছেন গেটস্‌! আবার দেখলে মনে হয় প্রকৃতির মাঝে মিশে আছে বাড়িটা। আর আম্বানি পৃথিবীর সবচেয়ে দামী বাড়িটি বানিয়েছেন বস্তির মধ্যে, আর কি জঘন্য তার চেহারা। আসলে টাকা থাকলেই মানুষ রুচিশীল হয়ে যায়না, ওটাই তার উদাহরন।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

বশর সিদ্দিকী বলেছেন: আমি সেটাই বুঝাতে চাইছি। বাড়িটিতে আমাদের অনেক কিছু শিখার আছে বিষেশ করে যারা সামনে বাড়ি করতে যাচ্ছেন।

অনেক ধন্যবাদ আপনার কমেন্টএর জন্য।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩

মদন বলেছেন: +++++++++++++++++++++++

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভালো লাগল, পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

বশর সিদ্দিকী বলেছেন: লিখা শুরু করতেছি। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

bangal manus বলেছেন: B:-) B:-) B:-)

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: :-B :-B :-B B:-/ B:-/ B-)) B-))

১২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪

রাহাত ইমাম বলেছেন: +++++++

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মেঘলা মানুষ বলেছেন: লেখাটা অনেক পরিশ্রম করে লিখেছেন, ভালো লাগলো।
তথ্যের জন্য লিংক এম্বেড করেছেন, সেটা আরও চমৎকার লাগলো, বোঝা যায় অনেক ডেডিকেশন নিয়ে লিখেছে।

কিছু দৃষ্টিকটু বানান ভুল চোখে পড়ে: বারি কে বাড়ি লিখলে ভালো হয়। আপনি প্রচুর দীর্ঘ-ঈ কে হ্রস্ব-ই লিখেছেন। এগুলো ঠিক করে ফেললে লেখাটা আরও সুন্দর লাগবে; আপনার এই পোস্ট অনেকের প্রিয়তে যাবে, মানুষ আরও পরবে সামনের দিনগুলোতে।

ভাল থাকুন, শুভেচ্ছা :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

বশর সিদ্দিকী বলেছেন: আমি বাংলাতে এতটা ভাল না। বাংলাতে লেখালেখি করেছি আরো ৭-৮ বছর আগে । এর পর আর বাংলা লিখা হয়নাই তাই বাংলাতে অনেক বানান ভুল হচ্ছে। এটা আমাদের শিক্ষা ব্যাবস্থার দোষ বলতে পারেন। যেখানে বাংলার কোন চর্চা থাকে না সেখানে সেটা ভুলেযাওয়াটা স্বাভাবিক।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য।

শুভেচ্ছা।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মেঘলা মানুষ বলেছেন: *পরবে =পড়বে

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেবার জন্য

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

ferrari_ বলেছেন: পুরা লক খায়া গেলাম ভাই B:-/ ++

পরের পোস্টের অপেক্ষায় রইলাম

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।
পরের পোস্টে ইনশাআল্লাহ লক খুলবে আশা রাখি।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮

নেক্সাস বলেছেন: জটিল ভাই।

বিলের কোন বিবাহযোগ্য মেয়ে নাই? :)

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: আপনার সাহস তো কম না। আমার জিনিষেদিকে হাত বারাইছেন।

ফুডু দিলাম দেইখা লন। তয় কাইত হইয়া পইরেন না।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মুহিব বলেছেন: আপনার লাইব্রেরিতে নিচের লিংকের বইটা কখনও থাকলে ভাল লাগবে।

http://www.rokomari.com/book/63579

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

বশর সিদ্দিকী বলেছেন: বইটি আামর কালেকশনে নাই। তবে অবশ্যই আমি বইটি কালেকশন করব। নেক্সট বই কিনতে গেলে অবশ্যই এটি লিস্টে রাখব ইনশাআল্লাহ।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

ভাইটামিন বদি বলেছেন: ভাল লাগল:)

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

বশর সিদ্দিকী বলেছেন: আপনার ভাল লাগল জেনে আমারও ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.