নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবির সর্ব বৃহৎ উল্কার আঘাত গুলো

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০



আমাদের এই সুন্দর পৃথিবীতে সবসময়ই কোন না কোন উল্কা পিন্ড এসে পরছে। কিন্তু এর বেশির ভাগই বায়ুমন্ডলে পুরে ছাই হয়ে যায়। তাই সব সময় এগুলো আঘাত হানতে পারেনা। যদিও কোন একটি পৃথিবীর কাছাকাছি এসে পরে তাহলে তা বায়ুমন্ডলের সাথে ঘর্ষনের ফলে ক্ষয় প্রাপ্ত হয়ে ছোট হয়ে যায় ফলে যত বড় ক্ষতি হওয়ার কথা তা করতে পারে না। তার পরও কিছু ব্যাতিক্রম ঘটে যায়। কিছু বড় উল্কা আঘাত করে ফেলে পৃথিবীতে। ঘটায় ভয়াভহ সব দুর্ঘটনা। আজ এরকম কিছু ভয়াবহ উল্কাঘাত নিয়ে লেখার চেস্টা করব।



১০) Barringer Crater, Arizona, USA



বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন এই এলাকায় অবস্থিত। প্রায় ৫০,০০০ বছর আগে একটি ১৬০ ফিট ব্যাসের উল্কা এখানে আঘাত হানে। আঘাতের ফলে সেখানে প্রায় ১ মাইল ব্যাসের এবং ৬০০ ফুট গভির একটি গর্ত হয়ে যায়। বিজ্ঞানিরা বিশ্বাস করেন এখানে যে উল্কাটি আঘাত হেনেছিল তার গাতি ছিল ২৮০০ মাইল প্রতি ঘন্টায়। এর আঘাতের ফলে যে বিস্ফোরনে সৃস্টি হয়েছিল তা হিরোসিমায় আঘাত করা আনবিক বোমার চেয়ে ১৫০ গুন বেশি শক্তি শালি ছিল।



৯) Lake Bosumtwi Crater , Ghana



যখন আপনি চমৎকার একটি একে বারে পাফেক্ট গোল লেকের পারে দারাবেন তখন একটা ব্যপার আপনাকে না খুচিয়ে ছারবেনা আচ্ছা এই লেকটি এত পারফেক্ট গোল হল কিভাবে। ঘানায় অবস্থিত প্রায় ৫ মাইল ব্যাসের এই লেকটি আসলেই আপনাকে এরকম প্রশ্নের সম্মুখিন করবে। প্রায় ১৩০০০০০ বছর আগে একটা ৫০০ ফিট ব্যাসের উল্কার আঘাতের ফলে আসলে এই লেক নামক বিশাল গর্তটির সৃস্টি। এটা নিয়ে গবেষনা খুব কম হয়েছে কারন এর পাশে রয়েছে খুব গভির ঘন বন আর এর মধ্যে বাস করা বিভিন্ন রকমের আদিবাসিদের কুসংস্কার।



৮) Mistastin Lake, Labrador, Canada



প্রায় ৩৮০০০০০ বছর আগে এই উল্কাটি আঘাত হেনেছিল। এটি একটি ১১ মাইল উপবৃত্তকার ব্যাসের এবং প্রায় ৭ মাইল গভির একটি গর্ত। তবে এটি বাইরে থেকে বুঝা যায় না কারন এটি ঢেকে আছে প্রচুর পরিমান হিমবাহ। এটি নেচারালি একমাত্র উপবৃত্তকার গর্ত। ধারনা করা হয় উল্কাটি কিছুটা এঙ্গেল করে আঘাত করেছিল ফলে সকল গর্তের মত এটি গোল হয়নি। সবচেয়ে মজার ব্যাপার হল এর ঠিক মাঝ বরাবর একটি ছোট দ্বিপ এর মতন রয়েছে। ধারনা করাহয় উল্কা পিন্ডটির মাঝখানে বড় ধরনের একটি গর্ত ছিল যার কারনে ওখানকার মাটি প্রচন্ড চাপে পরে উপরে উঠে যায়। তবে এটি এখনো একটি বিশাল সহস্য যে কিভাবে একবারে মাঝখানে এই দ্বিপটির সৃস্টি হল।



৭) Gosses Bluff, Northern Territory, Australia



মাটি এবং আকাশ দুই দিক থেকে দেখতেই এই গর্তটাকে চমৎকার লাগে। প্রায় ১৪২০০০০০০ বছর আগে এই দুর্ঘটনাটি ঘটেছিল। এতে প্রায় ১৫ মাইল ব্যাস এবং ১৬০০০ ফিট গভির একটি গর্তের সৃস্টি হয়। ধারনা করা হয় উল্কা পিন্ডটি প্রায় ৪০০০০ মাইল প্রতি ঘন্টার গতি বেগে পৃথিবীতে আঘাত হেনেছিল। এর বিস্ফোরনের শক্তি ছিল প্রায় ২২০০০ মেগাটন টিএনটি র বিস্ফোরনের সমান। এই বিস্ফোরনের ফলে এর আশেপাশের এলাকার জিববৈচিত্র মারত্মক হুমকির মুখে পরে। আশে পাশের পুরো এলাকা এখনো বিরান এবং মরুভুমির মত হয়ে আছে।



৬) Clearwater Lakes, Quebec, Canada



এতোক্ষন তো সবগুলা একটা একটা দেখসেন এইবার আসেন একসাথে এক জোরা দেখি(দুস্টু বালকেরা অন্যকিছু মনে করলে আমার কিছু করার নাই;);););))। প্রায় ২৯০০০০০০০ বছর আগে এই ঘটনা ঘটেছিল। মনে করা হয় উল্কাপিন্ডটি বায়ুমন্ডলে ঢুকার পর দুই টুকরা হয়ে একই সাথে আঘাত হানার ফলে এই দুইটা বিশাল গর্তের সৃস্টি হয়েছে। এখন এর বেশির ভাগ এলাকাই হিমবাহদের দখলে। প্রায় ৫৭৪ ফিট গভির এবং ৫৮৪ স্কয়ার মাইল এলাকা জুড়ে গর্তটা তৈরি হয়। ধারনা করা হয় একটা খন্ডের ব্যাস ছিল ২৬ কিলোমিটার এবং আর একটার ব্যাস ছিল ৩৬ কিলোমিটার।



৫) The Tunguska Explosion, Siberia, Russia



ব্লগার বীরেনদ্র এর একটি চমৎকার পোস্ট আছে এই বিষয় টি নিয়ে

টাঙ্গুস্কা বিস্ফোরন- যে রহস্যের আজও উত্তর মেলেনি ( The unravelled Mystery of Tunguska Explosion)



এছারা ব্লগার মেহেদী আনোয়ার এর রহস্যময় টাঙ্গুস্কা বিস্ফোরণ বা Tunguska Event (পর্ব ০১) সিরিজটি পরে দেখতে পারেন। অনেক ডিটেইলস লেখা আছে।



৪) Manicouagan Crater, Canada



এইটা প্রায় ২১২০০০০০০ বছর আগে তৈরি হইছে। একটা ৩ মাইল প্রস্থের গ্রহানু সজোরে পৃথিবীতে আঘাত করার ফলে এই গর্তটা তৈরি হইছে। এর ব্যাস প্রায় ৬২ মাইল। দীর্ঘ দিন যাবত হিমবাহ, বাতাস এবং অন্যান্য প্রাকৃতিক কারনে এটি আস্তে আস্তে প্রায় পুর্ণ হয়ে গেছে। মজার ব্যাপার হল এটির চারপাশে এখনো একটা সার্কেলের মত গর্ত রয়ে গেছে। মনে হচ্ছে আদি কালে যে রাজাদের ক্যসেল গুলো বানানো হত তার মত করে একটা ক্যাসল বানানো যাবে যার চারপাশে থাকবে পানি।



৩) Sudbury Basin, Ontario, Canada



কানাডার সাথে উল্কার মনে হয় একটা ভাল সম্পর্ক আছে।;);)। এটা প্রায় ১.৮৫ বিলিয়ন বছর আগে Paleoproterozoic সময়ে পৃথিবীতে আঘাত হেনেছে। এটি মোটামুটি ৪৬ মাইল লম্বা , ১৬ মাইল প্রস্থে এবং ৯ মাইল গভির। এখানে এখন প্রায় ১৬২০০০ লোক বসবাস করছে। কারন এর নিচে রয়েছে নিকেলের একটি চমৎকার খনি যা এই উল্কা পতের ফলে সৃস্টি হয়েছে। ধারনা করা হয় পৃথিবীর মোট চাহিদার ১০% নিকেল এখান থেকে যোগান দেয়া সম্ভব।

এছারা ভুপৃষ্ঠে এত বড় আঘাতের ফলে ম্যগমা নির্গত হয়ে এখানে কপার , প্লাটিনাম , পালাডিয়াম এবং স্বর্নের খনির সৃস্টি হয়েছে।



২) Chicxulub Crater, Mexico



মনে করা হয় আমাদের ডাইনেসর বাবাজিদের পৃথিবীথেকে চিরবিদায় নেয়ার এইটা একটা কারন। এই উল্কাটার সাইজ ছিল আমাদের এখনকার ছোটখাট একটা শহর এর সাইজ। এর বিস্ফোরোনের পরিমান ছিল ১০০ টেরাটন এর টিএনটির সমান। যেখানে আমাদের হিরোসিমা বিস্ফোরোনের মাত্রা ছিল মাত্র ২০ কিলোটন টিএনটির। ১০৫ মাইল ব্যাসের একটা বিরাট গর্তের সৃস্টি হইছে এর ফলে। এটা পৃথিবিতে আঘাত করার সাথে সাথে প্রথমে হয় ভয়াবহ ভুমিকম্প,তার পর শুরু হয় অগ্নুৎপাত আর ফিনিশিং দেয় কল্পনার বাইরে সুনামি। মোটামুটি পৃথিবীতে ছোটখাট একটা কেয়ামত হয়ে যায়।



১) Vredefort Dome, South Africa



এটা প্রায় ২ বিলিয়ন বছর আগে ঘটছে। উল্কা পিন্ডটার সাইজ ছিল প্রায় ৫-১০ কিলেমিটার ব্যসের। মোটামুটি ১৮৬ মাইলের একটা গর্ত তৈরি করছে এই উল্কা পিন্ডটা। তবে ওই সময় পৃথিবিতে প্রানের এত বিপুল সম্ভার না থাকায় প্রানিকুলের এতটা ক্ষতি করতে পারে নাই। এত সময় পর এর বেশির ভাগই এখন মুছে গেছে। যা আছে তা মহাকাশ থেকে সবচেয়ে ভাল দেখা যায়। এটার আঘাত এতই ভয়ানক ছিল যে মনে করা হয় এটা পৃথিবীর সম্পুর্ন ভুচিত্র পরিবর্তন করে দেয়। পুরো মহাদেশ গুলো আলাদ করে দেয় এবং অনেক নতুন ভুমির সৃস্টি হয় এবং অনেক পানিতলে চলে যায়।









পোস্টটি আমার আর একটা ওয়াচে থাকা আইডি ইঞ্জি: বশর ছিদ্দিকি তে আগে প্রকাশিত।প্ প্রথম পেইজে এক্সেস পাবার জন্য এই সেইফ আইডিতে পুনরায় প্রকাশ করলাম। যারা আগে পরেছেন তাদের সময় নস্ট করার জন্য দুঃখিত। আর যারা নতুন করে পরছেন তাদেরকে কমেন্ট বক্সে আপনার মুল্যবান মতামত রেখে যাবার বিনিত অনুরোধ রইলো।



মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

এম আর ইকবাল বলেছেন: ভাল লাগলো ।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১২

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভালো লাগাতে পেরে।

২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগলো। তথ্যসমৃদ্ধ পোষ্ট, জানলুম অনেক।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।


একটা বিষয় খেয়ল করেছেন কিনা জানিনা। নির্বাচিত পাতায় লেখা কি চোখ বন্ধ করে নির্বচন করা হয়??

আলতু ফালতু পোস্ট নির্বাচিত হয় অথচ ভালো পোস্ট গুলো চোখের কোনা থেকে হারিয়ে যায়।

দুঃখ পাইলাম।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

বিল্লা বাবা বলেছেন: +++++++++++++

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৫

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

ভবঘুরের ঠিকানা বলেছেন: এ ধরনের পোস্ট পড়ার জন্যই সামুতে আসি। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর তথ্যসমৃদ্ধ পোষ্ট পাব আপনার কাছ থেকে।


অনেক শুভকামনা রইল।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

বশর সিদ্দিকী বলেছেন: ইনশাআল্লাহ। চেস্টা করছি। আরো কিছু পোস্ট রেডি করছি। ইদের মধ্যেই প্রকাশ করব। ইদের পর আর সময় পাবো কিনা জানিনা। তাই চেস্টা করব আগেই প্রকাশ করার জন্য।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৮

ঘুমন্ত আমি বলেছেন: সব দেখি বিলিয়ন মিলিয়ন বছর আগের কাহিনী বর্তমানে উল্কারা আমাদের সাথে রাগ করছেনি ! ভালো লাগলো পোষ্টটি।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭

বশর সিদ্দিকী বলেছেন: এই জন্যই লিখলাম। উল্কা আর আসেনা। দুইটা ছোট খাচ উল্কা আইসা একটা হাসিনা আর একটা খালেদার মাথার উপর পরতে পারেনা??

৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল এবং তথ্যসমৃদ্ধ পোষ্ট

++++++

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

অস্পিসাস প্রেইস বলেছেন: সুন্দর পোস্ট!

"ভবঘুরের ঠিকানা বলেছেন: এ ধরনের পোস্ট পড়ার জন্যই সামুতে আসি। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর তথ্যসমৃদ্ধ পোষ্ট পাব আপনার কাছ থেকে।" সহমত।

"+++++++"


ঈদের আগেই বাকিগুলো রেডি করে ব্লগে ছেড়ে দিন। শুভ কামনা।।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

বশর সিদ্দিকী বলেছেন: বাকি গুলো লিখা চলিতেছে। শেষ হলেই পোস্ট আকারে চলে আসবে।

এই পোস্ট নির্বাচিত হয় না হয় ছাইপাশ পোস্ট। এইটা দেইখা দুঃখ পাইলাম।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সেই অবস্থা দেখি, সুন্দর পোস্ট!

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

অস্পিসাস প্রেইস বলেছেন:

আমার পোস্টে আপনার কমেন্টের প্রতিউত্তরে লিঙ্ক দিয়ে দিয়েছি। কেউ আমার ব্লগে এলে আপনারটাও খুজে পাবে।

শুভ কামনা।।

১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮

আমাবর্ষার চাঁদ বলেছেন: আনেক ভালো..................
নতুন কিছু জানতে ভালই লাগে.............

ধন্যবাদ.............

১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

নিয়েল হিমু বলেছেন: জাস্ট বিস্মিয় নিয়ে পড়লাম ।

১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার পোস্ট।

তবে, আশ্বস্ত হচ্ছি এই ভেবে যে, পৃথিবীতে উল্কাপিণ্ডের আঘাতের ঘটনা নিকট অতীতে ঘটে নি ;) আবার কতো লক্ষ বছর পরে ঘটবে তা অবশ্য গবেষণার বিষয়। একটা নাকি ২৮৫০ সালের দিকে পৃথিবীর দিকে আসতে পারে?

ভালো থাকুন। ইদ মোবারাক।

১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৫

বশর সিদ্দিকী বলেছেন: উল্কাপিন্ড তো আসলে কোন টাইম সিকোয়েন্স মেনে আসে না। ঘুরতে ঘুরতে যদি পৃথিবীর কাছাকাছি চলে আসে বা তার গাত পথে যদি পৃথিবী পরে যায় তাহলে একটা কলাইশন হয়। তবে ২৮৫০ সালের ব্যাপারটা সঠিক জানিনা। ধন্যবাদ কমেন্টস এর জন্য।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ পোস্ট, অনেক কিছু জানলাম ! :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো পোস্ট।

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শিক্ষণীয় পোস্ট। নতুন কিছু জানলাম।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

নাভিদ কায়সার রায়ান বলেছেন: জোশ! :-B

লাইক বাটন কাজ করে নাই।

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

বশর সিদ্দিকী বলেছেন: সমস্যা নাই। কমেন্টস তো করছেন। এটাই অনেক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.