নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

নতুন কিছু মুভির রিভিউ

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

নতুন কিছু মুভি দেখলাম গত সপ্তাহে। তাই তাদের নিয়ে লিখে ফেললাম।:)



০১) Man of Steel



সুপারম্যান দেখেননাই এমন মানুষ খুব কম আছেন। ছোট বেলায় প্রথম যখন মুভিটা দেখি তখন আমার ছোট কাকারে জিজ্ঞাস করসিলাম কাকা এই বেডায় প্যান্টের উপর লাল একটা জাইঙ্গা পরছে কেন?? নতুন মুভিটার পোস্টার দেইখা আমি সেই লাল জাইঙ্গাটার খোজ করলাম। দেখি নাই। আগের স্টুপিড কস্টিউমটা চেন্জ করছে সাথে নায়কের লেডিস ভাবটাও কিছুটা দুর করছে। হেনরি কেভিল সুপারম্যান হিসাবে ভাল অভিনয় করেছে। তার বডিশেইপটা দুর্দান্ত লাগছে। তবে আমার সবচেয়ে ভাল লেগেছে এমি এডামস রে। তেনারে আবার আমি বিশেষ ভালা পাই :#> :#> :#> । মুভির শুরুর কাহিনি এবং ভিলেন গুলোর বডি ল্যাংগুয়েজ ভাল হয়েছে। আগেরটার স্টুপিডিটি অনেকটা কাটছাট করছে। যেমন ছোটবেলার কাহিনি গুলা হাল্কা করে ছোয়া দিয়ে গেছে। তাছারা সুপারম্যনের বাবা হিসাবে রাসেল ক্রো অসাধারান কাজ করেছেন। রাসেল ক্রোকে আমার বরাবরই খুব ভাল লাগে। স্পেসশিপগুলোর ডিজাইনগুলোও কিছুটা ভিন্নতা আনার চেস্টা করছে।



ডাউনলোড লিংকু( টরেন্ট )



০২) Pacific Rim



সাইফাই ঘরনার মুভি। ভিনগ্রহের প্রানি সমুদ্রের খুব গভির একটা অঞ্চলে পৃথিবীর সাথে একটা ওয়ার্ম হোলের মাধ্যমে কানেকশন সৃস্টি করেছে। এবং এর সাথে পৃথিবী দখলে নেয়ার জন্য অতিকায় কিছু প্রানিকে ধংসলিলা করার জন্য পৃথিবিতে পাঠাচ্ছে।



আর পৃথিবীর মানুষ তাদের মোকাবেলা করার জন্য তৈরি করেছে দৈত্যকায় কিছু রোবট যাদের চালনা করা হয় মানুষের দ্বারা। তবে মজার ব্যাপার হল একটা রোবটকে কিভাবে দুইজন একই সাথে কন্ট্রোল করবে তার একটা ভাল ব্যাখ্যা দেয়া হয়েছে। তবে সমুদ্র থেকে উঠে আসা প্রানিগুলোকে ঠেকানোর জন্য কোস্টাল ওয়ালের আইডিয়াটা স্টুপিডিট লাগছে। এর চেয়ে ভাল কিছু আইডিয়া করতে পারত।ইদ্রিস এলবার অভিনয় ভাল লেগেছে। মুভিতে প্রচুর জাপানি শব্দ ব্যবহার করা হয়েছে। সাইফাই ঘরনার মুভি যাদের ভাল লাগে তারা দেখে ফেলতে পারেন।



ডাউনলোড লিংকু



০৩) The Lone Ranger



মুভিটা প্রথম দেখে যা বুঝেছি পরের বার দেখে খুব খারাপ লাগছে। পরিচালকের আসল মেসেজটা বুঝতে পেরেছি। আজকের আমেরিকার আমেরিকা হয়ে ওঠার গল্প। তবে কিছুটা বানানো। আজকের আধুনিক আমেরিকা যাদের রক্ত আর লাশের উপর নির্মিত সেই রেড ইন্ডিইয়ানদের একজন সদস্য টন্টো। যে তার জীবনের কাহিনি বলে একটা ছোট বালককে। যে পরিবারের সকল সদস্যকে হারিয়েছে ছোট একটা ঘরির লোভে। যে প্রতিশোধের নেশায় জেলখানায় যেতে এবং প্রচন্ড অত্যাচারের মধ্যেযেতে দিধা করেনি। এবং এক সময় হার মানতে হয়েছে নতুন আগত সভ্য নামক অসভ্য কিছু কুটচালকারি এবং লোভি মানুষের কাছে।



জনিডেপ মুলত টন্টো চরিত্রে অভিনয় করেছে। যার মাথায় মৃত একটি কাকের মমি এবং মুখে সাদাকালোর একটা কারুকাজ করা থাকে। তবে লোন রেঞ্জারকে আমার মোটেও ভাল লাগে নাই। বেটা কামনাই তো খই ভাজ অবস্থা হইছে পুরা মুভিতে। তবে পরিচালক তার মুল মেসেজটা দিতে পারছেন এটাই আমার মনে হয় তার সার্থকতা।



ডাউনলোড লিংকু





০৪) Elysium



ম্যাটডেমন এর একটা সাইফাই। ওয়ান ম্যান শো। পুরোটাই তাকে ঘিরে। তবে ইলেসিয়ামের আইডিয়াটা কিছুটা হ্যলো গেমের হ্যালো সিস্টেমের সাথে মিলে যায়। মুল কাহিনি হল প্রচন্ড যুদ্ধের কারনে পৃথিবীর আবহাওয়া অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ায় পৃথিবির অরবিটে অত্যান্ত বৃহৎ একটি রিংএর মত কৃত্তিম গ্রহ তৈর করা হয়েছে। সেখানে যারা থাকে তারা সকল সুবিধাদি পায় যেমন, মেডিক্যল সুবিধা, উচ্চাভিলাষি থাকা সুব্যবস্থা সহ আরো অনেক কিছু। তবে আমাদরে নায়ক সাহেব একটা এক্সিডেন্টের ফলে তার সেখানকার মেডিফিকেশন খুব জরুরি হয়ে পরে। শুরু হয় ধুন্দুমার কাহিনি। বডি আর্মারটার আইডিয়াটা বেশ ভাল লাগছে। তবে ইলেকট্রনিক্স চিপ দিয়ে মস্তিস্কে ডাটা ট্রান্সফারের বিষয়টা একটু অডড লাগছে। ফিনিংশটা খুব ভাল লেগেছে।



০৫) The Hangover Part III



"মিস্টার লাসলি ফাকিং চাও"। এবারের পার্টটার পুরো কাহিনি চাও কে নিয়ে। আর সাথে আছে এলানের মজার সব কান্ডকারখানা। আগের পার্ট গুলোকে কিছুটা ফলো করেছে। তবে এলান এর গার্লফ্রেন্ড আর চাও এর চুরি দুইটাই চমৎকার করেছে। ডায়লগ গুলো বরাবরের মত খুব ভাল হয়েছে। কিছু ডায়লগ আমার কাছে এখনো কানে বাজে। মজার ব্যপার হল প্রথম পার্টে ডাগ এর বিয়ে , দ্বিতিয় পার্টে স্টু এর বিয়ে এবং এবার এলান এর বিয়ে হল। প্রথম পর্বের কিছু ক্যারেক্টর আবার নিয়ে আসছে। তবে মোটামুটি দেখার মত একটা মুভি।



ডাউনলোড লিংকু









মুভি রিভিও তো লিখতে পারি না। তবে চেস্টা করছি আমার ভিউ গুলো আপনাদের সাথে শোয়ার করতে। ধন্যবাদ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

মাথা ঠান্ডা বলেছেন: ধন্যবাদ। ইলিসিয়াম এর ডাউন লিংকু কই ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: ভাল প্রিন্ট এখনো পাইনাই। পাইলে এডিট করে দিয়ে দিবো।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আগে একটা সময় অনেক ভালো ভালো মুভি রিভিউ বা মুভি পরিচিত নিয়ে লেখা আসত। আপনার এই পোষ্টটি বেশ ভালো লেগেছে। প্রিয়তে নিলাম। সম্ভব হলে এই ধরনের একটি পোষ্টকে সিরিজ হিসেবে নিয়মিত করতে পারেন কিনা ভেবে দেখবেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

বশর সিদ্দিকী বলেছেন: অনুপ্রানিত করলেন। চেস্টা করব বাকি মুভিগুলো নিয়ে লিখতে।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লেগেছে, চালিয়ে যান।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

জনাব মাহাবুব বলেছেন: চমৎকার লিখছেন।

Pacific Rim ডাউনলোড দেওয়া শুরু করছি। :D

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

বশর সিদ্দিকী বলেছেন: করেন। ভাল লাগবে আসা করি।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: সব দেইখা ফালাইলাম শুধু হ্যাংওভারটা বাকি আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: আসলটাইতো মিসাইসেন। তারাতারি দেইখা ফালান।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

ভবঘুরের ঠিকানা বলেছেন: সবগুলোই আগে দেখেছি। পোষ্টের জন্য ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।

অনলাইন মুভির জন্য এটা একটা চমৎকার সাইট।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো একটা সাইটের ঠিকানা দেয়ার জন্য।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
১, ২, ৫ দেখসি। ৪ এর জন্য ওয়েটিং।।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

বশর সিদ্দিকী বলেছেন: ৪ টা আসলে আমি হল প্রিন্ট দেখছি তবে ভাল প্রিন্ট। মুন কেমন আছ।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

হাসান মাহবুব বলেছেন: হাই বাজেটের সাই-ফাই, এ্যাকশান ভালো লাগে না। হ্যাং ওভার-৩ টা দেখার ইচ্ছা ছিলো, তয় শুনলাম বেশি ভালা না নাকি।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: দেখতে পারেন। ভাল হইছে। সস্তা কিছু ফান করছে আরকি।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আসি ভালৈ ||

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

বশর সিদ্দিকী বলেছেন: ব্যাস্ত নাকিঅ
নতুন কোন পোস্ট নাই যে??

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সদয় খান বলেছেন: যবের পোস্ট +++++

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

সদয় খান বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

বশর সিদ্দিকী বলেছেন: পোস্ট সার্থক।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

রাবেয়া রব্বানি বলেছেন: সবই একশন বাজ মনে হচ্ছে। মনস্তাত্ত্বিক , রোমান্টিক, প্যাথেটিক ঘরানার লিংক পেলে ভালো হতো। পারলে দিয়েন এখানে

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

বশর সিদ্দিকী বলেছেন: একটা আলাদা পোস্ট দিবো কালকে এধরনের কিছু মুভি নিয়ে। আশা করি সেখানে আপনার উপস্থিতি পাবো।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

রোদেলা দুপুর বলেছেন: আরও Details লিখতে পারতেন। রিভিউ গুলা ছোট হয়ে গেছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

বশর সিদ্দিকী বলেছেন: ডিটেইলস লিখলেতো মুভিগুলো যারা দেখে নাই তাদের দেখার মুড নস্ট হয়েযেত। একটা স্পৃহা যাগানোর চেস্ট করেছি। জানিনা কতটুকু পেরেছি।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নাহ​, ব্যস্ত না।
কিছুদিন পর একটা দিবো দেখি।পিসি নষ্ট, ট্যাব দিয়ে কাজ করা কষ্ট ॥

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: ঠিক করে ফেল। এখন তো কম্পিউটার পার্সের দাম অনেক কমছে।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ডাউনলোড লিংকু দেয়ার জন্য ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হরতালের জন্য আঁটকে আসি ॥

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: আমার অবস্থা আরো খারাপ। ব্যাবসার সমস্ত কাজ আটকে আছে। এক্সপোর্টের কিছু কাজের জন্য চট্টগ্রাম যাব ভাবছি কিন্তু আটকে আছি। এইভাবে কি ব্যবসা করা যায় বল।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

গোকুল নাগ বলেছেন: ভালো লাগলো রিভিউ পরে।।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

২০| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো। ম্যান অব স্টিল, প্যাসিফিক রিম দেখে ফেলেছি।



Elysium এর ডাউনলোড লিঙ্ক দেখছিনা।

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: মুভি সাপ্লায়ার??

সেটা আবার কি ভাই
আমাগেরেও শরিক করেন পারলে।

২১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

মহামহোপাধ্যায় বলেছেন: তেমন কিছু না ভাই। আমার এক বন্ধু আনলিমিটেড প্যাকেজ ইউজ করে ম্যুভি ডাউনলোড করে। তারে বুঝিছি আর কি!!

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: এরাম বন্ধু পাওয়াটাও তো ভাই ভাগ্যের ব্যাপার।

২২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

অনুরনন স্পর্শা বলেছেন: ভালো লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.