নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

কিছু চমৎকার রোমান্টিক মুভি

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

অনেকেই হলিউডি রোমান্টিক মুভি বলতে লুল মুভি বোঝে। আমার কাছে মুভি গুলো খুব ভালো লাগছে। যারা নতুন প্রেমে পরছেন আর যারা প্রেম করতে চাইতাছেন(আমি আপনাদের দলে;););)) তাদের জন্য অবশ্যপাঠ।



০১) Killers



নাম শুইনা মনে হয় যেন বিশাল ধুমধুমার একশন মুভি। আসলে এটা একটা একশন রোমান্টিক মুভি। কাহিনির টুইস্ট আর চরম সব একশন মুভিটাকে অসাধারন করে তুলেছে। মামু এস্টন কুচার তো রোমান্টিক মুভির জন্য বস। তবে এতে অস্ত্রের ঝনঝনানি আছে চরম। একজন প্রাক্তন কন্ট্রাক্ট কিলার তার পুর্বের সমস্ত কাজ ছেরে দিয়ে একজন সাধারন মানুষের মত বাচার সিদ্ধান্ত নেয়। তার শেষ মিশনটার সময় লিফটে এক ললনার সাথে দেখা হয় যে কিনা তার এক্স বয়ফ্রেন্ড্রের সাথে ব্রেক আপ এর রেশ কাটাতে বাব মার সাথে বেরাতে এসেছে। প্রেম হয় বিয়ে হয়। ৩ বছর সংসার হয়। হঠাৎ একদিন কিলার এর অফিসে তার প্রাক্তন বস এর একটি চিঠি আসে তাকে দেখা করার জন্য। কিন্তু তার কাছের সব বন্ধুরা তাকে মারার জন্য এত মরিয়া হয়ে উঠে কেন। আর তার স্ত্রি সে তো এর কিছুই জানেনা। যখন জানে তখন আরো জানা যায় স্ত্রি প্রেগনেন্ট। কে এই শত্রু যে এত বিশাল অর্থ খরচ করছে তাকে হত্যা করার জন্য। সবচেয়ে ভাল লাগে এত সবকিছুর পরেও তার স্ত্রি তাকে ছেরে চলে যায় না। লাস্টে একটা চমৎকার টুইস্ট আছে। ক্যাথরিন হেইগেল চমৎকার অভিনয় করেছেন। মাইয়াটা একটু বেশি লম্বা। তাবে চাপার জোর আছে।



ডাউনলোড লিংকু



২) Knocked Up



সাধু সাবধান। যা কিছুই করেন বেলুন নিতে ভুলছেন তো ফাসছেন।:P:P:P:P এই ফ্রি সেক্স এর যুগে নায়ক নাইকার বেলুন ছারা রাত্রি যাপন বা নাইকার মা হবার খবর কোনটাই গুরুত্বপুর্ন না। আসল ব্যাপার হল। আপনি কতটুকু প্রস্তু এই মুহুর্তে আপনার একটি অনাগত সন্তানের জন্য।;););) তবে মুভিতে কিন্তু কেউই প্রস্তুত ছিল না। সুতারং যা হবার তাই হল। টানাটানি, দোষাদোষি, আর ঝগরা। আমার কাছে ভাল লাগছে একটা ব্যপার আপনি যে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছেন, সেক্স করছেন তার সম্পুর্ন দায়ভার নিতে আপনি কতটুকু প্রস্তুত একবার ভেবে দেখছেন। নাকি তাকে একটা দেহ সম্ভোগের বস্তুতে পরিনত করছেন।



ডাউনলোড লিংকু



০৩) Silver Linings Playbook



চমৎকার একটা মুভি। নিজের স্ত্রি তারই ঘরে বসে তারই বুইরা কলিগের সাথে ইয়ে করার সময় তার হাতে ধরা খায়। শালারে এমন মাইর দেয় যে একেবারে হাসপাতাল। তবে এর সাথে সাথে তার মাথার কন্ডিশনও খারাপ হয়। দির্ঘ দিন জেলখানায় থাকার পর সে আবার সমাজে ফিরে আসে। কিন্তু এখানে নিজেকে আর সে মানিয়ে নিতে পারে না। সে আবার তার পুরানো স্ত্রির কাছে যেতে চায় কিন্তু আদালতের নিসেধাজ্ঞার কারনে যেতে পারে না। তার মানষিকতা পুনরায় ফিরিয়ে আনতে তার পরিবার একটা খুব চমৎকার ছলচাতুরির আশ্রয় নেয়। চমৎকার একটি ফ্যমিলি মুভি। আর রোমান্টিকতা তা তো প্রতিটা পরতে পরতে রয়েছে। ব্রাডলি কুপার খুব ভাল অভিনয় করেছে। তবে জেনিফার লরেন্সরে আমি বিশেষ ভালা পাই ;)



ডাউনলোড লিংকু



০৪) Leap Year



আমার দেখা খুব ভাল একটা রোমান্টিক মুভি। একটা মেয়েকে তার বয়ফ্রেন্ড কিছুতেই বিয়ের জন্য প্রোপোজ করছে না। তো তার বয়ফ্রেন্ড হঠাৎ করে অফিসের এক কাজে আয়ারল্যন্ড যায়। তো মেয়েটি জানতে পারে যে সেখানে ফেব্রুয়ারির ২৯ তারিখ কোন মেয়ে যদি কোন ছেলেকে বিয়ের প্রোপজ করে সে তা না করতে পারে না। মেয়েটি যাত্রা করে আমেরিকা থেকে আয়ারল্যান্ড এর দিকে। পথের মধ্যে মজার সব ঘটনা ঘটতে থাকে। রাস্তা হারিয়ে উঠে পরে এক সরাইখানায়। যেটার মালিক প্রচন্ড অর্থকষ্টে আছে। তাই মেয়েটি তাকে আয়ারল্যান্ড পৌছে দেয়ার জন্য বেশ ভাল টাকা দেয়ার প্রস্তাব দেয়। চমৎকার একটা এডভেন্চার হয়। আর সেখান থেকেই তাদের দুজনের মধ্যে প্রেমের সুত্রপাত। আমার বিশেষ ভাল লাগার লিস্টে এমি এডামস আছেন। তেনার প্রত্যেকটা হাসি আমি তিনবার করে রিপ্লাই করে দেখছি। তেনার যেকোন ছবি দেখার পর আমি আবার সেটা দেখি টেনে টেনে শুধু হাসির সিন গুলো। দিওয়ানা বানা দিয়া।



ডাউনলোড লিংকু



০৫) The Rebound



একটা অসম প্রেমের গল্প। দুই সন্তান নিয়ে স্বামি তালাক দিয়ে এক চল্লিশ বছর বয়স্ক মহিলা শহরে আসে। নতুন চাকরি নেয়। কিন্তু সন্তান দুটির দেখভাল করার জন্য প্রয়োজন হয় একজন ন্যানির। ঠিক তখনই তার সাথে পরিচয় হয় ২৫ বছর বয়স্ক এক বালকের। বালক কিছুদিন আগে বিশাল এক ধরা খেয়েছেন তার এক্স মেয়েবন্ধুর হাতে। তো বালক এই কাজের ফাকে একসময় মন দিয়ে ফেলেন বাচ্চার মাকে। মারত্মক জটিল একটা অবস্থার সৃস্টি হয়। কিন্তিু যখন তারা জানতে পারে যে ২ বাচ্চার মা প্রেগনেন্ট। কি হয় তখন??



ডাউনলোড লিংকু





বি:দ্র: মুভিগুলো দেখিয়া লুলামির খায়েশ জাগিলে পোস্টদাতা কোন কিছুতেই দায়ি থাকিবেন না।

মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

জাহের আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

বশর সিদ্দিকী বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম।

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


The Rebound মুভিটার লিঙ্ক কাজে লাগবে।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

বশর সিদ্দিকী বলেছেন: ভাল লাগল। ভাল থাকবেন।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
৪ এর ব্যাপারে অনেক শুনসি, দেখার ইচ্ছা আসে।
আই লাভ জেটা জোনস ||

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

বশর সিদ্দিকী বলেছেন: আসলেই ভাল একটা মুভি দেখে ফেল। ভাল লাগবে আশা করি।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

রিফাত উকিল বলেছেন: +

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল। প্লাস বাটনটা আরেকবার ট্রাই করলাম কিন্তু এখনও ঠিক হয়নি দেখলাম।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

বশর সিদ্দিকী বলেছেন: আপনি প্লাস বাটন বলতেছেন। আমার নোটিফিকেশন কাজকরতেছেনা আজকে দুই সপ্তাহ ধরে। বাজে একটা অবস্থা।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনে আছিলেন কই এতোদিন!!!!!!!!!!! আপনারেই তো খুজতে ছিলাম!!!!!!!!!!!!!!

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: যাক তাইলে শেষ পর্যন্ত খুইজা পাইলা। তো কি কারনে খুজতেছ সেটা কি জানতে পারি?? ফেবুতে আছি কিন্তু।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

রাবেয়া রব্বানি বলেছেন: ইয়েস!!
তবে লিঙ্ক কাজ করে কিনা দেখি। হলে ডাবল থ্যাঙ্ক ইউ দিতে আবার আইমু। :D B-) B-)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: সবগুলো টরেন্টলিংক। না হলে বইলেন অন্যলিংক দিবো।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।দারুণ মুভি রিভিউ। বর্ণনার স্টাইলটা ভালো হয়েছে।২য় ভাল লাগা bashor_17 ভা্ই। :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ। সেলিম আনোয়ার ভাই।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

নীলসাধু বলেছেন: পোষ্টে প্লাস :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

আপনার প্রোফাইল পিকটা আমাকে একটা কনফিউশনে ফেলেদিছে। কিছুটা বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলনের মত লাগে।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: নামায়া রাখুম, তয় বিয়ার পর বৌ সাথে নিয়া দেখুম। ঠিক নাই তো কখন আবার লুলামির খায়েস জাইগা ওঠে। :P :P :P

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

বশর সিদ্দিকী বলেছেন: লুলামির খায়েস যেকোন সময় জাইগা উঠতে পারে। তয় কন্ট্রোল যে করতে সেই হয় সত্যি কারের মানুষ। দেখেন সমস্যা নাই। শুধু নিজেরে কন্ট্রোল কইরেন তাইলেই হবে।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

নীলসাধু বলেছেন: :) :)

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

বশর সিদ্দিকী বলেছেন: B:-) B:-) B:-/ B:-/ :D :D

১২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

হাতীর ডিম বলেছেন: ধন্যবাদ B-))

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। নিক নেম টা চমৎকার।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

জনাব মাহাবুব বলেছেন: ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনে আছিলেন কই এতোদিন!!!!!!!!!!! আপনারেই তো খুজতে ছিলাম!!!!!!!!!!!!!!


রিভিউ ভালো হইছে।

আপনার রিভিউ পইড়া মুভিগুলো দেখার খায়েশ জাগছে। B-) B-)

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বশর সিদ্দিকী বলেছেন: দেইখা ফালান। তবে মুভি দেইখা অন্যকিছুর খায়েশ জাগলে কিন্তু সমস্যা। সেই দিকে খেয়াল কইরা।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: সিলভার লাইনিং প্লেবুক ম্যুভিটা দেখা হয়নি :(

এছাড়া বাকি সবগুলো দেখেছি। কিলার্স ম্যুভিটা ভালো লেগেছে কিন্তু বাকিগুলোর তুলনায় কিছুই না। লিপইয়ার ম্যুভিটা দেখে মুগ্ধ হয়েছি, খুবই ভালো লেগেছে। রিবাউন্ড ভাবিয়েছে অনেক। নকড আপ এ অনেক ফানি এলিমেন্ট থাকলেও চমৎকার একটা ম্যুভি।

চমৎকার সব ম্যুভিগুলো নিয়ে দারুণ একটা রিভিউ দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি সিলভার লাইনিং প্লেবুক ম্যুভিটা দেখে ফেলব খুব দ্রুত :)

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

বশর সিদ্দিকী বলেছেন: সিলভার লাইনিং একটা ফ্যামিলি মুভি। দেখে ফেলেন। খুব ভাল লাগবে।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

ল্যাটিচুড বলেছেন: পছন্দের তালিকায় রাখলাম, পরে দেখাযাবে ............

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

বশর সিদ্দিকী বলেছেন: দেখে ফেলেন।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মোঃ শিলন রেজা বলেছেন: ভাই আইডিএম দিয়ে ডাউনলোড হয়না তো।

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: টরেন্ট লিংক। আইডিএম এ কাজ করবে না। আপনি টরেন্ট দিয়ে ট্রাই করেন। প্রথমে গুগল থেকে বিট টরেন্ট নামান। তার পরে সেটা ইনস্টল দিয়ে আমার লিংকে গুতান নামা শুরু হবে।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত ছবি দেখার খুব সময় নেই, তবে স্বল্প সময়ে রিভিউগুলো পড়ে ছবি দেখার সাধ মিটিয়ে নিলাম। আমার মতো হয়তো অনেকেরই এতো সময় নেই, এজন্য রিকোয়েস্ট থাকলো, গল্পের সাসপেন্স ও ক্লাইমেক্স উহ্য না রেখে পুরো গল্পটাই প্লিজ বলে দেবেন। তা না হলে বুকে জ্বলুনি নিয়ে ঘুমোতে হবে যে ;)

সুন্দর পোস্ট।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

বশর সিদ্দিকী বলেছেন: আসলে চেস্টা করি পাঠক ছবিটি দেখার আগেই যাতে এর আসল মজাটা না হারিয়ে ফেলে। চেস্টা করব পুরো গল্পের রিভিও দেওয়ার জন্য।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

লিযেন বলেছেন: vai imdb rating ta add krle vlo hto na.......

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

বশর সিদ্দিকী বলেছেন: মুভির নামের লিংকে ক্লিক করলে পাবেন। আর অনেক সময়
অনেক ভাল মুভির রেটিং কম হয়। এই মুভিগুলো রেটিং অনেক কম। কিন্তু খুব ভালো কিছু মুভি।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: আরিই! কাজের কাজ করছেন, প্রিয়তে নিলাম, অবশ্যই দেখবো। :D

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। দেখে কেমন লাগল জানাইয়েন।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

বাহলুল বলেছেন: ওয়াও, এক ঝুড়ি রোমান্টিক মুভি। রোমান্টিক মুভিরে ভালা পাই

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

বশর সিদ্দিকী বলেছেন: তাইলে দেখা শুরু কইরা দেন।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

গোকুল নাগ বলেছেন: ধন্ন্যবা.।.।.।সুন্দর একটা পোষ্ট দেয়ার জন্ন্য.।।।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও ওয়েলকাম কমেন্টস এর জন্য।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

দি সুফি বলেছেন: রোমান্টিক মুভি খুব একটা ভালো লাগে না, যদি খুব ভালো লেভের ড্রামা না থাকে।
সিলভার লাইনিং প্লেবুকটা ভালোই লাগছিল। তবে রোমান্টিকের ভিতর সবচেয়ে ভালো লাগছে এটারনাল সানশাইন অফ স্পটলেস মাইন্ড, এ ওয়াক টু রিমেম্বার এবং কিউরিয়াস কেইজ অফ বেনজামিন বাটন মুভিগুলো!
পোষ্টে + দেয়ার মত সিষ্টেম নাই। তাই কমেন্টেই দিয়ে দিলাম ++++

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

বশর সিদ্দিকী বলেছেন: সেগুলো দেখাছিল। তবে এগুলো নতুন দেখলাম তাই সবার সাথে শেয়ার করলাম। আসলে সবার পছন্দ তো এক ভাই। ধন্যবাদ কমেন্টেস এর জন্য।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

সপন সআথই বলেছেন: sobgulo dekhe felechi :)

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

বশর সিদ্দিকী বলেছেন: ভাল। :)

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

ঢাকাবাসী বলেছেন: দারুন লিখেছেন! খুব ভাল লাগল এই পোষ্ট।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সদয় খান বলেছেন: Silver Linings Playbook জটিল একটা মুভি । আমারও কিনা নায়কের মত মাথা গরম সভাব ।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

বশর সিদ্দিকী বলেছেন: অত বেশি গরম হইলে আবার সমস্যা।

২৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: silver linings playbook Ai movie ta ami dekhsi... Awesome ekta movie... In fact ami koyekta scene onekbar kore dekhsi... Loved it... Bakigulao dekhar try korbo... :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: ডাউলোড লিংকু দেয়া আছে। দেখে ফেলেন ভাল লাগবে আশা করি।

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

হায়দার আলী সোহেল বলেছেন: leap year যে কতবার দেখসি ... দারুন একটা মুভি। amy addams তো দারুন।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: আমারও খুব ভাল লাগছে মুভিটা।

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

আখিলিস বলেছেন: 'নক্ট আপ' আর 'লীপ ইয়ার' দেখছি - স্পেশালী 'লীপ ইয়ার' জটিল লাগছে ! 'সিলভার লাইনিং...' ডাউনলোড করা আছে, আজকেই দেখব, আর 'রিবাউন্ড' আজকেই লোডাবো !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বশর সিদ্দিকী বলেছেন: দেখে ফেলেন। অনেক শুভ কামনা রইল।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

ইকরাম বাপ্পী বলেছেন: লিপ ইয়ার তিনার কল্যাণে দেখা হয়েছে... ... দেখা যাক অন্যগুলাও দেখে নিতে হবে... ...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: দেখে ফেলেন। ভাল লাগবে আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.