নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

অসাধারন ১০ টি গাছের টানেল

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

আমাদের এই শহুরে জীবনে যেই জিনিষটা খুব মিস করি সেটা হচ্ছে গাছ। রাস্তার পাশে খুব সুন্দর কিছু গাছ থাকলে গারির ভ্রমন টাও হয়ে উঠে আনন্দময়। রাস্তার পাশের এই গাছগুলোকে দিয়ে করা যায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৈান্দর্য। এর মধ্যে গাছের টানেল গুলো অন্যতম। সাধারনত সিটিকর্পোরেশন গুলো এই কাজ গুলো করে থাকে। খুব সুন্দর এই গাছের সারি আসলেই মনের খুব গভিরে টাচ করে।

10. Cherry Blossom Tunnel, Germany



এটা জার্মানির বন শহরে অবস্থিত। খুব শান্ত এবং নিরব একটা রাস্তার দুধারে চেরি গাছের সারি তৈরি করেছে এই টানেলটি। সাধারনত বসন্ত এলে এর মুল সৌন্দর্য ফুটে উঠে। ছবিটি তোলা হয়েছে চেরি ফুল ফোটার সময়। এই সময়টা সাধারনত ১০ থেকে ১২ দিনের বেশি হয় না।

9. Rua Gonçalo de Carvalho, Brasil



এটি ব্রাজিলে অবস্থিত। এখানে একসাথে প্রায় ১০০ এর মত বিশাল বিশাল টিপুয়ানা গাছ রয়েছে। এটি এখন ব্রাজিল এর একটি প্রাকিৃতিক ঐতিহ্যের স্থান।

8. Autumn Tree Tunnel, USA



অত্যান্ত কালারফুল এই রাস্তাটা আমারিকাতে অবস্থিত। ছবিটি শরৎ কারে তোলা। সাধারনত শরৎ কালে গাছগুলো তে বিভিন্নরঙের ফুল আসে এবং এই টানেলটিকে একটি অপার্থিব সৌন্দর্যে পরিনত করে।

7. Ginkgo Tree Tunnel, Japan



এটা জাপানের টোকিওত অবস্থিত মেইজাই মন্দিরের প্রবেশপথ। মুলত গাছটির জাপানি নাম হচ্ছে গিংকো বিলোবা । এটিকে জাপানে খুবই শ্রদ্ধা করা হয়। কারন হিরোসিম তে পারমানবিক বিশ্ফোরোনের পর সব কিছু ধংস হয়ে যাবার পরও এই প্রজাতির চারটি গাছ সগৌরবে দারিয়ে ছিল। জাপানীরা এই গাছটিকে আশার বাহক বলে থাকে। তাই তারা পুরো টোকেও শহরে ৬৫,০০০ এর মত এই গাছ লাগিয়েছে।

6. Yew Tree Tunnel, UK



ইংল্যান্ডের ওয়েলস এর আঠার শতকের পুরানো বার Aberglasney House এর একটি প্রধান আকর্শন এটি। বারিটি দির্ঘদিন ধরে জির্নশির্ন এবং অবব্যাহৃত অবস্থায় পরে ছিল। কিন্তু বর্তমানে এটি একটি বিশাল টুরিস্ট স্পট। আর ঝোপজঞ্জাল কেটে গাছগুলোর কোন রকম ক্ষতি না করে এই রাস্তাটি বের করতে প্রায় ৯ বছর লেগেছিল।

5. The Dark Hedges, Northern Ireland



এই রাস্তাটা কিছুটা ভৌতিক লাগে। এটি আয়ারল্যান্ডে এর এন্ট্রিম এ অবস্থিত। জেমস স্টুয়ার্ট নামক এক ভদ্রলোক ১৮শ শতকে এগুলো রোপন করেন। বর্তমানে গাছগুলো বয়স প্রায় ৩০০ ছারিয়েছে। এই রাস্তাটি নিয়ে স্থানিয়দের মধ্যে বেশ কিছু ভৌতিক গল্প চালু আছে।

4. Bamboo Path, Japan



এটি জাপানের সবচেয়ে বড় বাশের বন। এই বনটির মধ্যেই দিয়ে এই সুন্দর রাস্তাটি নির্মান করা হয়েছে। এখানে রয়েছে অনেকগুলো মন্দির। রাস্তাটি প্রায় ৫০০ মিটার লম্বা এবং পুরো রাস্তাজুরেই এভাবে দুই পাশে রয়েছে বাশ বাশ। এই সুন্দর বাশের বনে যখন বাতাস বয় তখন চমৎকার এক সুরের মুর্ছনার সৃস্টি হয়। অনেকেই শুধু মাত্র এই শব্দ শুনতে এখানে আসেন।

3. Tunnel of Love, Ukraine



আসলে এটা একটা ২ মাইল লম্বা ব্যাক্তি মালিকানাধিন রেল পথ। একটা কাঠের ফ্যাক্টরির মালামাল বহনের কাজে এটি ব্যবহৃত হয়। মজার ব্যাপার হল বলা হয়ে থাকে যে যদি কোন প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে একসাথে কোন একটা উইশ করে যদি এই পথ টুকু এক সাথে হেটে পার হয় তবে তা পুর্ন হয়।

2. Jacarandas Walk, South Africa



দক্ষিনা আফ্রিকার রাজধানি জোহেন্সবার্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কৃত্তিম বনের বাসস্থান। প্রায় ১ কোটি গাছ রয়েছে এই শহরটিতে। ছবির গাছগুলো জাকারান্ডা নামক এক প্রজাতির গাছ যে গুলো দক্ষিন আফ্রিকায় পাওয়া যায়। ১০০ বছর আগে এগুলো দক্ষিন আফ্রিকায় আমদানি করা হয়েছিল যা এখনো টিকে আছে। সাধারনত অক্টোবর মাসে এগুলো ফুল আসে। ছবিটি ঠিক সে সময়ে তোলা।

1. Wisteria Tunnel, Japan



জাপানে একটি উৎসব হয়ে থাকে যেটাকে ফুজি মাতসুরি বা Wisteria Festival বলে থাকে। চেরি ফুল ফোটার পরেই এই Wisteria নামক ফুল ফুটে থাকে। উপরের ছবিটি Ashikaga Flower Park থেকে তোলা। এখানে এই প্রজাতির বিভিন্ন রংয়ের ফুল পাওয়া যায় যেটা অন্যকোথাও দেখা যায় না।





আমাদের রুক্ষ এই নগরি ঢাকাকে কি এভাবে সাজানো যায় না?? অবশ্যই যায়। কিন্তু প্রয়োজন কিছু সুন্দর মনের মানুষের। যে জানোয়ার গুলো রাজউক বা সিটি কর্পোরেশনে বসে আছে ওরা শুধু ধংস করতে আর ঘুষ খেতে জানে সুন্দর করে একটা নগর সাজাতে না।







মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
১০,৮,৭,৪ ভাল্লাগসে।
আমার মনে হয়না ঢাকা এভাবে সাজানো সম্ভব।পাহাড়ী এলাকা গুলাকে করা যেতে পারে ||

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

বশর সিদ্দিকী বলেছেন: অবশ্যই সম্ভব। সুন্দর একটা মনের দরকার। ধন্যবাদ মুনকে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

মামুন নজরুল ইসলাম বলেছেন: সত্যিই গাছের টানেল গুলো অনেক সুন্দর। টানেল গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যাপাতা। :-)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১ নাম্বারটা খুব সুন্দর!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

না বলা কথা বলেছেন: দারুন জিনিসতো।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

বশর সিদ্দিকী বলেছেন: আসলেই দারুন জিনিষ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: টানেল গুলো অনেক সুন্দর!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

বশর সিদ্দিকী বলেছেন: মানুষ সুন্দরের পুজারি।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট । আমাদের দেশেও গাছের টানেল আছে, শ্রীমঙ্গলে লাউয়াছড়ার ভিতরে রেল লাইন । বিশ্ববিখ্যাত 'এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ' মুভির একটা বিশেষ দৃশ্য এখানে চিত্রায়িত হয়েছিল ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য। পরের বার সিলেট গেলে অবশ্যই এই স্থানটাতে ঘুরতে যাব।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
চামে দিয়ে বলে দিলেন আর কি আমার মন সুন্দর না, হুরর হুইট্ট /:) ||

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

বশর সিদ্দিকী বলেছেন: ;)

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

শাহরিয়ার খান রোজেন বলেছেন: Tunnel of Love দিয়ে হেঁটে যেতে হবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

বশর সিদ্দিকী বলেছেন: একলা হাটলে হবে না। লগে আর একজন লাগবে।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: পুরো পৃথিবীটা এরকম হলোনা কেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

বশর সিদ্দিকী বলেছেন: পুরা পৃথিবীটা এমন হলে আমরা ব্যবসা করতাম কোথায় আর মানুষ মারতাম কোথায়।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

বৃশ্চিক রাজ বলেছেন:
এগুলো কি সত্যি আছে নাকি ব্রাদার?

দারুণ জিনিস শেয়ার করলেন।

লাইক বাটনটি কাজ করছেনা, শুধুই ঘুরছে :( :( :(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

বশর সিদ্দিকী বলেছেন: এগুলো সবগুলো সত্যিই আছে। বর্ননা দিয়েছি তো সাথে। ধন্যবাদ আপনার লাইকটা পেয়ে গেলাম।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভাইয়া , আপনার সব পোস্টের লিঙ্ক দিয়ে আলাদা একটা পোস্ট দেন তারপর ওখানেই আপডেট দিয়েন। এতো পোস্ট প্রিয়তে নিতে পারবো না । আপনি এতো ভালু ভালু পোস্ট কেন দেন !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বশর সিদ্দিকী বলেছেন: ইন্সপায়ারড হইলাম আপু। আপনার আইডিয়াটা মন্দ না। দেখি করে ফেলব একসময়। আরো কিছু পোস্ট জমুক।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

বেকার সব ০০৭ বলেছেন: টানেল গুলো অনেক সুন্দ পোস্টে+++++++++++++++++++++++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: অপূর্ব!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বশর সিদ্দিকী বলেছেন: হামা ভাইকে অনেক ধন্যবাদ।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথম চার-পাচটা এর আগে দেখেছিলাম !
নাইস কালেকশান !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

বশর সিদ্দিকী বলেছেন: আমি এই প্রথমই দেখলাম।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

জনাব মাহাবুব বলেছেন: পলাশীর মোড় হতে এস এম হল হয়ে জগন্নাথ হল পর্যন্ত ৯০ দশকের দিকে এই রকম অপূর্ব গাছের টানেল ছিল। যখন সেই রাস্তা দিয়ে যেতাম তখন কি যে ভালো লাগতো। এক অপার্থিব ভালো লাগা মন ছুয়ে যেত। 8-| 8-| 8-| 8-|

বর্তমানে সে গাছগুলি আছে কিন্তু আগের মত টানেলের রূপে নেই।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বশর সিদ্দিকী বলেছেন: এখন আর ঢাকাতে এগুলা নাই। আছে খালি নিত্য নতুন সব বিল্ডিং। সিটি কর্পোরেশন যদি একটু চেস্টা করে তবেই এই কাজটা খুব সহজে করতে পারে।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

দি সুফি বলেছেন: আহা! :) :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

বশর সিদ্দিকী বলেছেন: আহা আহা....... :D :D

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

নীল ভোমরা বলেছেন: আমাদের দেশের রাতারগুল বনের বৃক্ষ টানেলের ছবি কই?!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

বশর সিদ্দিকী বলেছেন: জানতাম না। আপনার কাছে থাকলে শেয়ার করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.