নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

১০ টি অসাধারন সু্ইমিং পুল

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আমাদের এই শহুরে জীবনে সময় বাচাতে আমরা সাধারনত গোসল করি ঝরনার নিচে। বড় জোর বাথ টাবে। আর আমার মত গরিবের জন্য আছে বালতি আর মগ। কিন্তু কোনদিন কি ডুব দিয়ে গোসল করতে ইচ্ছা জাগে না?? টলটলে সন্দুর পানিরত একটা ঝাপ দেয়া বা সাতার কাটতে ইচ্ছা হয় না??



হইলে সেটার জন্য আপনার দরকার একটা সুইমিং পুল। সুইমিং পুল এখন নির্মান জগতে একটা গুরুত্বপুর্ন বিষয়। যেকোন হোটেল, আবাসিক ভবন এবং বীচে সুইমিং পুল ছারা পুর্নতা পায় না। সুইমিং পুল নির্মান সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এর মত।

ভবনের ভিতরে বা ছাদে নির্মান করতে হলে এর জন্য আলদা স্ট্রাকচারাল এনালাইস করতে হয়।



আসেন দেখি দুনিয়া অদ্ধুৎ সুন্দর কিছু সুইমিং পুল।



কিছু ১৮+ পিক আছে। তাই ছুডু পুলাপাইন যারা আছো পোস্ট পরার সময় মনে মনে নাউজুবিল্লাহ পরতে থাক।:P



10. Golden Energy Pool – Iridium Spa St. Regis Lhasa Resort, Tibet



এইটা দুনিয়ার সবচেয়ে উচা সুইমিং পুল। তিব্বতে অবস্থিত এই সুইমিংপুলটাতে লবন পানি ব্যবহার করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠথেকে এটি ১২০০০ উচ্চতায় অবস্থিত। এই রিসোর্টটা ২০১০ সালে খোলা হয় এবং এখানে যেতে আপনাকে খুব ভাল একটা এমাউন্ট পে করতে হবে। বলা হয়ে থাকে এর ফ্লোরের প্রতিটা টাইলস এ ২১ ক্যারেট স্বর্ন ব্যবহার করা হয়েছে। যার জন্য পানিতে এধরনের একটা স্বর্নিল আভা আসে।



9. World’s Deepest Indoor Pool – Nemo33, Belgium



বেলজিয়ামে অবস্থিত এই পুলটি পৃথিবীর সবচেয়ে গভির ইনডোর পুল। John Beernaerts নামক একডাইভিং এক্সপার্ট চিন্তা করলেন সমুদ্রের ডাইভিং অভিজ্ঞতা এবটা ভবনের ভিতরেই করার। মজার ব্যাপার হল তিনি আবার সিভিল ইঞ্জিনিয়ার। সুতারং করে ফেললেন পৃথিবীর সবচেয়ে গভির ইনডোর গভির পুল।



এটি এটতাই গভির যে আপনি কোভাবেই অক্সিজেনের বোতল ছারা এখানে নামতে পারবেন না। এবং আপনাকে ভাল ডাইভিং এক্সপার্ট এর সহযোগিতা নিতে হবে নিচে নামা এবং উঠে আসার জন্য। এখানে একসাথে প্রাং ২৫ লক্ষ লিটার পানি ধরে। আর মোটামুটি ১১৩ ফিট নিচে নামলে এর তলার দেখা পাবেন। তবে চাপ সহ্য করার মত ক্ষমতা থাকতে হবে। না হলে শ্বাস রোধ হবার সম্ভাবনা আছে। :P



8. World’s Largest Outdoor Pool – San Alfonso del Mar, Chile



১ কিলোমিটার লম্বা এই আউটডোর সুইমিংপুলটি এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল। চিলিতে অবস্থিত এই সুইমিংপুলটি এক সাথে ১০ টি বিশাল হোটেল কমপ্লেক্স এর সকল গেস্টকে গোসলের সুযোগ করে দেয়। এটি এতটাই বড় যে আপনি কোন ভাবেই এক বারে এটি ঘুরে আসতে পারবেন না।



প্রায় ১৯ একর জায়গার উপর এটি নির্মিত। এক সাথে বড় সাইজের ৬০০০সুইমিংপুল এখানে খুব সহজে জায়গা করে নিতে পারবে। মজার ব্যাপার হল এখানে সমুদ্রের একেবারে ফ্রেশ পানি প্রিজার্ভ করা আছে। যার কারনে এর পানি এতটা স্বচ্ছ এবং সুন্দর।



7. Bondi Icebergs, Australia



কল্পনা করেন আপনি পুলে সাতরাচ্ছেন আর আপনার ঠিক পাশেই সশব্দে আছরে পরছে সাগরে বিশাল সব ঢেউ। ঠিক এই ঘটনাটাই ঘটবে অস্ট্রোলিয়ার এই পুলে।



এটি নির্মান করা হয়ে সমুদ্রতিরবর্তি পাথুরে পাহরে ঢালে। ফলে যত বড় ঢেউই আঘাত করুক এটিতে আপনি নিশ্চিতে সাতর কাটতে পারবেন।



এটি পৃথিবির একমাত্র শিতকালিন আউটডোর সুইমিং পুল। শিতকালে এখানকার পানির তাপমাত্রা ১৫ ডিগ্রি এর নিচে নেমে যায়। তারপরও মানুষের একটা পছন্দের স্থান হচ্ছে এই পুলটি।



6. Homestead Crater, USA



এটা মুলত একটা গুহা। তবে অনেক বড় একটা গুহা। ছবিতে দেখা গুহা মুখটি হচ্ছে এর প্রবেশপথ। এখানথেকেই মুলত আলো এবং বাতাশ ভিতরে প্রবেশ করে। এর ভিতরে খুব গভির একটা প্রাকিৃতিক পুল রয়েছে। পুলটির পানি আসে এখানকার রেইন ফরেস্টের বৃস্টির পানি থেকে।



গুহাটি লম্বায় প্রায় ১১০ ফুট এবং এর ভিতরের দিকে ৯০ ডিগ্রি সেলসিয়াসের মত তাপমাত্রা থাকে। ভিতরের পানিতে যথেস্ট পরিমান খনিজ দ্রব্য আছে তাই এখানে গোছল আপনার বিভিন্ন রকম স্কিনের সমস্যা দুর করতে পারে।



5. Infinity Edge Pool, Hawaii



ইনফিনিটি এজ কথাটার মানে হচ্ছে চোখ যতদুর যাবে ততদুর এর কোর শেষ দেখা যাবে না। আসলেই এই সুইমিং পুল গুলো এমন ভাবে তৈরি করা হয় যে এতে সাতার কাটার সময় আপনার মনে হবে এই পুলের কোন কিনারা নাই। এগুলো অনেক স্থানেই আছে। তবে এটি হাওয়াই দ্বিপপুঞ্জের একটা রিসোর্ট থেকে তোলা।



মুলত এগুলো এমন ভাবে নির্মান করা হয়া যে সাগরের পানির লেভেল এবং পুলের পানির লেভেল একই থাকে। ফলে এরকম সুন্দর একটা দৃস্টিভ্রমের সৃস্টি হয়।



4. Golden Triangle Resort, Thailand



এই চমৎকার রিসোর্টটি মেকং নদির পারে অবস্থিত। যেখানে বার্মা, থাইল্যান্ড এবং লাওস এক সাথে মিলেছে। পুলের নামলে এক সাথে বার্মা এবং লাওস এর সিমানা চোখে পরে।



চমৎকার এই পুলটি এমন ভাবে নির্মান করা হয়েছে যে এর পানি লেভেলের সাথে সবুজ প্রকৃতিরি একটা মিল থাকে। নিচের টাইলস এর রঙ নির্বচন করা হয়েছে এমন ভাবে যাতে তা বনের চির সবুজ রঙের সাথে মিলেমিশে একটা দৃস্টিভ্রমের সৃস্টি করে। প্রায় ১৬০ একর সবুজ বনভুমির উপর নির্মিত এই রিসোর্টটি পৃথিবীর অন্যতম একটি লাক্সারিয়াস এবং দামি রিসোর্ট।



3. Marina Bay Sands Hotel and Casino, Singapore



এইটারে মোটামুটি সবাই চিনেন। সিঙ্গাপুরের মেরিনা হোটেলের একেবারে উপরে এটি অবস্থিত। এটি একটা ইনিফিনিটি টাইপ আউটডোর সুইমিং পুল। ভবনের ছাদের উপরের সুইমিংপুলগুলোর মধ্যে সর্ববৃহৎ।



মাটি থেকে ৬৫৬ ফিট উপরে তিনটি ৫৫ তলা ভবনের উপর রয়েছে এই পুলটি।এটি এতটাই বড় যে এখানে একটা আইফেল টাওয়ার এটে যাবে। ডেকের গাছগুলো এর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।



প্রতি বছর প্রচুর মানুষ শুধু এই পুলটাতে সময় কাটাবার জন্য এই হোটেলে যায়। আর হানিমুনের জন্যও এটা একটা জনপ্রিয় স্থান। বুঝতেই পারতেছেন কি জন্য।



2. Blue Lagoon, Iceland



এটাকে বলতে পারেন মানুষ নির্মিত একটা পুল। পুল না বলে লেক বলতে পারেন। কারন এখানে একসাথে ৬০ লক্ষলিটার পানি প্রবেশ করে। প্রতি ৪০ ঘন্টায় একবার করে এখানকার পানি পরিবর্তন করা হয়।



ভুগর্ভস্থ টানেলের মাধ্যমে সমুদ্রের পানি এখানে প্রবেশ করানো হয়। আর এই পানি সাধারন তাপমাত্রার চেয়ে অনেক বেশি থাকে। ফলে একটা বিশাল হট টাবএর সৃস্টি হয়।



এত ঠান্ডা একটা দেশে এরকম একটা পুল যেখানকার তাপমাত্রা সব সময়৪০ ডিগ্রি থাকে, আসলেই এটা একটা আরামদায়ক জিনিষ।তাই প্রতি বছর প্রচুর মানুষ এই পুলে বেরাতে আসে। এখানে রয়েছে এমন সব ওয়েটার যারা আপনাকে পানির মধ্যেই ড্রিংকস সার্ভ করবে। মজা না??:D



1. Natural Infinity Pools of Pamukkale, Turkey



দুনিয়াতে সৃস্টিকর্ত কত সুন্দর জিনিষ যে বানাইছেন তার একটা উৎকৃস্ট উদাহরন হইতেছে এইটা। এটা তুরস্কের দক্ষিনাঞ্চলে অবস্থিত। প্রায় ১৪০০ বছর আগে এটি গঠিত হয়েছিল আগ্নেয় গিরির লাভা উৎগিরনের মাধ্যমে।



এটি লম্বায় ৮৮৬০ ফিট, প্রস্থে ১৯৭০ এবং ৫২৫ ফিট উচুতে অবস্থিত।

এখানে প্রাকৃতিক ভাবে প্রচুর সুইমিং পুল রয়েছে। সুতারং আপনার ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে না। নিজেরটা বুক করুন আর ঝাপ দিন প্রকৃতির অপার এই সুন্দরের মধ্যে।









এতক্ষন তো সুইমিং পুল দেখলেন তো এইবার দেখেন পানির নিচে কেমনে সাইকেল চালায়। আহা........................আহা আহা.......





পুলাপাইন তুমরা নাউজুবিল্লাহ পরতে থাক।;)

মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
১০ এর পানি তো পুরাই হিসুর মতো !

আমার ৪ ভাল্লাগসে ||

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

বশর সিদ্দিকী বলেছেন: তুমি আগে কও নাউজুবিল্লাহ পরছ নি।
আমি কিন্তু এই ব্যাপারটা খেয়াল করি নাই। ধন্যবাদ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাজিদ ঢাকা বলেছেন: পোস্টে +++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মামুন রশিদ বলেছেন: চমৎকার লাগলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

চারশবিশ বলেছেন: অসাধারন লাগল, বর্ণনা খুবই সুন্দর

3. Marina Bay Sands Hotel and Casino, Singapore আগে থেকেই পছন্দের

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। তিন নাম্বারটা আমারও খুব পছন্দের।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আইসল্যান্ডে ব্লু-ল্যাগন পুলটা বেশ সুন্দর।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: ভাল লাগলে হানিমুনে চইলা যান। এসব স্থান হানিমুনের জন্য অত্যান্ত উত্তম যায়গা।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল আপনার চমৎকার পোষ্ট।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

বশর সিদ্দিকী বলেছেন: আপনার কমেন্টও ভাল লাগল।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ আপনাকে পৃথিবীর অসাধারণ কিছু সুন্দর সুইমিংপুলের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।অনেক কিছু জানলাম।
নীচে আমার মফস্বল শহরের একটি হোটেলের ইন্ডোর সুইমিংপুলের ছবি শেয়ার করলাম।আহামরি তেমন কিছু নয় কিন্তু ভাল লেগেছে তাই শেয়ার করলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

বশর সিদ্দিকী বলেছেন: দারুন তো। অসাধারন হইছে। আমাদের দেশের বলে কথা। কোথায় এইটা??

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই কি দেখাইলেন!!!!!


ইন্ডিয়ান কোন একটা চ্যানেলের রিয়েলিটিশোতে এক ডায়ালগ শুনছিলাম- ভগবান তার স্বর্গের পারিষদরে নয়া বসছে। স্বর্গে নতুন কি কি সুবিধা এড করা যায়!!!

সবাই বসে মাথা চুলকায়- অবশেষে বিজ্ঞ একজন বললেন- প্রভু, অনুমতি দিলে পৃথিবীর ফাইভ ষ্টার হোটেল গুলো আরেকবার দেখে আসি! তারা কিকি নতুন সুবিধা যোগ করছে! স্বর্গে না হয় তাই যুক্ত করে দেবেন!!

প্রভূ হৃষ্ট চিত্তে অনুমতি প্রদান করিলেন!!!!!!!


আপনার কাহিনী দেইখাতো টাসকিত!!!! আফসোসিত!!!!! ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

বশর সিদ্দিকী বলেছেন: বিয়া কইরা থাকলে ভাবিরে একবার আমার এই পোস্টখান দেখান আর না কইরা থাকলে জিএফ রে দেখান। তার পর এমনিতেই আপনে স্বর্গে চইলা যাইবেন আর সেই দুঃখে আফসোসিত হইবেন।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্ট খানা ভালই হইসে। ধন্যবাদ সু্ইমিং পুলের একটি সুন্দর পোস্ট দেওয়ায় জন্য।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য। ভাল থাকবেন।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

মামুinসামু বলেছেন: Golden Energy Pool এ নিয়া তো চিন্তায় ফালাইয়া দিলেন।
.
ইমরাজ কবির মুন বলেছেন: ১০ এর পানি তো পুরাই হিসুর মতো
.
লেখক বলেছেন: আমি কিন্তু এই ব্যাপারটা খেয়াল করি না
.
বাংলাদেশে নাকি ঐ জিনিস দিয়া ফে**ল বানায় :-/ :P =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

বশর সিদ্দিকী বলেছেন: খাইছে। নিত্য আগে জানতাম নাতো। ফে**ল বিষেশজ্ঞের সাথে কথা বলতে হবে।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬

এহসান সাবির বলেছেন: ভাবতাছি কালকে কোনটা তে যে সাতার কাটুম...... /:) /:)



চমৎকার পোস্ট ভাই।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

বশর সিদ্দিকী বলেছেন: একলা কাটলে হবে না। সাথে দোকলা মানে ভাবি থাকতে হবে তাইলে মজা পাইবেন ;)

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :-B সুন্দর পোষ্ট ++++

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

বশর সিদ্দিকী বলেছেন: B:-/ B:-/ :-B :-B

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
6 নাম্বারটা ভাল্লাগছে ! চিন্তা করছি ৩ নাম্বার এ হানিমুন করতে যামু

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

বশর সিদ্দিকী বলেছেন: হানিমুন করতে চাইলে আমার সাজেশন হইলো ৪ নাম্বারটা। এত মজা আর কোথাও পাবেন না। একেবারে প্রকৃতির সাথে থাকতে পারবেন। শহুরে কোলাহলে বেরাইয়া মজা নাই।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯

খগম বলেছেন: মজা মজা মজা মজা মজা মজা :((

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

বশর সিদ্দিকী বলেছেন: মাজ কইয়া কান্দেন ক্যা ভাই??
যাইতে মুন চায়??
টেকা কামান যাইতে পারবেন।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: দারুন।
একটা গান এর কথা মনে পইরা গেলঃ

"র‍্যাডিসনের লাল পানির পুলে আমি সাঁতার কাটি,
সুন্দরীরা করে আমার কোলে নাচানাচি...."

হানিমুনে যাইতে মুঞ্চায়, মাগার পাত্তি নাইক্কা। :(

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

বশর সিদ্দিকী বলেছেন: এই গান পয়লা হুনলাম। গাইছে কেডা?? B:-)
পত্তি ব্যাপার না। নিয়্যাত কইরা ফেলান তাইলেই হবে। খালি খরচের ব্যাপারটা ভাবির উপর না ছাইরা নিজের হাতে রাইখেন তাইলেই হবে।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোষ্ট।

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বড়লোক হইতে মুঞ্চায় ভাই ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

বশর সিদ্দিকী বলেছেন: বড়লোক হইবার দরকার নাই। আপনের একটা অনেক বড় মন আছে এইটাই যথেস্ট। টাকা মানুষরে সুখ দেয়নাইরে বইন।
এই সব যায়গায় সব অসুখি মানুষ গুলাই যায়। যারা ঘরে সুখ পায় না। আপনার মেয়েরা কেমন আছে??

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

আবুল তাবুল বলেছেন: যাইবার মন চাইতেসে :( :( :( কবে যেতে পারব জানিনা।
চমৎকার পোস্ট...........।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

বশর সিদ্দিকী বলেছেন: দুঃখ কইরেন না ভাইজান। মন বাসনা পুরন হইতে কতক্ষন।

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেইখ্যাই গেলাম , কি আর কমু

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: কইয়া কি হইবো। দেইখা যান।
ধন্যবাদ কমেন্টস এর জন্য।

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

সোহানী বলেছেন: অসাধারন....................... .........

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

সুমন কর বলেছেন: সুন্দর !

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো আছে আলহামদুলিল্লাহ্‌ ! আপনার পোস্ট ওদের পড়তে দেই ওরা খুব মজা পায় । থ্যাংকস আপনাকে । অসাধারণ সব পোস্ট !

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বশর সিদ্দিকী বলেছেন: শুনে ভাল লগল। ওদের জন্য শুভ কামনা রইল।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

অদিব বলেছেন: সুইমিংপুলগুলো তো ভালোই লাগলো কিন্তু সাতারই তো জানি না! /:) /:) /:) সাঁতার জানলে পুলের পানি আরো খানিকটা বেশী করে দিয়ে আসতাম! =p~ =p~ =p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

বশর সিদ্দিকী বলেছেন: হায় হায় বলেন কি। তারাতারি শিখা ফালান। আমি ক্লাস টুতে থাকতে সাতর শিখছি তাও নদিতে।

আমার বড় কাকা একটানা ৫ টা চুবানি দিছিল। দম বাহির হবার অবস্থা। তার পর একটা কলাগাছ কাইটা সেটা ধইরা প্রাকটিস করতে কইল। ব্যাস শুরু হয়ে গেল সাতারময় একটা জীবন।

২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

আমি ইহতিব বলেছেন: দারুণ জিনিস শেয়ার করলেন। ৭, ৫, ৪, ২, ১ এগুলো ভালো লেগেছে বেশী।

কিছুদিন আগে মালয়েশিয়া ঘরে এলাম, লংকাভি আইল্যান্ডে বেলা ভিসতা নামের একটি হোটেলে ছিলাম, ওদের পুলটা অনেক ভালো লেগেছে আমার। তাই শেয়ার করলাম।



পাশেই সাগর, অসাধারণ দৃশ্য।



বাচ্চাদের জন্য আলাদা করে করা আরেকটি পুল। বসে থাকাজন আমার কন্যা, নামবে কি নামবেনা বুঝতে পারছিলনা :)

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বশর সিদ্দিকী বলেছেন: মাশাআল্লাহ আপনার মেয়ে তো খুব সুন্দর হইছে।
সুইমিং পুলটাও খুব সুন্দর। ওখানে কি কটেজে ছিলেন নাকি হোটেল এ?? পাশে ওটা কি লেক??

২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

হাসান মাহবুব বলেছেন: যেমন সুন্দর তেমন অভিনব কনসেপ্ট কয়েকটার। মুগ্ধ হলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

বশর সিদ্দিকী বলেছেন: কনসপ্টেগুলো আসলেই অভিনব এবং অসাধারন। ধন্যবাদ কমেন্টস এর জন্য।

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

আমি ইহতিব বলেছেন: অনেক ধন্যবাদ।

হোটেলেই ছিলাম। আর পাশে সাগর। প্রথম ছবিটাতে দিয়েছি।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

বশর সিদ্দিকী বলেছেন: আপনার ছবিগুলো দেখে আমারও ঘুরাঘুরির ইচ্ছা হল। আশা করি কিছু দিনের মধ্যেই একটা ট্যুর দিতে পারব। দোয়া রাখবেন।

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লেগেছে। সবগুলোতে একবার করে সাঁতার দেওয়ার ইচ্ছা পোষণ করছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: পাত্তি থাকলে শুরু করে দেন। এই সব ইচ্ছা ফেলে রাখা উচিত না।

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হে হে হে, ভাই পাত্তি নাই বলেই, আপাতত ইচ্ছাটা পুষিয়েই রাখতে হবে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

বশর সিদ্দিকী বলেছেন: নিয়্যাত কইরা রাখেন। হইয়া গেলে যাতে দৌর দিতে পারেন।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সবগুলোই দারুন, তবে ৪ আর ৫ নংটা একটু বেশিই দারুন।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
আপনার আর দশটা পোস্টের মতই.......

সুপার..... :)

হাসান মাহবুব বলেছেন: "যেমন সুন্দর তেমন অভিনব কনসেপ্ট কয়েকটার। মুগ্ধ হলাম।" সহমত।

ভালো থাকুন নিরন্তর।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

আমি নিন্দুক বলেছেন: উরি বাবা....

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.