নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক দেখা মুভিগুলো

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪২

গত এক মাসে অনেকগুলো মুভি দেখা হয়ে গেল। আমি সাধারনত মুভি দেখার সময় কোন বাছাবিচার করিনা। যেটা সামনে পাই দেখে ফেলি। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম।



১) 47 Ronin (2013)



জাপানের সামুরাইদের আমলের একটা সত্যিকারের গল্প নিয়ে মুভিটি নির্মিত হয়েছে। জাপনে বিদ্রোহি সামুরাইদের বলা হত রোনিন। এরকম ৪৭ জন রোনি যারা কিনা তাদের রাজার হত্যাকরির বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জীবন বিলিয়ে দেয়। যদিও কিছু কাল্পনিক চরিত্র এবং এবং কিছু কাল্পনিক যুদ্ধের দৃশ্য ছিল তারপরও সামগ্রিক ভাবে একটি ভাল মুভি বলা চলে। মুভিটির গল্পটা কিছুটা কমন হলেও উপস্থাপন হয়েছে খুব চমৎকার ভাবে। বেশির ভাগ স্থান গুলোকে খুব ভাল ভাবে উপস্থাপন করা হয়েছেন। তবে আমার কাছে যেটি খারাপ লেগেছে তা হল মুভিটিতে আকো নামক একটি চরিত্রকে খুব বেশি প্রধান্য দেয়া হয়েছে। অন্যান্য চরিত্র গুলোকে আরো বেশি সুযোগ দেয়ার প্রয়োজন ছিল।



ডাউনলোড লিংক



০২) Delivery Man (2013)



এটি মুলত ফ্রান্স এর ২০১১ সালের মুভি Starbuck এর হলিউডি ভার্সন। ডেভিড ওজনিয়াক যিনি একজন মাংষের দোকানের ডেলিভারি ট্রাক ড্রাইভার। জীবনের কোন এক সময়ে আর্থিক সুবিধার জন্য ৬৩৩ বার স্পার্ম ডোনেট করেছিলেন একটি ক্লিনিকে। যেখানে তিনি প্রতিবার Starbuck নামে একটি ছদ্দনামে কনফিডেন্সিয়াল কন্ট্রাক্টে সাইন করেছেন। এর ফলে তিনি প্রায় ৫৩০ জন সন্তানের বায়লোজিক্যাল বাবা হন। অনেক বছর পরে সেই ক্লিনিকের একজন আইনজিবি তার সাথে দেখা করে জানান যে সেই সন্তানদের মধ্যে ১৩৩ জন তাদের আসল পিতাকে দেখার আবেদন জানিয়েছে কিন্তু ক্লিনিক তাতে সায় না দিলে তারা আদালতের স্বরানপন্ন হয়েছে। এবং এর সাথে তারা ডেভিডকে তার সন্তানদের একটি বায়োডাটা ফাইল দেয়। ডেভিড সিদ্ধান্ত নেয় সে তার এই সন্তানদেরকে লুকিয়ে দেখবে এবং এভাবেই এগিয়ে যায় পুরো মুভিটি।

খুবই মজার একটা মুভি। খুব ভাল লাগে যখন ডেভিড প্রতিটি সন্তানের কাছে যায় এবং হতবাক হয় তাদের দেখে। মুভিটি আপনার মধ্যে একটা অজানা আনন্দ দিবে কারন যখন সবগুলো ছেলেমেয়ে এক সাথে ডেভিডকে জরিয়ে ধরে তখন আলাদা একটা মনের কোনায় একটি অনুভুতি আসে।



ডাউনলোড লিংক



০৩) Ender's Game (2013)



একটি মিস্ট্রি-সাইন্স ফিকশন মুভি। গল্পটা একটু ব্যাতিক্রম। একটা এলিয়েন প্রজাতির বিরুদ্ধে পুরো একটি যুদ্ধ করা হয় এবং তাদের একেবারে ধংস করে দেয়া হয় কম বয়সি অল্পকিছু ছেলেমেয়েদের দ্বারা। যদিও মুভির শেষ পর্যন্ত তারা নিজেরাই জানত না যে তারা গেমের আদলে আসলে একটি আসল যুদ্ধ করছে এবং আস্তে আস্তে ধংস করে দিচ্ছে একটি পুরো গ্রহকে। তবে পুরো মুভিটিতে মুলত ফোকাস করা হয়েছে তাদের ট্রেনিং কে। অত্যান্ত সতর্কতা এবং বুদ্ধিমত্তার সাথে এদেরকে ট্রেনিং দেয়া হয়েছে। ছোট ছোট কিছু ছেলেমেয়ে গুলো এমন ভয়ানক একটা কাজ করতে পারে এটা শুধু মাত্র প্রজেক্ট এর পরিচালক ছারা আর কারো বিশ্বাষই হয়নি।

মুভিটির গল্প শুরুতে কিছুটা স্লো তবে কিছুটা সময় গরালে খুব ভাল লাগবে। সাইন্স ফিকশন হিসাবে খুব ভাল একটা মুভি। ছোটদের নিয়ে খুব মজা করে দেখার মত একটা মুভি।



ডাউনলোড লিংকু





০৪) Escape Plan (2013)



জেল পালানো মুভি। তবে এখানে কিছু অন্যরকম ভাবে গল্পটি সাজানো হয়েছে। প্রধান চরিত্র Sylvester Stallone এখানে একজন পেশাজিবি যার পেশা হচ্ছে জেলখানা থেকে পালিয়ে গিয়ে সেই জেলের নিরাপত্তার ঘাটতি গুলো কর্তৃপক্ষকে ধরিয়ে দেয়া। এর জন্য সে বেশ মোটা অংকের টাকাও পায় নিয়মিত। একদিন সিআইএর একজন এজেন্ট একটি জেলের সন্ধান দেন যেটি পালাতে পারলে তাকে বিশাল অংকের একটি টাকার অফার করেন। খুব মারাত্মক ব্যাক্তি মালিকানাধিন এই জেলের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক এবং ব্যাক্তিগত শত্রুদেরকেই আটকে রাখা হয়। সেখাই তার সাতে পরিচয় হয় আরেক প্রধান চরিত্র Arnold Schwarzenegger এর সাথে এবং তারা দুজন মিলেই পরিকল্পনা করে একটি ভয়ান জেল পালানোর।

মুভিটিতে খুব বেশি রক্তারক্তি দেখানো হয়েছে। যাদের হার্ট দুর্বল তারা না দেখাই ভাল। কিছ দৃশ্যে দেখা যায় নিজের ইচ্ছায় ছুরিকাঘাত খাচ্ছে শুধু মাত্র একটা সামান্য কারনে। তবে সর্বোপরি খুব ভাল একটা মুভি এবন একসাথে দেখে ফেলার মত।



ডাউনলোড লিংক



০৫) I Frankenstein (2014)



ফ্রাংকেস্টাইন সম্পর্কে যাদের ধারনা আছে তারা মুভিটা খুব ভাল ভাবে বুঝবেন। আমার ধারনা ছিল মুল ফ্রাংকেস্টাইনকে নিয়ে পুরো গল্পটি। কিন্তু হতাশ হতে হয় যখন দেখি পুরো গল্পটাই ডেভিল আর এঞ্জেল দের মধ্যে যুদ্ধ নিয়া করা হয়েছে। এই ধরনের মুভি দেখতে দেখতে পুরাই বিরক্ত লাগে। এখানে ডেভিলদের পরিকল্পনা থাকে ফ্রাংকেস্টাইন এর মুল ডায়রি টা যেখানে তিনি তার এই মৃত ব্যাক্তিকে জিবিত করার ফর্মুলা লিখেছেন সেটি ছিনিয়ে নেয়া। অন্যদিকে ফ্রাংকেস্টাইন এর সৃস্ট দানবটি তার পরিচয় খুজে ফিরে একই বইয়ে মধ্যে। এর মধ্যে তার সাথে দেকা হয় এঞ্জেলদের এবং পুরো যুদ্ধটির মধ্যে জরিয়ে পরে ফ্রাংকেস্টাইন এর দানব। কিছু ভাল একশন এর দ্রশ্য আছে মুভিটির মধ্যে যা নিংসন্দেহে একশন মুভিপ্রেমিদের ভাল লাগবে। তবে খুব সাদামাটা গল্পের কারনে মুভিটির রেটিং খুবই কম।



ডাউনলোড লিংক



০৬) Last Vegas (2013)



অসাধারন একটা মুভি। চারজন বৃদ্ধ পুরো মুভিটা জুরে শুধু আনন্দই দিয়ে গেছে। চার বন্ধু তাদের শেষ বয়সে এসে তাদের একজন বন্ধুর বিয়ের বেচেলর পার্টির আয়োজন করে লসএঞ্জেলস এ যেখানে তারা তাদের সেরা কিছু সময় কাটায়। কি নাই মুভিটাতে রোমান্স, কমেডি, টুইস্ট সবকিছুই আছে। সব মিলিয়ে ভাল সময় কাটানোর একটি মুভি।



ডাউনলোড লিংকু



০৭) The Last Stand 2013



খুবই লো কোয়লিটির একটা মুভি। এটা সম্পর্কে কিছুই লেখার নাই। এই ধরনের একটা মুভি কিভাবে ৬.৪ রেটিং পায় এটাই আমার কাছে আশ্চর্য লাগে। একটা ফেডারেল জেল পলাতক আসামিকে ধরার জন্য গ্রাম্য এক পুলিশ অফিসার আর তার দলবলের হাস্যকর কিছু একশনের গল্প। Arnold Schwarzenegger কে বেশি হাইলাইট করা হয়েছে। এই বুড়া বয়সে এইসব হাস্যকর মুভি যে কেন বানায় Arnold Schwarzenegger বুঝি না।



ডাউনলোড লিংক



০৮) After Earth 2013



আর একটা সাইন্সফিকশন মুভি। উইলস্মিথ আর তার ছেলের একক মুভি বলতে পারেন। তবে তারা দুই জনই ভাল অভিনয় করেছে। এর আগেও বাপ বেটা দুই জনে একটা ভাল মুভি উপহার দিছিল। তবে এটাতে গল্প পুরোটা বাপবেটা কেন্দ্রিক। বিশেষ করে জাদেন স্মিথকেই পুরো মুভিজুরে পারফর্ম করতে দেখা যায়। বাকিগুলো একেবারেই সাপোর্টিং ক্যারেক্টর হিসাবে থাকে। পৃথিবী থেকে মানুষ পুরোপুরি চলে যাওয়ার অনেক দিন পরের কথা। কোন এক দুর্ঘটনায় একটি স্পেসশিপ পৃথিবীতে এসে পরে এবং সেখানে আহত পিতা এবং মাত্র কৈশর পার হওয়া পুত্রকে নিয়েই পুরো মুভিটি।



ডাউনলোড লিংক





০৯) Carrie (2013)



এটাও একটা হরর মুভি। তবে খুব ভাল হরর বলা যাবে না। তবে মুভিটাতে দেখার মত ভালো কিছু আছে। মুলত একটি সদ্য প্রাপ্ত বয়স্ক অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন কিশোরি যে তার মায়ের সাথে থাকে। তার মায়ের ধারনা মেয়েটি শয়তান। তাই সে মেয়েটির উপর অকথ্য নির্যাতন চালায়। এক সময় মেয়েটি একটি সাজানো প্রেমে পরে এবং যার পরিনতি হয় এক ভয়ানক তান্ডবলিলার মাধ্যমে।

শেষ দিকে দৃশ্যগুলো খুবই অসাধারন করা হয়েছে। পুরো মুভিটাতে আমার কাছে এটাই সবচেয়ে ভাল লেগেছে।



ডাউনলোড লিংক





এইটা কোন মুভি রিভিউ না। এইটা মুভি দেখে আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করার মত।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬

আমিনুর রহমান বলেছেন:




পোষ্টে ভালো লাগা। কয়েকটা দেখেছি। তবে প্রায় সবগুলোই ডাউনলোড করা আছে।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০

অপু তানভীর বলেছেন: কয়েকটি আগেই দেখা ! বাকী গুলো ডাউনলোড দিলাম !

ভাগ্যভাল সব গুলোই আমার ব্রন্ডব্যান্ড সার্ভারে আছে ! :)

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: কমন মুভি সবগুলোই।

৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

এহসান সাবির বলেছেন: ৪৭ রোনিন টা ভালো লাগে নি....

লাস্ট ভেগাস দারুন...

শেষেরটা দেখিনি....

অন্যগুলো চলে...

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২২

বশর সিদ্দিকী বলেছেন: আমার কাছে মোটামুটি লেগেছে। লাস্ট ভেগাসের অভিনেতারা এক সময়ের পর্দা কাপানো শক্তিমান অভিনেতা। সুতারং ভাল কিছুতো হতেই পারে। আর প্রত্যেকটার ডাউনলোড লিংক আছে। চাইলে নামিয়ে ফেলতে পারেন।

৪| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

স্বাধীন জামিল বলেছেন: আমি তো chole grace mortez এর প্রেমে পইড়া গেছি, কি করতাম এখন। Carrie নামাবো এখন B-))

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৭

বশর সিদ্দিকী বলেছেন: আমি অনেক আগেই পরছি। দারুন একটা মাইয়া। B-)) B-)) B-))

৫| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: লাস্ট ভেগাস আর এন্ডারস গেম দারুণ লেগেছে। বাকিগুলো মোটামুটি।

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

বশর সিদ্দিকী বলেছেন: আমার সাতে মিলে গেল :)

৬| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দুয়েকটা দেখেছি বাকিগুলো দেখব।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

বশর সিদ্দিকী বলেছেন: দেখেফেলেন। ডাউলোড লিংকু দেয়া আছে। ইটস মুভি টাইম :)

৭| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
কোনটাই দেখা হয়নাই।
১,৩,৫,৬ দেখার ইচ্ছা আসে ||

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: হায় হায় তুমি তো দেখি অনেক মুভি এখনো দেখ নাই। তারাতারি দেখে ফেল।

৮| ২৬ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৪৬

মিজানুর রহমান মিলন বলেছেন: ভাল লাগল আপনার মতামতগুলি । দেখা হয়নি কোনোটি । সময় করে দেখতে হবে ।

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩০

বশর সিদ্দিকী বলেছেন: দেখে ফেলেন। ডাউনলোড লিংক দেয়া আছে :)

৯| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

মামুন রশিদ বলেছেন: এক মাসে অনেকগুলো মুভি দেখেছেন ।

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩১

বশর সিদ্দিকী বলেছেন: আমি এই মাসে ৩০ টা মত দেখেছি। এগুলো তার মধ্যে নতুন গুলো। ধন্যবাদ।

১০| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৮

অবিবাহিত ছেলে বলেছেন: ডাউনেলাড লিংক দিলে ভােলা হতো...

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: সবগুলারই দেওয়া আছে। টরেন্ট ডাউনলোড লিংক দেয়া আছে।

১১| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: ইদানিং হরর দেখা হচ্ছে খুব। ক্যারি দেখবো। তবে যতদূর জানি, এটা রিমেক। মূল ছবিটা সত্তরের দশকে নির্মিত।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

বশর সিদ্দিকী বলেছেন: ঠিক বলেছেন ক্যারি সত্তরের দশকের নির্মিত একটা হরর।

১২| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

অস্পিসাস প্রেইস বলেছেন: হ্যাঁ, মুভিগুলো কমন কিন্তু বেশিরভাগই দেখার সময় পাইনি। পোস্টটি আমার বেশ কাজে আসবে। ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৩

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অবিবাহিত ছেলে বলেছেন: Delivery Man আর Escape Plan দেখলাম, Delivery Man বেশী ভালো লেগেছে । এখন Last Vegas দেখবো । রিভিউর জন্য ধন্যবাদ ।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

বশর সিদ্দিকী বলেছেন: আনাকেও ধন্যবাদ।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৩২

রাসেলহাসান বলেছেন: আমিও এই মাসে ভরপুর মুভি দেখছি। এজন্য ব্লগেও ঠিকমত আসা হচ্ছেনা। আপনার লিস্টের ২/১ টা দেখা হয়েছে। :)

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২২

বশর সিদ্দিকী বলেছেন: এ বছরের মুভিগুলো তো আরো ভালো হয়েছে

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৪

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকে শুভ নববর্ষ। :)

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৭

ইমিনা বলেছেন: আমার খুব পছন্দের একটা টপিক হলো মুভি রিভিউ। মুভি রিভিউ দেখা মাত্রই পড়ে ফেলি। আপনার এই পোস্ট অনেক আগেই পড়েছি। খুব ভালো লেগেছে। তবে মন্তব্য করে জানিয়ে যাই নি একটা কারনে। সেটা হলো : সবগুলো মুভি দেখে তারপর জানিয়ে যাব।
কিন্তু সবগুলো দেখার সুযোগ হলো না :(
এরকম আরো পোস্টের অপেক্ষায় রইলাম ...

১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৪

বশর সিদ্দিকী বলেছেন: দিয়ে ফেলব আশা করি। ধন্যবাদ কমেন্টস এর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.