নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ফিফা ২০১৪ বিশ্বকাপের স্টেডিয়াম গুলো (পর্ব-২)

২৬ শে মে, ২০১৪ রাত ৮:৩৪

Estádio Nacional Mané Garrincha( ন্যাশনাল গ্যারিন্চা স্টেডিয়াম)



এটা ব্রাজিলের জাতিয় স্টেডিয়াম। এখানে আগে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে এটি শুধু মাত্র ফুটবল খেলার জন্যই ব্যাবহৃত হচ্ছে। এটি প্রথম নির্মান করা ১৯৭৪ সালে। এর নামকরন করা হয় ব্রাজিলের এক সময় ভুবন বিখ্যাত বিখ্যাৎ খেলোয়ার Garrincha. এর নামকরনে।



*পুরো নাম: Estádio Nacional Mané Garrincha

*অবস্থান: Brasília, DF, Brazil

* প্রথম নির্মান : ১৯৭৪০ সালে

* পুনসংস্কার কাজ : ২০১৩ সালে

* মালিকানা: ব্রাজিলের ক্রীরা মন্ত্রনালয়।

* পুনসংস্কার খরচ: ৩০০ মিলিয়ন ডলার

* ধারন ক্ষমতা: প্রায় ৮০০০০ জন



স্টেডিয়ামটি একেবারে নতুন করে সাজানো হয়েছে ২০১৩ সালের কনফেডারেশন কাপের জন্য। এই স্টেডিয়ামটি বর্তমান পৃথিবির দ্বিতিয় সর্বোচ্চ খরুচে স্টেডিয়াম। প্রথমটি ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম। সেটি নিয়ে আর একদিন লেখব। এই স্টেডিয়ামটির সবচেয়ে আকর্ষনিয় এবং দৃস্টিনন্দন দিক হচ্ছে দুর থেকে এর পিলার গুলোর মধ্যে ঢালু সিটিং এরিয়াটা একেবারে স্পস্ট দেখা যায়।



এখানে সর্বোমোট সাতটি খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হল

June 15, 2014 - Switzerland vs Ecuador

June 19, 2014 - Colombia vs Ivory Coast

June 23, 2014 - Cameroon vs Brazil

June 26, 2014 - Portugal vs Ghana

June 30, 2014 - Winner Group E vs Runner-up Group F

July 5, 2014 - Quarter-finals

July 12, 2014 - Third place match





Arena das Dunas(দুনাস স্টেডিয়াম)



সম্পুর্ন নতুন একটা স্টেডিয়াম। এটির অবস্থান ব্রাজিলের নাতাল এলাকায়। স্টেডিয়ামটি ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট ক্রিস্টোফার লি এবং তিনি এও ঘোষনা করে দিয়েছেন যে এই স্টেডিয়ামটি দক্ষিন আমেরিকার সবচেয়ে পারফেক্ট স্টেডিয়াম। স্টেডিয়ামটির সবচেয়ে আকর্ষনিয় দিক হচ্ছে এর শেইপটি। একদিকের ছাদটি একটু কম উচু করে তার অপর পাশে বেশি উচু করে অসাধারন ভাবে একটা কাজ করা হয়েছে।



*পুরো নাম: Arena das Dunas

*অবস্থান: Lagoa Nova, Natal, Brazil

* নির্মান কাজ শুরু : ২০১১ সালে

* মালিকানা: সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানা

* নির্মান খরচ: ১৮০ মিলিয়ন ডলার

* ধারন ক্ষমতা: প্রায় ৪৫০০০ জন



স্টেডিয়ামটি মুলত একটা পুরো ক্রিড়া কমপ্লেক্সে এর একটি অংশ। এখানে একটি শপিং মল, আন্তর্যাতিক মানের আবাসিক হোটেল, এবং একটা আকর্ষনিয় আর্টিফিশিয়াল লেক তৈরি করা হবে পুরো স্টেডিয়ামটিকে ঘিরে। তবে লেকটি মনে হয় এই বিশ্বকাপের দর্শকদের ভাগ্যে দেখা সম্ভব হবে না।



এখানে সর্বোমোট ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে

June 13, 2014 - Mexico vs Cameroon

June 16, 2014 - Ghana vs United States( এই খেলাটা আমি অবশ্যই দেখুম)

June 19, 2014 - Japan vs Greece

June 24, 2014 - Italy vs Uruguay

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিশ্বকাপের উপর তথ্য সমৃদ্ধ পোস্ট। সুন্দর +

২| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: দেখে রাখলাম ।

৩| ২৭ শে মে, ২০১৪ রাত ১২:০০

এম মশিউর বলেছেন: বিশ্বকাপের আগে স্টেডিয়াম নিয়ে সিরিজ পোস্ট অবশ্যই প্রশংসার যোগ্য।

সাথে বিশ্বকাপের টুকিটাকি নিয়ে একটা সিরিজও চালিয়ে যেতে পারেন।


ভালো পোস্ট। :)

৪| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিশ্বকাপের আগে স্টেডিয়ামগুলোর সাথে পরিচয় ও খুটিনাটি ।

ভাল কাজ+++++

৫| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

তবে প্রথমটা * প্রথম নির্মান : ১৯৭৪০ সালে

কন কী!

৬| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৯:৫১

ভালো মেয়ে ১ বলেছেন: nice post....

৭| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: গুড পোস্ট বশর ভাই!
ব্লগে না থাকায় দেরীতে চোখে পড়লো ....
কেমন আছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.