নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সেরা কিছু বিস্ময়কর হোটেল (পর্ব-১)

০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

হোটেল বলতে আমরা সাধারন একটা বিল্ডিং এর ভিতরে কিছু ছোট ছোট বদ্ধ আর বোরিং রুমই বুঝি। কিন্তু পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আর সেই পরিবর্তনের ছোয়া লাগছে এই হোটেল সেক্টরেও। অসাধারন সব আইডিয়া আর বিস্ময়কর সব কাজ। এই ধরনের কিছু হোটেল নিয়েই আজকের এই আয়োজন।



১) Äscher Cliff, Switzerland



সুইজারল্যান্ড এ অবস্থিত এই হোটেলটা সমুদ্র পৃস্ঠ থেকে ১৬০০ মি উপরে। তার মানে এটার প্রায় ১.৫ কিলোমিটার উপরে। এখানে যাওয়ার জন্য আপনি কোন গাড়িতে চরতে পারবেন না। কারন এখনে গাড়ি চলার মত রাস্তা নেই। যাওয়ার জন্য বেশ কিছু ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। প্রথমে হাইকিং করতে হবে। হাইকিং এর জন্য কর্তৃপক্ষ ভালো ব্যাবস্থা করে রেখেছে।



আর দ্বিতিয় হচ্ছে কেবল কারে করে যেতে পারেন। কেবল কারের সিস্টেমটাতে আপনাকে বারতি পয়সা গুনতে হবে সাথে সাথে আপনি পাহারি চমৎকার জঙ্গলের পরিবেশ মিস করবেন। তাই এই হোটেল এর বেশিরভাগ গেস্টই হাইকিং মানে পায়ে হেটে আসেন।



হোটেলের ভিতরে শুধু মাত্র হাইকারদের জন্য অল্পকিছু ব্যাবস্থা করা হয়েছে। এই হোটেলটার আসল সৌন্দর্য হচ্ছে এর সামনের বারান্দার অংশটুকু। সামনেই বিশাল গিরিখাত। তার সামনে জঙ্গলঘেরা পর্বত। হরেক রকমের পাখি আর বন্যপ্রানির বাসস্থান। অসাধারন এক পরিবেশ আপনাকে অসাধারন একটা ফিলিংস দেবে।



২) Hotel Kakslauttanen, Finland



এটি ফিনল্যান্ড এ অবস্থিত। মেরু অঞ্চলের খুব কাছাকাছি হওয়াতে সারাবছরই বরফে ঢাকা থাকে এই এরাকাটি। ফলে এস্কিমোদের বাসস্থান ইগুলুর আদেলে তৈরি করাহয়েছে এই পুরো হোটেলটি।



এখানে অনেক ধরনের থাকার ঘর পাওয়া যাবে। এর মধ্যে কাঠের কেবিন গুলো অন্যতম। সম্পুর্ন কাঠের তৈরি বাড়িগুলো দেখতে খুব পুরোমনে হলেও এগুলোতে ব্যাবহার করা হয়েছে পৃথিবীসেরা প্রযুক্তি।এই ঘরগুলোর মজার বিষয় হচ্ছে কাঠের গুরিগুলোকে কোন কাটাকাটি করা হয় নি। মানে একবোরে আসল কাঠের গুরিদিয়ে প্রত্যেকটি ফার্নিচার তৈরি করা হয়েছে।
আর একটি অসাধারন জিনিষ হচ্ছে গ্লাস ইগলু।



পুরোছাদটি স্বচ্ছ কাচের তৈরি হওয়াতে বরফের জঙ্গলটি পু্রোপুরি ভাবে আপনি উপভোগ করতে পারবেন। বিশেষ করে রাতের বেলা আকাশের মেরুর অরোরা দেখার দৃশ্য কেউ ভুলতে পারবে বলে মনে হয় না।



এছারাও এখানকার পুরো অঞ্চলটি বরফাবৃত জঙ্গল হওয়াতে আপনি স্লেজিং, হাইকিং সহ চমৎকার সময় কাটাতে পারবেন।



৩) Ladera Resort, St. Lucia



ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জের সেন্টলুসিয়াতে অবস্থিত। সেন্টলুসিয়া পর্বতে ঘেরা খুব ছোট ছিমছাম পাহারি জঙ্গলে ঘেরা একটি দ্বিপ। মাত্র ৩২ টা সুইট আছে হোটেলটাতে। প্রত্যেকটাতে রয়েছে বেড, নিজস্বড্রইং, ডাইনিং, কিচেন, এবং অসাধারন একটা সুইমিং পুল।



পুরো হোটেলটা নির্মান করা হয়েছে দুইটা পর্বতের মাঝসন্ধিখনে। এমন একটা পজিশনে যেখন থেকে আপনি পুরো সাগরটার একটা বিশাল অংশ দারুন ভাবে উপভোগ করতে পারবেন। বিশেষ করে ঝরের দিনে অথবা শিতের কুয়াসাতে। প্রত্যেকটি মুহুর্ত মেমেরবিল হবে আপনার জন্য।



পাহার গুলো আগ্নেয় পাথর হওয়াতে এই ধরনের একটা রিস্কি পজিশনে এতবর একটা স্ট্রাকচার নির্মান করা সম্ভব হয়েছে। এটি নির্মানের সময় নির্মাতাদের প্রতি কর্তৃপক্ষের শর্তছিল কোন গাছ কাটা যাবে না। অসাধারন এইকাজটি সম্পন্য হয়েছিল কাঠদ্বারা।

কারন সিমেন্টিং করতেগেলেই পচুর পরিবেশ দুষন হওয়ার সম্ভাবনা ছিল।



হোটেলের দুই পাশদিয়েই খারা গিরিখাদ নেমে গেছে। যার ফলে কোন বারান্দায় গিয়ে দারালেই আপনার মধ্যে আলাদা ভয় মিশ্রিত একটা ভাললাগার সৃস্টি হবে। তাছারা রয়েছে সমুদ্রের ফ্রেস বাতাস আর দৃস্টিনন্দন প্রকৃতি।

৪) The Manta Resort, Zanzibar



কল্পনাতে মাঝে মধ্যে যে জিনিষ গুলা আসে এরা সেই জিনিষগুলাই করে রাখছে। হোটেলটা করা হয়েছে মাঝ সমুদ্রে। দ্বিতল বিশিষ্ট হোটেল রুমগুলোর প্রধান বৈশিষ্ট হচ্ছে নিচের তালাটি পানির নিচে অবস্থিত।



একেবারে লাইভ একুরিয়াম এর মতন। ডিফারেন্ট হচ্ছে এখনে মাছের বদলে মানুষ বাক্সের মধ্যে থাকবে। এখানে আপনার বেডের জানালা গুলাই সেই একুরিয়ামের মাছ দেখার উপায়। প্রশান্ত মহাসাগরিয় ছোট দ্বিপ জাঞ্জিবারে অবস্থান হওয়াতে পানি একদম পরিস্কার। ফলে খুব সহজেই ডুব দিতে পারবেন কাধে অক্সিজেন আর মাস্ক লাগিয়ে।



অথবা চাইলে ঘুরে আসতে পারেন দ্বিপের পাহারি প্রাকিতিক পরিবেশ। অসাধারন একটা হোটেল। আমার ইচ্ছে করতেছিল এইটারে একনাম্বারে দেয়ার জন্য।

৫) Conrad Maldives, Rangali Island



এইটা খুব কাছেই আছে। আমাদের সার্কভুক্ত দেশ মালদ্বিপের রাঙ্গেলি দ্বিপে অবস্থিত এই হোটেলটি। এখানকার পানি, মাটির শেইপ এবং মাছের প্রজাতি এতটাই বিচিত্রকর যে নির্মাতারা এই পুরো বিষয়টা কেই অন্যভাবে দেখেছেন। তারা পুরো হোটেলটাকেই পানির নিচে নিয়ে এনেছেন



পানির নিচ থেকে এর এক্সেটেরিয়র দেখলে মনে হবে কোন সাইন্সফিকশন মুভির ট্রেইলার দেখা যাচ্ছে। পুরো হোটেলটারে পানির নিচে প্রিফেব্রিকেশন করে বসানো হয়েছে। কাচের ছাদ হওয়ার কারনে চারপাশের মাছ এবং প্রাকিতিক পরিবেশ অসাধারন ভাবে দেখা যায়।
এখানে রয়েছে ডাইনিং, সার্ফিং এর ব্যাবস্থা এবং একটি অত্যাধুনিক হোটেলের সকল সুবিধাদি। রয়েছে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল সুবিধা। রয়েছে অসাধারন সব বেডরুম সু্ইটস এবং সবচেয়ে মজার জিনিষ আন্ডার ওয়াটার এলিভেটর।



অনেকে আবার বিয়েস্বাদিও সেরে নেন এমন অসাধারন একটা স্থানে।

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩

মুদ্‌দাকির বলেছেন:

আসলেই বিস্ময় কর

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

বশর সিদ্দিকী বলেছেন: আসলেই বিস্ময়কর

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২

মামুন রশিদ বলেছেন: দারুণ!

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

বশর সিদ্দিকী বলেছেন: :)

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। পরে সময় করে পড়তে হবে।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

বশর সিদ্দিকী বলেছেন: ঠিক আেছ। অনেক ধন্যবাদ :)

৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

চমৎকার পোস্ট ।

ভালো থাকবেন :)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২২

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন নিরন্তর

৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

মদন বলেছেন: +++++++

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২২

বশর সিদ্দিকী বলেছেন: ভালো আছেন ভাই??

৬| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪

দ্য েস্লভ বলেছেন: অসম্ভব সুন্দর

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৩

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেখর সুমন ভারতের উপস্থাপক এক শৌতে ফান করে বলছিলেন- .. স্বর্গে আর কি কি সুবিধা দেয়া যায়- তা নিয়ে চিন্তিত ইশ্বরের সভা। কারো মুখে রা নেই। সবাই খুব চিন্তিত। তো সেই পারিষদের বিজ্ঞ দূত হঠাৎ বল্লেন- প্রভু এক কাজ করলে পারি!
সবাই মূখ ফিরিয়ে তাকাল কি কাজ??

প্রভু পৃথিবীতে কাউকে পাঠীয়ে দিন দেখৈ আসুক ফাইভ ষ্টার হোটেল গুলোতে তারা নতুন নতুন কি কি সুবিধা দিচ্ছে!!!!!! :P :P

সেইটা ... না হয় স্বর্গে যুক্ত করে দেবেন!!!

আপনার পোষ্ট পড়ে শুধূ সেটাই মনে হচ্ছে ;)
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

আসলেই মানুষ তার সৃষ্টি দিয়েই বুঝী নিজেকে অতিক্রম করে যায়.. যুগে যুগে

+++

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৬

বশর সিদ্দিকী বলেছেন: মুসলিম ধর্মমতে বলা হয় মানুষ সৃস্টির আগে ইশ্বরের স্বর্গেই ছিল। তাই তাদের মানষিকতার মধ্যে সেই সৌন্দর্যের সামান্য ছিটেফোটা আছে। আর সেটাই অল্প করে তারা পৃথিবীতে করে দেখাচ্ছে। যদি সৃস্টিকর্তার সৃস্টি এত সুন্দর করে কোন কিছু সাজাতে পারে তাহলে ভাবার বিষয় ইশ্বর কত সুন্দর করে সাজাতে পারবেন।

সুমন সাহেব বিষয়টা এই দৃস্টিকোন থেকে হয়ত চিন্তা করেন নাই। তিনি সৃস্টিকর্তাকে নিয়েই ডাইরেক্ট ফান করেছেন।

৮| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার হোটেলগুলো । হুম ঘুরে আসতে হবে । B-)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৭

বশর সিদ্দিকী বলেছেন: পেকেটর অবস্থা ভালো থাকলে ঘুরে আসতে পারেন। ভাল একটা অভিজ্ঞতা হবে।

৯| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪১

নতুন বলেছেন: জটিল জায়গা.. কিন্তু ঐখানের স্টাফের কস্টের কথা মনে হয়ে কস্ট লাগতেছে..

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২১

বশর সিদ্দিকী বলেছেন: কেন কস্ট কেন। স্টাফদের বেতনও ওই ভাবে দেয়া হয়। যেমন জাঞ্জিবারে যে মেয়েটা খাবার দেয়। তাকে প্রতিবার পানিতে গ্যাস মাস্ক পরে ঝাপ দিতে হয়।

১০| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৫

আমি তুমি আমরা বলেছেন: অসাধারন

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০০

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

১১| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৬

ব্ল্যাক পাইরেট বলেছেন: অসম্ভব ভালো লাগলো তবে ইগলুর বাসা টাইপের হোটেলটা জোস ছিল... প্রিয়তে না নিয়ে পারলাম না ;)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১

বশর সিদ্দিকী বলেছেন: ইগলুটা আমারও ভাল লাগছে

১২| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৭

হিমুস্টাইন বলেছেন: অসাধারণ ! বাকরুদ্ধকর B:-) B:-) B:-)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১

বশর সিদ্দিকী বলেছেন: :-B :-B :-B

১৩| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারন সুন্দর পোস্ট।+++

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৩

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন

১৪| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

নতুন বলেছেন: লেখক বলেছেন: কেন কস্ট কেন। স্টাফদের বেতনও ওই ভাবে দেয়া হয়। যেমন জাঞ্জিবারে যে মেয়েটা খাবার দেয়। তাকে প্রতিবার পানিতে গ্যাস মাস্ক পরে ঝাপ দিতে হয়।

:) ৬ বছর এই লাইনে কামলা দিতেছিতো তাই এই সব দূগম স্হানে হোটেলে ৫তারা মানের সাভিস দিতে কতটা কস্ট করতে হয় সেই ব্যাপারে কিছুটা অনুমান করতে পারি...

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: বাহ দারুন তো। আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমরাও কিছু শিখি আপনার কাছ থেকে। ভবিষ্যাতে কাজে লাগবে হয়ত বিষয়গুলো।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

নতুন বলেছেন: কি কি বিষয়ে জানতে আগ্রহী আপনি?

গতকাল সানডা্ন্স ইভেন্ট ছিলো আমাদের হোটেলে...

এই রকমেরই ইভেন্ট...( এটা আগের একটা ইভেন্টের ভিডিও)


আমি স্টেজের ডানের বারের দায়িত্বে ছিলাম...

আমি পাটি` এনিম্যাল না... তাই ডিজে আমার ভাল লাগেনা.. :)

অভিঙ্গতা >>

ডিউটিতে গেছি ১০টায় >> ইভেন্টে দুপুর ২টা থেকে রাত ২টা পযন্দ..= ১৬ ঘন্টা ডিউটি

* ২টা থেকে রাত ১টা পয্ন্ত দৌড়া দৌড়ি...
* ২টা থেকে ৭টা পযন্ত মাইক্রস সিসটেম আর ক্রেডিট কাডের ম্যাশিন গুলি ঠিক করার জন্য ২ ডিপাডমেন্টের পাবলিকের ফুনাইছি.. ঠিক করতে করতে ৭/৮ টা বাজাইছে...
* ক্রেডিট কাড সিসটেম কাজ করেনাই তাই জীবনের সবচেয়ে গালি খাবার রেকড হইছে...
* আজ বন্ধ এখন বিকেল ৫.১০ মি: এখন পযন্ত ক্লান্তি কাটে নাই...
* মাতাল গেস্ট টেকা না দিয়া চইলা যাইতেছিলো... ক্যাসিয়ার পেছনে পেছনে দৌড়াইয়া গেস্টের মোবাইল নিয়া আইছে...পরে টেকা দিয়া মোবাইল নিয়া গেছে...
* এক গেস্ট ২৬০০০টাকার ভোদকা নিয়া ক্রেডিট কাড রাইখা চইলা গেছে...পরে তারে নিয়া পুলিশ পযন্ত গেছি... :)
* এই ইভেন্ট ম্যনেজার ছিলো নতুন... তাই পযাপ্ত ড্রিংস স্টকে ছিলো না... তাই আমার আরেক কলিগ পুরা ইভেন্টের সময়ে এই বিভিন্ন স্টোর থিকে ড্রিংস খুইজা নিয়া আইছে..
* এই সময়ে ২ লি: পানি পান করেছি... কিন্তু টয়লেটে যাইতে হয়নাই.. >> যেই পরিমান ঘাম ঝরছে তাতে যাইতে হয়নাই.. :(
* দুপুর ২টা থেকে রা২ দুইটা মাঝে ৩০মি: খাবার জন্য ব্রেক নিছিলাম..

কে কি বাজাইছে সেইটা দেখার টাইম পাইনাই...যদিও ৫০ ফুটের মধ্যেই স্টেজ.... সামনেই সব বাজাইছে... কিন্তু টাইম হয়না ;)

কবি লালন ফকির বলেছিলেন>>> লালন মরলো জল পিপাসায় থাকতে নদী মেঘনা....

এই হইলো স্টাফের নজরে সানডান্স ইভেন্ট ;)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১২

বশর সিদ্দিকী বলেছেন: ভাই। আপনারা আসলেই অনেক কস্ট কইরা পয়সা কামান। স্যালুট আপনাগো।

১৬| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১

নতুন বলেছেন: ভাই আমরা যারা এই হোটেল ইন্ড্রাস্টিতে আছি তাদের জীবন যাত্রার মান খুবই ভাল বলা যায়...

থাকা খাওয়া অন্যান্য শুবিধা সবই ভাল পায়....

কিন্তু যারা রাস্তায়/কন্সট্রাকসন কম্পানী/খেত খামারে..বা কিছু লেবার সাপ্লাই কম্পানী তে কাজ করেন তারা মানবেতন জীবন জাপন করে...

১২ ঘন্টা ডিউটি তারপরে... রান্না/খাওয়া>> ঘুম >> পরের দিন আবার কামলা...

না দেখলে বিশ্বাস হয়বেনা আপনাদের এদের থাকার অবস্হা... এক রুমে অনে মানুষ থাকে... :(

এরা দেশে গেলে তাদের অবহেলার দৃস্টিতে দেখে.... কিন্তু এদের কামাই করা টাকা ফোটা ফোটা ঘাম ঝড়ানো.... ঘুষে/দূনিতির টাকা না...

১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বশর সিদ্দিকী বলেছেন: আমি সবসময়ই মনে করি এদের এই ঘমঝরানো টাকাই আমাদের অর্থনিতির চাকা সচল রাখছে। তাই তারা সম্মান প্রাপ্য।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭

সোহানী বলেছেন: ও মাই গড !!! এইগুলা কি !!!! মাথা নস্ট হবার যোগার !!!!

বিদ্রোহী ভৃগু এর কৈাতুকটা দারুন হয়েছে...............

লিখায় +++++

১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বশর সিদ্দিকী বলেছেন: আমি উনার কৌতুকটা একটু অফেন্সিভ হিসাবে নিয়েছি। তবে আপনাকে। কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ।

১৮| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: অস্থির!

১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

বশর সিদ্দিকী বলেছেন: হামা ভাই কেমন আছেন। আমি ভাবছি আপনে ব্লগে কম আসেন। অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭

রাবেয়া রব্বানি বলেছেন: দেখে মনে হচ্ছে টাকা দরকার। জন্ম নিয়ে দুনিয়ায় এসব জায়গায় না গেলে অন্যায় হবে।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬

বশর সিদ্দিকী বলেছেন: অত বেশি না তবে হ্যা কিছু টাকার তো দরকার হবেই। প্রয়োজন ইচ্ছা আর একটা চমৎকার পরিকল্পনা।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট, আরও চমৎকার এই অংশটিঃ লেখক বলেছেন: মুসলিম ধর্মমতে বলা হয় মানুষ সৃস্টির আগে ইশ্বরের স্বর্গেই ছিল। তাই তাদের মানষিকতার মধ্যে সেই সৌন্দর্যের সামান্য ছিটেফোটা আছে। আর সেটাই অল্প করে তারা পৃথিবীতে করে দেখাচ্ছে। যদি সৃস্টিকর্তার সৃস্টি এত সুন্দর করে কোন কিছু সাজাতে পারে তাহলে ভাবার বিষয় ইশ্বর কত সুন্দর করে সাজাতে পারবেন।

সুমন সাহেব বিষয়টা এই দৃস্টিকোন থেকে হয়ত চিন্তা করেন নাই। তিনি সৃস্টিকর্তাকে নিয়েই ডাইরেক্ট ফান করেছেন।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮

বশর সিদ্দিকী বলেছেন: এটা এই ব্লগের অনেকেরই আছে। উনারা নিজেদেরকে অত্যাধিক মাত্রার জ্ঞানি মনে করেন। আসলে তারা পাশ্চাত্যকে ফলো করতে গিয়ে নিজেদের পিছনেরা কাপর বিলিয়েদিচ্ছে। ইউনো হোয়াট আই মিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.