নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সর্বোচ্চ আবাসিক ভবনগুলো

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬

আবাসিক ভবন মানে যেখানে শুধুমাত্র বসবাস করার জন্য ব্যবস্থা করা হয়। সেখানে অন্যকোন কিছু থাকবে না। এবং সঠিক আবাসনের জন্য সকল রকমের সুবিধাদি থাকবে।

সর্বোচ্চ আবাসিক ভবনের লিস্ট করতে গেলে প্রথমেই আসে দুবাই এর দুবাই মেরিনা ব্লকের বিল্ডিং গুলা। এখানের ৭টা বিল্ডিং বর্তমানে পৃথিবির সর্বোচ্চ ১০ টা আবাসিক ভবনের স্থান দখল করে রাখছে। একটা ব্লকের মেধ্য এতগুলা একশ তলা বিল্ডিং দেখতে আসলেই ভালো লাগে।

সর্বোচ্চ বিল্ডিং হচ্ছে এই ব্লকেরই প্রিন্সেস টাওয়ার। ১০১ তলা বিল্ডিংটাতে ৭৬৩ টা ফ্লাট আছে আর তার জন্য আছে ৯৭৩ টা পার্কিং যা ৬ টা বেইজমেন্ট ফ্লোরে ভাগ করা। পুরা বিল্ডিংটাতে প্রায় ১৮ লক্ষ স্কয়ার ফিটের মতন ফ্লোর এরিয়া আছে। আমার জীবনে ৪২হাজার এর উপরে এখনো ফ্লোর এরিয়া হিসাব করি নাই।

এর পরেই আছে একই সাথে 23 Marina, Elite Residence, The Marina Torch নামক ভবন গুলো। সবগুলাই ওই ছবিতেই আছে।



পাচ নাম্বারে আছে অস্ট্রেলিয়ার Q1 (building)। সর্বোমোট ৭৮ তালা বিল্ডিংটার একদম টপ ফ্লোরে একটা দারুন অবজারভেটরি আছে। পুরো কুইন্সল্যান্ড শহর দেখাযায় এই অবজারভেটরি থেকে। এটা ভিতরে বিউটি পার্লার হতে শুরু করে একটা পরিবারের বসবাস করতে যা যা প্রয়োজন মোটামুটি সবই আছে



নাম্বার ৬ এবং ৭ হচ্ছে HHHR Tower এবং Ocean Heights দুইটাই প্রথম দেওয়া ছবিটাতে দেয়া আছে। সেই হিসাবে সর্বোমোট সাতটি সর্বোচ্চ ভবন একই স্থানে নির্মিত হয়েছে।



এর পরেই আছে সায়ান টাওয়ার। দারুন এই আবাসিক ভবনটার মুল আকর্ষন হচ্ছে এর মোচরানো স্টাইল। অনেকেই বিষয়টা জানেনা যে এই বিল্ডিংটা দুইবাইতে ওই মেরিনা ব্লকেই আছে। এই বিল্ডিংটা আর্কিটেক্টদের ভবন নির্মান সম্পর্কিত ধারনাকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে। এটি সর্বোমোট ৮০ টা ফ্লোর আছে বিল্ডিংটাতে। ফ্লোর এর প্যাটার্ন এমন ভাবে করা হয়েছে যে বাইরে থেকে দেখলে মনে হয় পুরো বল্ডিংটা মোচর মাইরা আছে। কিন্তু আসলে ডিজাইন দেখলে বুঝা যাবে ট্রিকরটা। সিত্যকার অর্থে বিল্ডিংটা সোজাই আছে। কিন্তু ফ্লোর এর প্যাটার্ন এবং এক্সটেরিয়র টাতেই বিশাল একটা ট্রিকস করা হয়েছে।



৯ নাম্বারে আছে ইত্তিহাদ টাওয়ার। খুবই পরিচিত একটা ভবন। একই সাথে ৫ টা বিল্ডিং নির্মান করা হয়েছে একই স্থানে এবং প্রায় একই স্টাইলের ডিজাইনে। এর মধ্যে সর্বনিম্নটার ফ্লোর ৫৪ এবং সর্বোচ্চ ৮০টি। এটিও দুবাইতে অবস্থিত।



সর্বশেষ লিস্টে আছে রাশিয়ার মস্কোতে অবস্থিত সিটি অফ ক্যাপিটালস। বিল্ডিংটার উচ্চতার সাথে করা হয়েছে ছোট একটা ট্রিকস। কিছু ফ্লোর পর পরই হালকা করে একটু ক্যান্টিলিভার করা হয়েছে। নিচে থেকে দেখে মনে হয় ওই ফ্লোরগুলো পিছলিয়ে যাচ্ছে। এটাই এই বিল্ডিংটার মুল আকর্ষন। একই সাথে এইটার একটা সিস্টারও দারিয়ে আছে পাশেই।



এছারাও আরো কিছু উল্লেখ করার মত আবাসিক ভবন আছে যেমন



১) We've the Zenith Tower A
দক্ষিন কোরিয়ার একটা অসাধারন কাজ।



২) Eureka Tower
অস্ট্রোলিযার মোলবোর্নে অবস্থিত এটিও একটি অসাধারন আর্কিটেকচারাল ডিজাইন।

মন্তব্য ২৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৪

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট।

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: :)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার সব বিল্ডিং ।

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

বশর সিদ্দিকী বলেছেন: আসলেই চমৎকার। ভালই লাগে বিল্ডিং গুলো দেখতে। অনেক ধন্যবাদ কমেন্টস এর জন্য।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট । ২য় ভালোলাগা +++++++++

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

আহসানের ব্লগ বলেছেন: +++++

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

বশর সিদ্দিকী বলেছেন: প্লাসিত হইলাম

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সব গুলার ছবি উঠিয়ে নিয়ে আসবো একদিন গিয়ে , ফিরে এসে সামুতে ছবি ব্লগ পোষ্ট দিবো B-) B-)

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

বশর সিদ্দিকী বলেছেন: যামু যামু আমরাও একদিন যামু। দেইখেন। :)

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১

ইমরান আশফাক বলেছেন: চমৎকার লাগলো। ++++

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ :)

৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

সোহানী বলেছেন: ওয়াও ..... অসাধারন কিছু জানলাম ও দেখলাম ....

একশত ++++++++

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

বশর সিদ্দিকী বলেছেন: একশন বার প্লাসিত হইলাম। অনেক ধইন্যা :)

৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০

ডি মুন বলেছেন: খুব সুন্দর পোস্ট।

প্রিয়তে নিয়ে রাখলাম।

+++++

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

বশর সিদ্দিকী বলেছেন: :)

১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস !!! ++++

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

বশর সিদ্দিকী বলেছেন: :)

১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোস্ট++++

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭

বশর সিদ্দিকী বলেছেন: :)

১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০১

হাসান মাহবুব বলেছেন: +++

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরি বাপস্‌...

কি উচা উচা!! এত্ উচা বানাইল কেম্তে?

নাকি নীচে বানাইয়া পরে ঠেইলা খাড়া করায় দিছে :P :P =p~ =p~ =p~

+++++

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: সিস্টেমডা অনেকটা ওই রকমই। নিচে বানাইয়া ঠেইলা খারা করাইয়া দেওয়ার মতই। বর্তমান সময়ে সুউচ্চ ভবন বানোনো হয় প্রিফেব্রিকেশন করে। সো আপার এই হাস্যকর কমেন্টটিই আসলে সত্যি। :)

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.