নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৌশলি বশর সিদ্দিকী

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী

আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।

বশর সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

প্রাচিন অস্ত্র:- Catapult

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১



Catapult

Catapult এক ধরনের উৎক্ষেপন যন্ত্র। কোন কিছু খুবই জোরে ছুরে মারার খুবই প্রাচিন একটা কৌশল। কিন্তু এই জিনিষটা একটা কাজেই সবচেয়ে বেশি ব্যাবহৃত হত আর সেটা হচ্ছে যুদ্ধ।



Catapult এর ইতিহাস খুবই সমৃদ্ধ। জানা মতে প্রথম Catapult এর ব্যাবহার হয় গ্রিকদের দ্বারা। খ্রিস্টপুর্ব ৪০০ বছর আগে প্রাচিন গ্রিক কলোনি Syracuse এর তৎকালিন রাজা Dionysius the Elder তার প্রজাদেরকে নির্দেশ দেন Carthage দের সাথে একটা দির্ঘ যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্য। তখন তিনি যুদ্ধের জন্য নতুন কিছু অস্ত্রের সন্ধান করতে থাকেন। তখনই তার দেশের এক ইঞ্জিনিয়ার ক্যাটাপুল এর ধারনা দেন।



আলেক্সন্ডার দ্যা গ্রেট এর পিতা Philip of Macedon এই যন্ত্রটার আরো উন্নতি করেন। আর আলেক্সন্ডার এইটার অসাধারন ব্যাবহার করেন পুরো পৃথিবী জুরে। দখর করে পৃথিবীর প্রায় বেশির ভাগ অংশ। পরবর্তিতে রোমানরা এটাতে আরো চমৎকার সব উন্নতি সাধন করে। আর সবচেয়ে ভয়ানক অবস্থা করে চেঙ্গিস খান। তিনি শুধু এই জিনিষ দিয়ে অত্যান্ত সুন্দর সুন্দর শহর মাটির সাথে সম্পুর্ন মিশিয়ে দেন। চেঙ্গিস খান সবসসয় উপুর্যপুরি হামলা করতেন যাতে কোন উচু স্থাপনা দারিয়ে না থাকে।



Catapult সাধারনত তিন ধরনের হত

১) Ballista



Ballista মুলত একটা বিশাল তীর ছোরার যন্ত্র। বাইবেলে এই জিনিষের অস্তিত্বের প্রমান পাওয়া যায়। এটি গ্রিক, রোমান, এবং ইংরেজরা বেশি ব্যাবহার করত। দুই পাশে দুটি হাতলের সাথে রশিটি বাধা থাকতো যেমনা সাধারনত একটা crossbow তে থাকে। রশি হিসাবে মানুষের চুল অথবা বিভিন্ন জন্তুর পাকানো লোম ব্যাবহার করা হত। এই যন্ত্রটির সবচেয়ে মারাত্মক সুবিধা ছিল এর একুরেসি। আর যেই এক লাইনে দারানো সৈন্যদের জন্য এটি ছিল আরো মারাত্মক। এই ঘাতে চার থেকে পাচজন সৈন্য কুপোকাত হত এর সাহায্যে। সাধারনত তীর ছারাও কাঠের তৈরি একধরনের মারাত্মক অস্ত্র ছোরা হত এই মাধ্যমে।



২) The Springald



একই জিনিষ তবে ব্যাবধান হচ্ছে এটিকে ব্যাবহার করা হত স্থাপনার বিরুদ্ধে। যখন কোন দুর্গে আঘাত হানার সময় খুব সুক্ষ কোন স্থানে একেবারে একুরেটলি আঘাত হানার প্রয়োজন হত তখন এটি ব্যাবহার করা হত। খুবই মজার বিষয় হচ্ছে এই যন্ত্রথেকে ছোরা তীরের পিছনে রশি বাধা থাকতো। তাই যখন এটি কোন স্থাপনার সাথে গেথে গেলে রশি ধরে সেন্যরা খুব জোরে হেচকা টান দিলে খুব সহজেই কাঙ্খিত স্থাপনাটি ভেঙে পরত।



৩) Mangonel



ক্যাটাপুলের কথা শুনলেই সবাই প্রথমেই এটিকেই মনে করে। এবং বেশির ভাগ মানুষই এটিকেই একমাত্র ক্যাটাপুল মনে করে। কিন্তু এটির আসল নাম হচ্ছে Mangonel। এটি মুলত বিশাল সব পাথর ছুরতে ব্যাবহার করা হত। এটি মুলত siege করা অস্ত্র হিসাবে যুদ্ধ ক্ষেত্রে ব্যাবহার হত। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের সেনাবাহিনি এটির অনেক ধরনের ডিজাইনে ব্যাবহার করেছে। মুলত প্রাচীন রোমানরা খ্রিস্টের জন্মের ৪০০ বছর আগে এটি আবিস্কার করেন। কাঠের তৈরি এই যন্ত্রটা একটা পাথরকে সর্বোচ্চ ১৩০০ থেকে ১৫০০ ফিট পর্যন্ত উপরে উঠাতে পারতো। Mangonel এর মধ্যে আবার Onager নামক আর একটা আছে যেটিতে টরশন শক্তি ব্যাবহার করা হত। সাধারন রশিকে পেচিয়ে তার মধ্যে কেন্দ্রিভুত শক্তিকে ব্যাবহার করে পাথর ছোর হত।

Trebuchet



ক্যাটাপুল এর মধ্যে সবচেয়ে মারাত্মক। এই জিনিষ দিয়ে প্রাচিন কালে কোন শহর আক্রমন করলে ওই শহরের আর কোন চিন্হ থাকতো না। ধুলার সাথে মিশে যেত। এটি এক ধরনের Mangonel তবে একটু আলাদা। এটিতে পাথর ছোরার মাথাটি কেন্দ্র থেকে অনেক দুরে থাকতো এবং সেই মাথা থেকে পাথর গুলোকে একটি লম্বা চামরা সাথে ঝুলিয়ে দেয়া হত। গুরোতে এমন একটা চমৎকার মেকাক্সি থাকতো যে খুব অল্প লোকমিলে এই জিনিষ পরিচালনা করতে পারে। এই পাথর ছোরার স্পিড এবং হিট ডেমেজ ছিল মারাত্মক। চেঙ্গিস খান এই জিনিষ ব্যাবহার করেছিলেন তার পুরো জীবনে। মারাত্মক এই জিনিষ পৃথিবীর অনেক বিখ্যাত শহর ধংস্বের জন্য দায়ি।





এবার দেখি কি কি জিনষ ছোরা হত এই Catapult দিয়ে



১) খুব ভারি পাথর

২) প্রচন্ড ধারালো এবং বিশাল সাইজের তীর

৩) darts(একধরনের তীর)

৪) গ্রিকদের আগুনের পাত্র (ধারনা করা হয় তেলের সাথে বিস্ফোরক জাতিয় মিশ্রিত করে দেয়া হত বেশি ধংস্বের জন্য)

৫) চুনাপাথর( খুবই মারাত্মক জিনিষ। ছোরার পরে বাতাসের সাথে ঘর্ষনের ফলে আগুন ধরে যেত এবং যেখাইনেই পরত আগুনের টুকরার মতন পরত। এমনকি পানিতে পরলে আরো জোরে জ্বলে উঠত)

৬) প্রজ্জলিত আলকাতরা( আলকাতরাতে আগুন লাগিয়ে ছোরা হত। যাদের গায়ে পরত জ্বলে পুরো ছারখার হয়ে যেত)

৭) প্রজ্জলিত বালি( একধরনের বালি ছিল যাতে আগুন লাগিয়ে ব্যাগে ভরে ছুরে মারা হত)

৮) মানুষ বা প্রানির বিষ্ঠা

৯) মৃত প্রানির শরির( বেশির ভাগই পচা থাকতো)

১০) মৃত সৈন্যদের অঙ্গপ্রত্যেঙ্গ( কাটা মাথা) অথবা মাঝে মধ্যে আস্ত বডিই ছুরে মারা হত। এতে বিপক্ষ সৈন্যদের মনোবল ভেঙ্গে যেত।

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

সুমন কর বলেছেন: মুভিতে প্রচুর দেখেছি। অাজ অাপনার পোস্ট পড়ে ইতিহাসগুলো জেনে নিলাম।

ভাল পোস্ট।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

বশর সিদ্দিকী বলেছেন: মুভিতে দেখে না আমি বেশি দেখেছি এইজ অফ আম্পায়ারে

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: দারুণ একটা পোস্ট সন্দেহ নাই। পোস্টটাকে ধারাবাহিক করে প্রাচীন অস্ত্র সম্বন্ধে পাঠককে ধারণা দিতে পারেন। মন্দ হবে না কিন্তু।
তথ্যঋণ স্বীকার করা দরকার ছিল মনে হয়। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

বশর সিদ্দিকী বলেছেন: আমি এই কাজটা করি না। কারন তথ্যগুলো এক স্থান থেকে আসে না। অনেকগুলো ওয়েব সাইট থেকে আসে। ধন্যবাদ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

রাঘব বোয়াল বলেছেন: পোস্টে +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

বশর সিদ্দিকী বলেছেন: :)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

বৃতি বলেছেন: খুব সুন্দর পোস্ট। ভাল লেগেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

বশর সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

সোহানী বলেছেন: বশর ভাই, এমনিতেই দেশে ছোড়াছুড়িতে (পেট্রোল বোমা, বাক্য/কথা, ঢিল, গুলি) পেরেশান। তার উপর আপনি আরো কৈাশলী ছোড়ার যন্ত্র হাজির করলেন... এইটা কিছু হইলো.... X(( X(( X(( X(( X(( X((

মাইনাস দিমু ভাবতে ভাবতে প্লাস দিয়া ফালাইলাম B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: খাইছে এইটা তো চিন্তা করি নাইক্যা। আসলেই তো। বিষয়টা নিয়া ভাবতে হবে।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

রিয়াদমিনোর০০৭ বলেছেন: মচৎকার পোষ্ট :v
আসোলেই মন্ত্রমুগ্ধের মত পড়েছি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইলো।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

ইমরান আশফাক বলেছেন: ভিডিও আপলিংক দিলে বুঝতে সুবিধা হত। তাপরও পোস্ট টা ভালো লেগেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: ভিডিও দেয়ার কথা মনে ছিল না। ধন্যবাদ উপদেশটির জন্য। নেক্সটটাইম ভিডিও দেয়ার চেস্ট করবো

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

কলমের কালি শেষ বলেছেন: ইংলিশ যুদ্ধের মুভিতে অনেক দেখেছি । পোস্ট এ ব্যপক ভাললাগা । ++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: আমি বেশি দেখছি কম্পিউটার গেমস এইজ অফ আম্পায়ার এ।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ ইন্টারেস্টিং।

প্লাস দিলুম :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ :)

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: ম্যাঙ্গুনেল বেশি ভাল লাগলো । অনেক মুভিতে ওটার ব্যবহার দেখি ।বিশাল পাথর ছুড়ে প্রতিপক্ষের দূর্গ ভেঙ্গে দিচ্ছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

বশর সিদ্দিকী বলেছেন: হ্যা। এটা সত্যিকার ভাবেই দুর্গ ভাঙচুর করতো। আরো ভয়ানক ছিল এটাতে করে তেল ভর্তি মটকা ছুরে দেয়া হত। আর সেই মটকা পথিমধ্যে আগুন তির দিয়ে জালিয়ে দেয়া হত। চিন্তা করেন কি ভয়ানক ছিল সেটা।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

বশর সিদ্দিকী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি ভয়াবহ সব অস্ত্র। এত কিছু শুধু মানুষ মারার জন্য। তবে আশার কথা ধ্বংস করার জন্য যতজন থাকে আবার রক্ষা করার জন্যও সৃষ্টিকর্তা পৃথিবীতে সেরকমই ততোধিক পাঠান।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪

বশর সিদ্দিকী বলেছেন: হা হা হা হা.......... পৃথিবীর শুরু থেকেই মানুষ ধংসতে লিপ্ত ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.